![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক মাস হয়ে গেলো দিনা তোমার সাথে কোন আলাপন নেই, একবার খোজঁও নিলে না। অথচ প্রতিদিন ক্লাস ফাকিঁ ছিল আমাদের নিয়ম, ক্লাস মিস করে কোচিং এ না গিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি ভালোবাসার মাধুরী মেশানো কথোপকথন করে। তারপর নোট কিংবা বই ধার নেয়ার অজুহাতে তোমাকে একটু দেখার জন্য সন্ধ্যায় হাজির হতাম তোমাদের বাড়িতে। সন্ধ্যা নেমে এলেই আমি আসতাম, যেন এটা অভ্যাসে দাড়িয়েছিল। সন্ধ্যার পর তোমার কক্ষে চলতো আমাদের ইভিনিং ভালোবাসা এবং পরবর্তীতে যথারীতি মিড নাইট ভালোবাসা। তোমার আর আমার শয়নকক্ষ দূরত্ব ছিল মাত্র ৫০ ফুটের ব্যবধান। মন পড়ে তুমি সুতায় বেধেঁ চিরকুট দিতে আর আমি জালানা দিয়ে আমার রুম থেকে তা নিলাম। তুমি আমার উপর ফ্ল্যাটে থাকো বিধায় তুমি পাড়তে, আমি পাড়তাম না বলে সেকি তোমার অভিমান। প্রতিটি চিরকুটের বিনিময়ে তোমাকে আইসক্রীম খাওয়াতে হতো। আর আমি আইসক্রীমের বিনিময়ে পেতাম তোমার হাতের লেখা ভালোবাসার চিরকুট। তুমি বেলীর পারফিউম পছন্দ করতে, তোমার প্রতিটি চিরকুটেই আমি বেলী ফুলের পারফিউমের সিন্ধতা উপভোগ করতাম।
দিনা, আজো তোমার চিরকুটগুলো নিয়েই কাটে আমার সময়। চিরকুটগুলোতে আর বেলীর পারফিউমের সিন্ধতা পাই না। শীতের শুষ্ক ঝড়া পাতার ন্যায় যেন চিরকুটগুলো অথচ দেখো এগুলো নিয়ে আমার বসবাস। তোমার শেষ চিরকুটটা বারবার মনে আসে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৬
আলআমীন নব্বই বলেছেন: পূর্বের লেখার লিংক
Click This Link
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫০
আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: ভাল লাগল ...
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৪
সরল জটিল বলেছেন: মন খারাপ করে দিলেন ভাই।
ভালোবাসা একটা ঝুঁকি, অলয়েজ ফিফটি ফিফটি
ভালো থাকেন।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৬
এ.এ.এম বিপ্লব বলেছেন: কেরাম কেরাম লাগে.....
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০৯
রিফাত হোসেন বলেছেন: পড়লাম তবে বিস্তারিত লেখেন নাই । সবই ভাবমূলক ।
আমি বিস্তারিত লেখার আশা করছি ।
ধন্যবাদ ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৯
আলআমীন নব্বই বলেছেন: পূর্বের আরো একটি লেখার লিংক
Click This Link
আরো একটির লিংক :
Click This Link
র্পূণাঙ্গ লিখার ইচ্ছা বহুদিনের কিন্তু কোন জায়গা থেকে যে আরম্ভ করবো তা স্থির করতে পারছি যে....শীঘ্রই হয়ে যাবে ভাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪০
রিফাত হোসেন বলেছেন: আপনার কাহিনী যদি সত্যি হয় এটা নিয়ে একটু বড় করে লিখুন, আপনাকে অনুসারিত করেছি ।
সুতরাং আগামী লেখার অপেক্ষায় আছি । কিভাবে আলাদা হলেন কিভাবে পরিচিত হলেন ??