![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইভ্ - টিজিং হল জনস্মমুখে কোন ছেলে/পুরুষ কতৃক মেয়ে/মহিলাদের উপর আকার ইংগিত করে অথবা শব্দ করে অথবা গায়ে হত দিয়ে অথবা অন্য কোন উপায়ে যৌন নিপীড়ন করা।
নিম্নে ঊল্লেখিত কোন একটি আচরন আপনার মধ্যে থাকলে আপনি ইভ্-টিজার :
1. তাকানো (looking)
2. তাকিয় থাকা (staring)
3. বুকর দিকে চেয়ে থাকা (staring at Breast)
4. বুকর দিকে তাকিয়ে কথা বলা (talking to Breast)
5. আয়না মধ্য দিয়ে দেখা (adjusting rear view mirror)
6. অশলীল মন্তব্য করা (passing Comments)
7. নম্বর দেওয়া (ratings)
8. শিস দেওয়া (whistling)
9. ঈংগিতপুন্য গান গাওয়া (singing)
10. চুমু খাবার শব্দ করা (making kissing sound)
11. গায়ে পড়ে কথা বলা (unsolicited conversation)
12. চোখ মারা (winking)
13. চুমু ছুঁড়া (blowing Kisses)
14. না জানিয়ে ছবি তোলা (unsolicited photography)
15. সুরসুরি দেওয়া (tickling)
16. ভূল করে গায়ে হাত দেওয়া (touching 'Accidentally')
17. ভিড়ে গায়ে হাত দেওয়া (grouping)
18. অটোতে কাছাকাছি বসর সুযোগ নেওয়া (touching /nudging in Auto's)
19. গা ঘষে যাওয়া (rubbing)
20. আংগুল দিয়ে গায়ে খোঁচা দেওয়া (fingering)
21. গায়ে থুতু ফেলা (spitting on)
22. পিছু নেওয়া (stalking)
23. গাড়িতে / বাইকে / পিছু নেওয়া (cycles /car /bike following)
24. ক্রমাগত হণ্ বাজানো (cycles /car /bike Honking)
25. গড়ি দিয়ে ইচছে করে ধাককা দেওয়া (Cycles /Car /Bike dashing purposely)
26. অশলীল ইংগীত করা (gestures /actions)
27.রাস্তায় হস্তমৈথুন করা (masturbation in public)
বিঃদঃ
বতর্মান প্রেক্ষাপট অনুযায়ী সকল কে সচেতন করার লক্ষে আমার এই পোষ্ট ।
ভাল লাগলে খুশি হব।
২| ০২ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৩
আকবর হোসেন বলেছেন: ধন্যবাদ ।
০২ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৪
ভালবাসা চাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৩| ০২ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৫
গরম কফি বলেছেন:
necessity info ..
০২ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৭
ভালবাসা চাই বলেছেন: thanks hot coffee
৪| ০২ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৫
ইসতিয়াক-চৌধুরী বলেছেন: ভাই আপনি যেইগুলে করন উল্লেখ করেছেন তাতে সবাই ইভ টিজার ....... তাকানো (looking)
তাকিয় থাকা (staring) দুইটি করন উল্লেখ করেছেন........... আপনি কি বলতে পারেন আপনি কোন মেয়ের দিকে তাকাননি.........আপনিও তাহলে.....
০২ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২২
ভালবাসা চাই বলেছেন: হুম .....
এই পোষ্টি লেখার সময় আমার তাই মনে হয়েছিল ...
তারপর ভাবলাম ...ঠিকই আছে আমি কেন অযথা অন্য মেয়েদের দিকে খরা দৃষ্টিতে তাকাবো
৫| ০২ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২১
ঈদ এর চাঁদ বলেছেন: বুকের দিকে তাকিয়ে কথা বলা (talking to Breast)
৬| ০২ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২২
সিস্টেম বলেছেন: যুবক ছেলে বলতেই ইভটিজার
Click This Link
Click This Link
০২ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৫
ভালবাসা চাই বলেছেন: ইভ্ - টিজিং হল জনস্মমুখে কোন ছেলে/পুরুষ কতৃক মেয়ে/মহিলাদের উপর আকার ইংগিত করে অথবা শব্দ করে অথবা গায়ে হত দিয়ে অথবা অন্য কোন উপায়ে যৌন নিপীড়ন করা
৭| ০২ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩১
সাইফুলসাইফসাই বলেছেন: অনেক মেয়েরা যে সব জামা পরে. এমনিতেই চোখ চলে যায়।
০২ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৬
ভালবাসা চাই বলেছেন: সহমত
৮| ০২ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৭
দুষ্টছেলে বলেছেন: ১-৪ পর্যন্ত গ্রহণ করলে পৃথিবীর সকল পুরুষ ই ইভ টিজার।
৯| ০২ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৭
গ্যাম্বলার বলেছেন: মেয়েরা যেভাবে সাজুগুজু করে আসে তাতে যদি না তাকাই মনে হয় তাদের সাজসজ্জা বৃথা যাবে...
আর একখান কথা, অনেক মেয়ে তো ওড়না কাধে রাখে, বুকে না। আমরা কি তাকাবো না???
১০| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৩১
মা-নবি০৩ বলেছেন: গ্যাম্বলার তাকালেন ভাল কথা
এর পর
রেপ
ভিকটিমের আত্নীয় ,
প্রতিবাদকারী দের খুন করা এগুলা ও করতে চান কিনা ?
১১| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ১০:৩২
সাত্ত্বিক বলেছেন: কোন মেয়ের প্রতি কোন ছেলের প্রেম জন্মালে, ছেলে তাকে প্রস্তাব দিলে এবং যদি মেয়েটির কাছে ছেলেটিকে পছন্দ না হয় তবে ছেলেটি হয়ে যাবে "বখাটে বা ইভটিজার"*
আর যদি মেয়েও রাজি থাকে তবে তাদের মধ্যে গড়ে উঠবে সম্পর্ক!! তখন সে হবে মেয়েটির চলার সঙ্গি।
আর উপরের বিষয়টির যদি বিপরীত ঘটে তবে তাকে কিছুই বলবনা!!!!
আচ্ছা পছন্দের বিষয়টা কি আগে ছেলে থেকেই শুরু হয়? আমার মনে হয় ৭০% ক্ষেত্রে। এখনকার বাস্তবতা ভিন্নও হতে পারে।
তবে এটা ঠিক যে,
লাজুক মেয়েদের বুক ফাটেতো মুখ ফাটেনা।
আর বর্তমানের স্পার্ট মেয়েরা চায়, প্রস্তাবটা ছেলেদের থেকেই আগে আসুন। এতে কিছু সুবিধা করা যাবে।
-----------------------------------
*স্থান-কাল-পাত্রভেদে ভিন্নও হতে পারে
১২| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১২:৪৪
হাসানুজ্জামান তালুকদার শিমুল বলেছেন: স্থান-কাল-পাত্রভেদে ভিন্নও হতে পারে
১৩| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১২:৫৩
এক্স বলেছেন: 27.রাস্তায় হস্তমৈথুন করা (masturbation in public)
এইটাতে তো এডামরাও টিজড হইবো...
২৭ ২৮ আইনের থেকে এককথায় সমাধান, লোয়ার ইওর গেজ এন্ড রিজার্ভ ইওর প্রাইভেট পার্টস... ফর এভরিবডি, এনিবডি.. এক্সেপট নোবডি.
১৪| ০৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৪৪
আকাশের তারাগুলি বলেছেন: ইংগিত পুর্ন যা কোন মেয়েকে অস্বস্তিতে ফেলে বা তাকে অস্বস্তিতে ফেলার উদ্দেশ্য সংগঠিত করা হয় এমন আচরন ইভটিজিং।
১৫| ০৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৭
নষ্ট ছেলে বলেছেন: টাঙ্কি মারতে গিয়ে বিফল হইলে ইভ টিজিং (বাংলা ছবির ভিলেন) সফলে হইলে প্রেম (বাংলা ছবির নায়ক)।
১৬| ০৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:০০
নষ্ট ছেলে বলেছেন: 1. তাকানো (looking)
2. তাকিয় থাকা (staring)
নজরুল কি ইভ টিজার ছিল?
"তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ?"
তয় টিভির পর্দায় চাইয়া থাকলে মনে হয় সমস্যা নাই
১৭| ০৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:০২
ম.শরীফ বলেছেন: কোন মেয়ে অসস্তি বোধ করবে না, এমন একবার (looking) তাকানো আমার মতে ইভটিজিং না!
১৮| ১৩ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৪
হেডফোন বলেছেন: আন্দাইজ্জা কন্টেন্ট...
১৯| ১৩ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫৬
শিপু ভাই বলেছেন: মেয়েদের গৃহবন্দী করে রাখা হউক!!!!
২০| ০৭ ই জুলাই, ২০১১ ভোর ৬:৩৮
স্বাধীকার বলেছেন: এদের চিনে রাখুন।--
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১২
ঈবলিশ বলেছেন: ইভটিজিং এর সাস্তি (ক্লিক)