![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয় দেয়ার মত কিছু নাই,, আমার জন্য কেউ স্পেশাল কিছু রেখে যায়নি, তাই এখন আমি স্পেশাল হইনি, আর আমার জন্য স্পেশাল কেউ নেই শুধু আমার মা ছাড়া।।
১৫ বছরের কিশোর প্রকাশ্যে দিবালোকে একটি কিশোরীকে ইভটিজিং করেছে।
ইভটিজিং নয় কেউ কেউ বলেন শারিরীক ভাবে নির্যাতন করেছে।
আমি কখনো ইভটিজিং এর পক্ষে নয়।
অনেকেই এ বিষয় নিয়ে সমালোচনার ঝর তুলছেন।
এতে অবাক হওয়ার কিছুই নাই।
.
ভাই যুগটাই এমন কি জানি বলে ডিজিটাল হ্যা ডিজিটাল যুগ এইটা।
এযুগের ছেলে মেয়েরা ১০-১২ বছর বয়সেই এডাল্ট হয়ে যায়।
.
এবার আসি মুল ঘটনায়:
মেয়েটি ছেলেটার সাথে অনেকদিন যাবত প্রেম নামক সম্পর্ক করে আসছে।
ছেলেটির ভাষ্যমতে মেয়েটি আরও কয়েকজন
ছেলের সাথে সম্পর্কে জড়িত।
এখন দেখা যাচ্ছে যাকে আমরা ভিলেন বলে আখ্যায়িত করছি আসলে হিরো।
.
এখন প্রশ্ন হল কেন ছেলেটা মেয়েটাকে মেরেছে?
প্রকাশ্যে কোন ছেলে এমন জনসম্মুখে রাস্তায়
করার সাহস এত তাড়াতাড়ি করতে পারেনা।
আর মেয়েটিকে উত্ত্যক্ত করার কারনে স্কুলে
অথবা থানায় কোন অভিযোগ নেই।
বা ছেলের বিরোদ্ধে খারাপ কোন রেকর্ড নেই।
স্কুলের প্রধান শিক্ষক নিজে বলেছেন ছেলের বিরোদ্ধে কোন খারাপ অভিযোগ নাই।
.
তাহলে কেন শুধু শুধু ছেলেটাকে দোষী করছেন।
এক হাতে তালী বাঁজেনা।
দেখা যায় তো ছেলের ছেয়ে মেয়ের দোষ বেশি।
না জানি এ ঘটনা না হলে মেয়েটা আরও কত ছেলের জীবন নষ্ট করত?
©somewhere in net ltd.