![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয় দেয়ার মত কিছু নাই,, আমার জন্য কেউ স্পেশাল কিছু রেখে যায়নি, তাই এখন আমি স্পেশাল হইনি, আর আমার জন্য স্পেশাল কেউ নেই শুধু আমার মা ছাড়া।।
No Vat,,গুলি কর!!
আশ্চর্যজনক ব্যাপার, একজন উচ্চশিক্ষা আগ্রহী ছাত্রের স্লোগান এমনটা হতে পারে?
No Vat,, গুলি কর।।
আর এমন হবে কেউ কল্পনাও করেনি বটে।
আমি ভাবছি সে স্টুডেন্টস রা যখন প্রাইমারী, অথবা হাই স্কুলে ছিল।
তখন তারা কখনো কল্পনা করেনি যে লেখাপড়া করার জন্য ভ্যাট Vat, ( Value Added Taxe) দিতে হবে।
আর তার বিরোদ্ধে শ্লোগানও দিতে হবে।
আমি নিশ্চিত যে তারা যদি জানতো যে উচ্চশিক্ষায় Vat দিতে হবে, তবে অনেকেই পড়ালেখা ছেড়ে দিত অনেক আগেই।
.
আমি যখন আমার চেয়ে ভাল পজিশনে কোন লোককে কাজ (চাকরি) করতে দেখতাম তখন অনেকটা দুঃখ লাগতো।
আমি ভাবতাম, যদি আমিও উচ্চ শিক্ষায় শিক্ষিত হতাম তাহলে এমন ভাল পজিশন আমিও পেতাম।
.
আর এখন ভাবছি, লেখাপড়া করিনি ভালই হয়েছে,
যে লেখাপড়ায় Vat দিতে হয়, ছাত্ররা বলে vat দিবনা গুলি কর, এই লেখাপড়া করে উন্নতি হবে?
তারচেয়ে ভাল আমার মত লেখাপড়া ছেড়ে দিয়ে সমুদ্রে মাছ ধরা।
.
আজকাল লেখাপড়া যাদের টাকা আছে তাদের জন্য।
যোগ্যতা থাকা সত্যেও অনেকে পছন্দমত উচ্চশিক্ষা নিতে পারছেন না।
আর বর্তমানে তো লেখাপড়াকে পন্য বানিয়ে ফেলেছে।
ছিঃ ছিঃ, ধিক্কার আমাদের শিক্ষাব্যবস্থাকে।
.
একটা স্বাধীন দেশেও শিক্ষাকে পন্য বানিয়ে তার উপরে মুল্য সংযোযন কর প্রয়োগ করা হবে,
তা দেশ স্বাধীনের পূর্বেও কেউ কল্পনা করেনি।
যেখানে বিনামূল্যে শিক্ষা চাই আজ সেখানে শিক্ষার উপরেও Vat।
লেখাপড়ায় Vat বন্ধ করার দাবী জানাচ্ছি।
এর সাথে সকল শিক্ষার্থী ভাইবোনদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।।
__ Al-Amin Ahmed।
(কাজী নজরুলের ছাত্র)
©somewhere in net ltd.