নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার চেষ্টায় আছি।

কাজী নজরুলের ছাত্র

পরিচয় দেয়ার মত কিছু নাই,, আমার জন্য কেউ স্পেশাল কিছু রেখে যায়নি, তাই এখন আমি স্পেশাল হইনি, আর আমার জন্য স্পেশাল কেউ নেই শুধু আমার মা ছাড়া।।

কাজী নজরুলের ছাত্র › বিস্তারিত পোস্টঃ

এ কেমন বন্ধুত্ব??

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

একটি বাস্তবিক গল্প,
.
হ্যালো, আমি মেয়ে।।
আমি→ মানে কি?
→ মানে আপনার এবাউটে লিখা মেয়ে হলে মেসেজ দিবেন!!
আমি→ অহ,তাই?
→ জ্বি তাই আমি মেসেজ দিয়েছি।।
আমি→ তা আপনি মেয়ে, আপনার নামই বলে দিচ্ছে।
→ মস্কারা করবেননা তো, ফ্রেন্ড রিকু এক্সেপ্ট করেন।।
আমি→ দেখুন, আমার এবাউটে লিখা আছে, আমি অপরিচিত কারও সাথে বন্ধুত্ব করিনা বিশেষ করে মেয়েদের,
→ জ্বি জানি, তাই মেসেজ দিয়েছি,আর অপরিচিত কারও কি বন্ধু হওয়ার অধিকার নাই, আপনি কেমন মানুষ?
আমি→ হুম অকে, দেখছি।
( তারপর মেয়েটির প্রোফাইল দেখে মনে হল এক্সেপ্ট করা যায়,তাই এক্সেপ্ট করলাম)
→ ধন্যবাদ, এক্সেপ্ট করার জন্য!!
( সাথে হাসির ইমো)
আমি→ ধন্যবাদ দেয়ার কিছু নাই, তারপরেও ওয়েলকাম!!
→ আপনি কি করেন?
( মেয়েটি আমাকে জিজ্ঞেস করল)
কিছুক্ষণ পর,
আমি→ কিছুনা, আপনি?
→ পড়াশোনা করি, বৃন্ধাবন সরকারি কলেজে।
আমি→ অহ আচ্ছা ভাল। তা কোন বর্ষে?
→ মেনেজমেন্ট ২য় বর্ষে।
.
এভাবে চলতে থাকে ফেইসবুকে আমাদের আলাপচারীতা।
একসময় সে আমার সাথে প্রতিদিন মেসেজে কথা বলত এবং আমিও।
প্রতি মূহুর্তের অনুভূতি সে আমাকে জানাতো এবং আমিও তার সাথে শেয়ার করতাম।
.
কখনো কখনো সে আমাকে ইনবক্স করতো, কখনো কখনো আমি।
মাঝেমাঝে ভয়েস রেকর্ডস পাঠাইতো, কখনোবা আমি রেকর্ড পাটাইতাম।
সে কখনো জিজ্ঞেস করেনি আমি কোথায় থাকি।
প্রায়ই সে আমার লিখায় কমেন্ট করতো বা শেয়ার করত।
.
আমি বুঝতে পারছি ক্রমেক্রমে সে বন্ধুত্বকে কোথায়
নিয়ে যেতে চাচ্ছে।
আমিও এর ব্যাতিক্রম নই।
আবার ভাবছি তাকে আমার সম্পর্কে বিস্তারিত বলে দিব।
এতদিনের একটা সম্পর্ক সে মেনে নিতেও পারে।
না তার সাথে আর এভাবে কথা বলা যাবেনা।
.
পরেরদিন,
আমি→ আচ্ছা তুমি কি জানো যে আমি কি করি?
→ না, জানার সময় হলে জেনে নিব।
আমি→ দেখো, তুমি আমাকে কখনো জিজ্ঞেস করনি, তাই আমারও বলা হয়নি।
আমি তোমাকে কোন ধোঁকা দিতে চাইনা।
আমি প্রবাসে আছি।
যা অনেক মেয়েদেরই পছন্দ নয়।
কিছুক্ষণ পর,
→ মানে, আমি তো ভাবছি তুমিও হয়ত পড়াশোনা বা কোন চাকরী ।
আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তুমি প্রবাসী।
দেখ আমি কোন প্রবাসীদের সাথে সম্পর্ক করতে পারবোনা।
.
এতদিনের বন্ধুত্ব সে এক নিমিষে ভুলে গেল, কারণ আমি প্রবাসী বলে।
তারপর সে আমাকে ব্লক দিয়ে দিল।।।
তাকে ইচ্ছে তাকা সত্যেও কিছু প্রশ্ন করতে পারিনি।
প্রবাসীদের কি কোন মন নেই?
প্রবাসীরা কি ভালবাসতে জানেনা?
যদি ভালবাসতে না জানতো, তাহলে পরিবারের প্রতিটি মানুষের মুখে হাসি ফোঁটাতে হাজার হাজার মাইল দুরে প্রবাসে পরে থাকতো না।
নাকি প্রবাসীদের ভালবাসার অধিকার নাই?
আমরা প্রবাসী, আমাদের ভালবাসার অধিকার নাই।
কারণ, আমরা নিজের সুখ ভুলে পরিবারের সুখের জন্য অপ্রাণ চেষ্টা করি।
লিখা: Al-Amin Ahmed।
( কাজী নজরুলের ছাত্র)

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

মিমমা সুলতানা মিতা বলেছেন: ভালই

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

কাজী নজরুলের ছাত্র বলেছেন: ধন্যবাদ।।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

কাজী নজরুলের ছাত্র বলেছেন: কি ভালই?

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

কাজী নজরুলের ছাত্র বলেছেন: গল্প নাকি......

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

মিমমা সুলতানা মিতা বলেছেন: প্রবাসীদের কষ্ট ভালই

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

কাজী নজরুলের ছাত্র বলেছেন: প্রবাসীদের কষ্ট আপনার ভাল লাগল??
বলেন কি? কারও কষ্ট কারও কাছে ভাল লাগে।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১২

মিমমা সুলতানা মিতা বলেছেন: হ্যা খুব মজা পাইলাম। বিশেষ করে প্রবাসীরা যখন প্রেম করে ছেকা খাই, তখন আমার খুব ভাল লাগে, কারন সুনবেন? কারন হলো প্রবাসীরা অনেক কষ্ট করে প্রবাসে যায়, কি দরকার অনলাইনে প্রেম করার। আমি কোনো যুক্তি খুজে পাইনা, ট্যাঁই মজা পাই

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৮

কাজী নজরুলের ছাত্র বলেছেন: তার মানে আপনি।বলতে চাচ্ছেন যে প্রবাসীদের প্রেম করার অধিকার নেই।
আর প্রবাসীরা মানুষ না, শুধু প্রবাসী।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২০

কাজী নজরুলের ছাত্র বলেছেন: যুক্তি তো আমিও পাচ্ছিনা, মেয়েটি কেন যে কোন ছেলের সাথে চ্যাট করবে?
যেহেতু সে প্রবাসীদের পছন্দ করেনা।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

মিমমা সুলতানা মিতা বলেছেন: তোমার এবাউট এ যদি ডিটেইলস লেখা থাকতো তাহলে হইতো এমন হতোনা

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

কাজী নজরুলের ছাত্র বলেছেন: ছিল তো। আর তা ছাড়া আমি যে কম্পানিতে কাজ করি সেটাও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.