নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার চেষ্টায় আছি।

কাজী নজরুলের ছাত্র

পরিচয় দেয়ার মত কিছু নাই,, আমার জন্য কেউ স্পেশাল কিছু রেখে যায়নি, তাই এখন আমি স্পেশাল হইনি, আর আমার জন্য স্পেশাল কেউ নেই শুধু আমার মা ছাড়া।।

কাজী নজরুলের ছাত্র › বিস্তারিত পোস্টঃ

শৈশবের স্বাধীনতা।।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২২

একসময় আমাদের ভাবনাগুলো ছিল খুবই অদ্ভুত।
ছোটবেলা যখন একা একা স্কুলে যেতাম তখন খুব ভয় লাগতো।
সন্ধার পর ঘর থেকে বেরই হতাম না একা।
আর আজ একা একা দুনিয়া দেখছি, একা একাই জীবনের ভয়ংকর পথের পথচারী আজ আমি।
.
মা বাবা পুকুরে নামতে মানা করতেন, ডুবে যাব বলে।
আর আজ জীবন সমুদ্রে ভাসছি, ইচ্ছে থাকা সত্যেও ডুব দিতে পারছিনা।
.
ছোটবেলার ইচ্ছাগুলোও ছিল স্বাধীন,
যখন যা খুশী মনের ভিতর এসে জাগতো।
আর এখনকার ইচ্ছাগুলি স্থান কাল পাত্র ভেদে সীমাবদ্ধ।
.
ছোটবেলার বন্ধুগুলাও ছিল স্বার্থহীন,
আর এখন সেই বন্ধুদের সৃতি মনে করে দো-ফোঁটা চোখেরজল ফেলারও সময় হয়না।
.
আসলে ছোটবেলার পরাধীনতাই ছিল আমাদের স্বাধীনতা।
যা আমরা বুজতে পারিনি।।।
লিখা: Al-Amin Ahmed।
( কাজী নজরলের ছাত্র)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.