![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয় দেয়ার মত কিছু নাই,, আমার জন্য কেউ স্পেশাল কিছু রেখে যায়নি, তাই এখন আমি স্পেশাল হইনি, আর আমার জন্য স্পেশাল কেউ নেই শুধু আমার মা ছাড়া।।
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, খুশি আর আনন্দের জোয়ারে ভেসে যাক প্রতিটি প্রাণ।
কিন্তু এই আনন্দ কি সবার মাঝে বিরাজমান?
.
আপনি যখন ঈদের নামায পড়ে কোলাকুলি করছেন
আত্বীয়-স্বজনদের সাথে,
ভেবেছেন কি কোথাও স্বজন হারা ব্যাথায় কত মানুষ কান্না করছে?
.
আপনি যখন বন্ধুদের সাথে খুশী বিনিময় করছেন,
ভেবেছেন কি কবু?
কিছু মানুষের জীবনে আজ দুঃখ্যের কাল এসেছে।
.
আপনি যখন বড় বড় মোটাতাজা গরু নিয়ে কাউফি দিচ্ছিলেন,
তখন জীবন বাঁচাতে জীবনের উত্তম দৌড়টি দিচ্ছিল আপনার আমার মতই একজন সিরিয়ান।।
.
তুমি যখন বাড়িতে রান্নাকরা খোরমা - পোলাও খাচ্ছ,
একবার ভেবেছো কি?
গোস্তের সন্ধানে টোকাইরা সারাদিন ঘুরে কয়টুকরা গোস্ত পেয়েছে।
.
আপনি যখন আপনার বাপ-দাদাদের নিয়ে ঈদ করছেন,
বৃদ্ধাশ্রমে শত শত দাদা- দাদী, মা- বাবা মৃত্যুর প্রহর গুনুছে।
.
কোরবানি যার যার,
কিন্তু ঈদের খুশীটা যেন হয় সবার।।
সবাইকে ঈদের শুভেচ্ছা।।
ভাল থাকবেন সবাই।।
©somewhere in net ltd.