![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয় দেয়ার মত কিছু নাই,, আমার জন্য কেউ স্পেশাল কিছু রেখে যায়নি, তাই এখন আমি স্পেশাল হইনি, আর আমার জন্য স্পেশাল কেউ নেই শুধু আমার মা ছাড়া।।
বেশী কিছু মনে হয় বলা লাগবেনা।
.
আজ হঠাৎ একজন বন্ধুর কথা শুনে আমি হতবাক!
কারণ,
বাংলাদেশে কিছুদিন ধরে ইন্টারনেট ব্যাবহারের সুযোগ বন্ধ।
তাই অনেকেই VPN সফটওয়্যার দ্বারা ইন্টারনেট ব্যাবহার করছেন।
আর সেই কারণে বিভিন্ন চেকপয়েন্টে সরকারি কর্মকর্তারা সাধারণ
জনগনের উপর নির্লজ্জভাবে খুঁজাখুঁজি করছেন।
VPN ইন্সটল করা আছে কি'না সেজন্য।
.
একটি উন্নয়নশীল দেশের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেয়া
সে দেশের জন্য অবশ্যই লজ্জার ব্যাপার।
লজ্জা তো দুরের কথা, বিভিন্ন এমপি,মন্ত্রী নিজেও ব্যাবহার করছেন
অথচ, সাধারণ জনগণের ভুগান্তি।
.
এটা কোন উন্নয়নশীল দেশের কাজ হতে পারেনা।
এটা আসলে আমাদের ব্যার্থতা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
কাজী নজরুলের ছাত্র বলেছেন: তা তারা কখনো পারবেনা।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০
কাজী নজরুলের ছাত্র বলেছেন: এটা কোন রুল নয় ভাইজান।
অবৈদ রুল হলে হতে পারে।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩
রাফা বলেছেন: ইন্টারনেট বন্ধ এই সংবাদ কোথায় পাইলেন আপনি?
আপনি কি এখানে ইন্টারনেট ছাড়াই চলে আসছেন নাকি !!
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২
কাজী নজরুলের ছাত্র বলেছেন: আমি ত বলেছি VPN দ্বারা ব্যাবহার করা যায়।
আর ইন্টারনেট সংযোগ যদি বন্ধ না হয়ে থাকে তাহলে পুলিশে এভাবে খুঁজাখুঁজি করছে কেন।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৫
তিক্তভাষী বলেছেন: বাংলাদেশে ফেইসবুক বন্ধ থাকলেও বিকল্প পথে এই অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪
কাজী নজরুলের ছাত্র বলেছেন: যেকোনো দেশের সরকারের সমালোচনা হবেই।
আর সরকার দেখতে হবেনা, এটা বাংলাদেশের সরকার।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৬
কাজী নজরুলের ছাত্র বলেছেন: সরকার বিরোধী প্রচারনায় গ্রেফতার হয়।
আর ইসলাম বিরোধী প্রচারনায় কেউ গ্রেফতার হয়না।
???
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
আমি মুক্তবাতাস বলেছেন: কথা সত্য! সরকার দলীয় সবাইকে সরকারি এ রুল অবে করা উচিত । যদি তা নাই পারবে তাহলে এমন রুল করার কি প্রয়োজন?