![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয় দেয়ার মত কিছু নাই,, আমার জন্য কেউ স্পেশাল কিছু রেখে যায়নি, তাই এখন আমি স্পেশাল হইনি, আর আমার জন্য স্পেশাল কেউ নেই শুধু আমার মা ছাড়া।।
আজ থেকে ১১ মাস ২১ দিন আগের ঘটনা,
মনে আছে শিশু জিহাদের কথা?
আজ আবার এমন একটি ঘটনাই ঘটেছে।
জুস ও পানি খেতে না পেরে
অনেক নাটকের পর উদ্ধার হয়েছিল জিহাদের লাশ।
।
আজ যে ছেলেটির সাথে ঘটনা ঘটেছে তার নাম ইসমাইল হোসেন নীরব।
তবে তার লাশ চার ঘন্টা পরে উদ্ধার হয়েছে তাও মৃত।
রাজধানীর কদমতলীতে খেলার সময় পয়োনিষ্কাশন নালায় পড়ে পরে যায়
শিশু ইসমাইল হোসেন নীরব।
নালায় পড়ে যাওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর শিশু ইসমাইল হোসেন নীরবের
লাশ উদ্ধার হয় বুড়িগঙ্গার তীরে আরেক নালায়।
“বুড়িগঙ্গার কাছে একটি নালায় ময়লা আটকানোর জালে লাশটি আটকে ছিল
বলে জানান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক।
নীরবের মা নাজমা বেগম সাংবাদিকদের বলেন,
বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে তার ছেলে পড়ে য।
খেলারছলে অন্য একটি ছেলে ধাক্কা দিলে নীরব নালায় পড়ে যায় বলে এক
শিশু জানিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গতবারের ঘটনাও একইরকম ছিল।
আর দুটোরই ফল হল ব্যার্থ।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
কাজী নজরুলের ছাত্র বলেছেন: হ্যাঁ। এমন মৃত্যু যেন আআপনার আআমার কারও না হয়
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৯
বিলুপ্ত প্রায় বলেছেন: আমরা আমাদের দামাল ছেলেদের শুধু বসিয়ে বসিয়ে খাইয়েই যাচ্ছি, কাজের কাজ তারা কিছুই করতে পারেনা। অন্যতম কারন, অবৈধ নিয়োগ।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
কাজী নজরুলের ছাত্র বলেছেন: আপনার সাথে একমত
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০
প্রামানিক বলেছেন: করুণ মৃতু্য।