![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয় দেয়ার মত কিছু নাই,, আমার জন্য কেউ স্পেশাল কিছু রেখে যায়নি, তাই এখন আমি স্পেশাল হইনি, আর আমার জন্য স্পেশাল কেউ নেই শুধু আমার মা ছাড়া।।
অনেকেই বলেন ধর্ম প্রশ্ন করতে মানা করে।
ধর্মের কথা যখন বললেন তাহলে প্রশ্র আসলো কোথা থেকে?
ধর্মে যে বিষয়টা প্রথম তা হচ্ছে ঈমান, বিশ্বাস।
অন্য ধর্মের কথা বলতে পারবোনা।
আমাদের ইসলাম ধর্মের প্রথম স্তম্ভ ঈমান।
.
আর আপনি যেই ধর্মেরই হোন না কেন ধর্মের কিঞ্চিৎ জ্ঞান থাকলে ধর্ম নিয়ে প্রশ্ন কখনো করবেন না।
কারন ধর্মের প্রতি ঈমান না থাকলে আপনি সেই ধর্মের অনুসারী কেমনে হলেন?
.
ইসলাম ধর্মের কথা বলি।
ইসলামে প্রথমেই বলা হয়েছে ঈমান আন আল্লাহতালার প্রতি।
আল্লাহর রাসুল আমাদের নবী হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল।
তাহলে আপনি কি না জেনে ঈমান এনেছেন।
.
না জেনে যদি বলেন তাহলে তো আপনার ঈমান পরিপূর্ণ হল না
তাহলে তো আপনি নাস্তিক।
কাউকে নাস্তিক বলে সম্মোদন করা আমার পক্ষে সম্ভব নয়।
কারণ আমি ধর্মজ্ঞানী নয়।
তারপরেও বলছি আপনি যদি আস্তিক হোন,
তাহলে আপনার ধর্মের প্রতি অবশ্যই বিশ্বাস থাকবে।
.
আর এর পরেও যদি কোন প্রশ্ন থাকে তাহলে পবিত্র আল কোরআনে অবিশ্যই তার উত্তর পাবেন।
আর হাদিস, ইজমা কিয়াস ত আছেই।
তাহলে আপনার কোন প্রশ্ন?
কিসের প্রশ্ন?
কেন প্রশ্ন?
আর ধর্ম কি সত্যিই প্রশ্ন করতে মানা করছে?
ইসলাম ধর্মে ত কোরআনের পরে হাদিস আছে।
ইজমা আছে,কিয়াস আছে,
এর পরেও প্রশ্ন?
.
ধর্ম মানেই ঈমান, বিশ্বাস।
আর বিশ্বাস না থাকলে কিভাবে আপনি ধর্ম নিয়ে কথা বলেন?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
কাজী নজরুলের ছাত্র বলেছেন: হয়ত
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭
কাজী নজরুলের ছাত্র বলেছেন: প্রশ্ন করলেই বুদ্ধিমান হওয়া যায়না।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
হাইপারসনিক বলেছেন: জ্ঞান অর্জনের জন্য প্রশ্ন করতে মানা নেই ।
তবে এমন প্রশ্ন করা উচিৎ নয় যা তাকে ইসলাম থেকে বের করে দেয়....
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১
কাজী নজরুলের ছাত্র বলেছেন: কথা সেটাই ভাই।
ইজমা,কিয়াসের ভিতরে প্রশ্ন থাকতে হবে।
ধন্যবাদ আপনাকে।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:০৯
মহা সমন্বয় বলেছেন: প্রশ্ন করতে মানা এ জন্য যে, প্রশ্ন করলে বিশ্বাস ভাইঙ্গা যায়। একদম প্রশ্ন করা যাবে না তইলে ইমান দুর্বল হয়ে যাবে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
কাজী নজরুলের ছাত্র বলেছেন: ধন্যবাদ আপনাকে,আপনার মুল্যবান মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫
কবি এবং হিমু বলেছেন: প্রশ্ন,কারন নিজেকে মুক্তমনার পরিচয় দেয়া।প্রশ্ন,মানে নিজেকে অনেক বুদ্ধিমান মনে করা