নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার চেষ্টায় আছি।

কাজী নজরুলের ছাত্র

পরিচয় দেয়ার মত কিছু নাই,, আমার জন্য কেউ স্পেশাল কিছু রেখে যায়নি, তাই এখন আমি স্পেশাল হইনি, আর আমার জন্য স্পেশাল কেউ নেই শুধু আমার মা ছাড়া।।

কাজী নজরুলের ছাত্র › বিস্তারিত পোস্টঃ

কথা ছিল শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ।

১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:০২

কথা ছিলো,
শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম।
এই কথাটি এখন মুল্য রাখেনা।
শিশু দিবসে কিছু লিখতে পারিনি, একদিন আমি / আমরাও শিশু ছিলাম।
মা বাবার কাছে হয়ত পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদই ছিলাম।
কিন্তু কয়েকদিন আগে কয়েকটা ঘটনা দেখলাম খুবই মর্মাহত।
মায়ের হাতে নিজের শিশু খুন।
নিজের মা নিজের শিশুকে নিজের হাতে কিভাবে খুন করতে পারে।
.
যখন এই দেশে মায়ের হাতে সন্তান হত্যা হয়-আমি ক্রোধে অসহায়ত্বের আশ্রয় নেই।
যখন এই দেশে ভাইয়ের হাতে বোন ধর্ষিত হয়-আমি ক্রোধে হতাশাগ্রস্থ হই।
যখন এই দেশে নিয়নবাতির তলে গড়ে উঠে পতিতালয়-আমার ভদ্রতার জন্য লজ্জা হয়।
এই ধ্বজভঙ্গ,ক্লীবত্ব,নপুংসক সমাজের শেষ কোথায় ?
তোমরাই বলো,এই অসুস্থ দুর্গন্ধময় সমাজ দেখার চেয়ে প্রবাস কি আমার জন্য শ্রেয় নয়?
এই দেশের চেয়ে কি মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো কারাগার শ্রেয় নয়?
গুয়ানতানামো কারাগারে আমি যাইনি,
কিন্তু আমি বাংলাদেশ নামের কারাগারে যেতেও ভয় পাই।
.
বিদ্র: আজ শিশু দিবস, শিশুদের যেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হিসেবে গন্য করা হয়।
আমার দেশের মানুষের কাছে একটাই আবেদন।
কোন শিশুকে যেন নিজের মায়ের হাতে খুন হতে না হয়।
আর কোন শিশু যেন অধিকার বঞ্চিত না হয়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩১

অগ্নি কল্লোল বলেছেন: বর্বরতার দিকে ফিরে যাচ্ছি আমরা।।

১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪০

কাজী নজরুলের ছাত্র বলেছেন: হ্যা ভাইয়া।
বর্বরতা আমাদের ঘিরে ফেলেছে।

২| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৫

বিজন রয় বলেছেন: একদিন হবে।

১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪০

কাজী নজরুলের ছাত্র বলেছেন: সেই আশায় আছি ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.