নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দরতর

আলআমিন১২৩

একজন অতি সাধারন মানুষ

আলআমিন১২৩ › বিস্তারিত পোস্টঃ

দুবৃত্ত ক্ষমতায় এমপি গন।

০৭ ই মার্চ, ২০২০ রাত ১২:৪৪


একটি জেলায় বিচারক হেনস্থার জের শেষ হতে না হতেই আমার এলাকায় উপজেলা প্রশাসনের শী্ষ প্রশাসনিক ব্যাক্তি অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার স্থানীয় এমপির হুন্কারে কর্মস্থলে নিরাপত্তার অভাবে ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগের সংবাদ প্রকাশিত হলো। দুখঃজনক হলো এর আগের একজন ন্যায়পরায়ন ইউএনও কে ও তিনি কিছুদিন আগে মাত্র বদলী নিয়ে চলে যেতে বাধ্য করেছেন। এবার দুর্বৃত্ত এম পি সংবাদ সন্মেলন করে একঘন্টার মধ্যে কর্মস্থল ত্যাগের জন্য ইউ এনও কে সময় বেধে দিয়েছেন।যে কারনে এটা করেছেন তা ইউ এন ও র কোন দোষে নয়। উপজেলা চেয়ারম্যানের ড্রাইভারের সাথে এমপির একজন চামচার সামান্য কথাকাটাকাটির বিষয়ে টিএনও বিচার করতে দেরী করেছেন বলে। পূর্বের টিএনওকে বদলী করেছিলেন এমপির এক চামচাকে অবৈধ ভাবে টেন্ডারে কাজ দেননি বলে , আর এবারের ইউ এন ও কে কর্মস্থল ত্যাগের হুমকী দিয়ে।
আমি জানতে চাই উপজেলা পরিষদ,উপজেলা চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যান থাকতে উপজেলা প্রশাসনে নাক গলানোর ক্ষমতা এমপিকে কে দিয়েছে?উপজেলায় নাক গলানোর কোন ক্ষমতা কি সরকারিভাবে তাকে দেয়া হয়েছে? যদি দেয়া না হয়ে থাকে তবে নিম্নলিখিত কারনে এমপি কে কি আইনের আওতায় আনা যায়?
১)দুর্নীতি করার জন্য ইউ এন কে চাপ প্রদান।
২)সরকারী অর্থের বেআইনী ব্যাবহারের জন্য ইউএন কে অবৈধ চাপ প্রদান
৩)উপজেলা প্রশাসনে অবৈধ ক্ষমতার অপপ্রয়োগ
৪)সরকারি দায়িত্ব পালনে ইউএন ও কে হুমকি প্রদানের দ্বারা বাধা দান ও জনসন্মুখে অপমান করা।

দয়া করে আইনি মন্তব্য করুন যাতে গনবিরোধী এই দুর্বৃত্ত এমপির হাত থেকে এ উপজেলার লাখো মানুষকে বাচানো যায়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২০ রাত ১:০৫

ইলি বলেছেন: দেশটার সব সেক্টরে এত এত দুর্নীতি সরকার কি কিছুই দেখে না বা জানেনা, আমার মনে হয় জানে দেখে বোঝে কিন্তু কিছুই করেনা করবে না বা করার নাই। মন্ত্রি এম পি নেতা সচিব পিএস পুলিশ, সবাই দুর্নীতি গ্রস্ত আর বাকি সরকার। আসলে সরকারের কিছু করার নাই সরকার এদের হাতে জিম্মি। ধন্যবাদ।

২| ০৭ ই মার্চ, ২০২০ রাত ১:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




ইউএনও সাহেব ডিসি সাহেবের সাথে কথা বলে ব্যবস্থা নিতে পারবেন। তবে প্রমাণ ও সাক্ষ্য প্রয়োজন পরবে। এটি সরকার বাদি মামলা হবে।

৩| ০৭ ই মার্চ, ২০২০ রাত ১:২৭

বাকপ্রবাস বলেছেন: চুপথাকো সরকার
চুপ থাকা দরকার

৪| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: কিচ্ছু করার নেই।
চুপ করে থাকতে হবে।
অন্যথায় জেলে যেতে হবে।

৫| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৯

নেওয়াজ আলি বলেছেন: ভোট চোর,টাকা চোর এবং সব পাপিয়ার মা একজন ।

৬| ০৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:০৪

খাঁজা বাবা বলেছেন: পিএম টু পিয়ন
সবাই একই সিকলে
এক এক জনের লিমিট শুধু আলাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.