নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমীন-আল শহীদুল্লাহ সুমন।

আমি আছি , আবার নাও থাকতে পারি । হয়তো থেকে যাবে আমার এ লেখা গুলো । হ্যাপি ব্লগিং

আমীন-আল শহীদুল্লাহ সুমন। › বিস্তারিত পোস্টঃ

একটি কবিতা মাত্র ।

০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৯

নন্দিত বিধাতা এবং নিন্দিত চিন্তা।



“”সময়টা ধুসর মেঘলা আকাশ ,
অন্ধকারচ্ছন্যতার মাঝে পরিষ্কার চলন্ত বাতাস
এক চিমটি নক্ষত্রের আলোয়, ভুবন যখন আলোকিত ,
সবাই তখন নিরব ঘুমে জিবন্ত ,
সাক্ষী হৃদপিণ্ড অবিরত কম্পনরত,
জাগ্রত হওয়ার তীব্র আকাঙ্ক্ষায় লিপ্ত ,
সবাই তখনো নিরব ঘুমে ঘুমন্ত । । ।
নির্ঘুম চোখ , দেহ ক্লান্ত ,উত্তপ্ত বিবেক প্রতিনিয়ত তাড়ান্যিত ,
সময়টা একনিষ্ঠ একাকিত্ত , বিষাক্ত নিন্দিত মনে ,
তখন আমি , , , , , মস্তিষ্ক বিকৃত জাগ্রত চিন্তায় নিয়োজিত । । ।

“”নিস্তব্দ চার-পাশ , চলন্ত শ্বেত ধুসর টিকটিকি , স্থির আট পা-ওয়ালা মাকড়সা,
পরিবেশ ঘুমন্ত-কোলাহল মুক্ত ,
আমায় দেখে আচমকা অভিভূত,
তবুও আমি মস্তস্ক বিকৃত চিন্তায় নিয়োজিত ...

“”গেরুয়া সবুজ লতা পাতা আকড়ে ধরা বিস্তৃত গাছের মত ,
চিন্তা আকড়ে ধরে আমায় , থাকি অপ্রস্তুত প্রতিনিয়ত ,
ভয়ে হই আচমকা হঠাৎ আতংকিত ,
, তখন হাতুড়ির আঘাতের মত,অসংখ্য করাঘাত ,
বিবেকের আঘাত প্রঘাত চলছে অবিরিত ,
হাড্ডি মাংসে , রক্ত পিন্ডে গড়া , বুক আচমকা চলে অবিরত কম্পনরত ,
কখনও হয়ে যাই উল্লাসহীন আনন্দিত ,
হয়ে যাই মিথ্যে অদৃশ্য আবেগে আপ্লুত ,
বীনা অপরাধে হই কঠোর অনুতপ্ত ,
এক মুঠো কষ্টে হৃদয়টা অবিরত ক্রন্দনরত ,
অদৃশ্য ছিদ্র মনটা ক্ষত বিক্ষত মর্মাহত ,
অবশেষে বুঝতে পারি সবই ছিল সত্য কল্পিত
তখনও আমি নন্দিত মস্তিস্ক বিকৃত চিন্তায় চিন্তিত। । ।

“”দৃঢ় চিন্তায় মগ্ন আমি , ভাবি আমি নিঃসঙ্গ একাকিত্ত ,
বিধাতার ধরণী কেনো আজ অমৃত নিন্দিত ???
ধরনীটা কেনো আজ মিথ্যের পুরোহিতের রাজত্ত ??
আমরা মানুষ কেনো মিথ্যে নন্দিত ???
বিধাতা কেনো আজ নিন্দিত নির্বাসিত ??
বিধাতার নিয়ম কেনো আজ,অনিয়মে ঘেরা বিকৃত কলুষিত ???
কেনো মুছে যাচ্ছে বিধাতার নন্দিত স্থাপত্ত , অস্তিত্ত ???
বিধাতার নন্দিত কৃতিত্ব কেনো আজ ধলোষ্বিত ???
তবুও কৃত্তিমতায় কেনো ধরনীটা মিথ্যে সু-সজ্ঞিত???
বিধাতা কেনো আজ সমালোচিত ???
এতে তার রয়েছি কি আলোচিত কৃতিত্ব??
নাকি সবটাই জর্জরিত , বর্বরিত , নিন্দিত ,
মানুষের ইচ্ছাকৃত কঠোর মৌনব্রত???


“””প্রশ্ন পূর্ণ মনে ভাবতে ভাবতে ঘুমে আচ্ছন্ন চোখ দুটো অবহেলিত ,
উনুনের ন্যায় রক্তিম উত্তপ্ত ,
গন গনে লাল জলন্ত ,
অদৃশ্য মনটা এখনো অতৃপ্ত ,
কেনোনা উত্তর পাইনি মন মতো যথার্থ ,
তখনো আমি অবিরত মস্তিস্ক বিকৃত চিন্তায় চিন্তিত । । ।

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’অতঃপর’’’’’’’’’’’’’ আবারো’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

“কঠোর অতৃপ্ত,বিক্ষত,জর্জরিত মনে অবিরত চিন্তায় মত্ত
অদৃশ বিধাতাকে করবো প্রশ্ন বিদ্ধ ,
কিন্তু মনে হচ্ছে উত্তর সব বিলুপ্ত ,
পাশে সাথে অসঙ্গায়িত , রয়েছে কোনো ছায়াব্রত,
আমি এখনো মস্তিস্ক বিকৃত নন্দিত চিন্তায় চিন্তিত । ।


এখন মধ্যরাত্র, , , , আমি জাগ্রত ,
বিধাতা, বিধাতার নন্দিত ধরণী আচমকা মিথ্যে অভিভূত,
আমি এখন বিধাতার কল্পিত নিকটস্থ ,
হাজারো নন্দিত প্রশ্ন নিক্ষিপ্তে মত্ত ,
যদি পাই অজ্ঞাত নামা উত্তর পত্র,

“”দারিদ্রতার সাথে জিবনযুদ্ধ করতে হয় কেনো নিত্য প্রতিনিয়ত ???
দারিদ্রতায় অপরাজিত বিদ্বান কেনো পদ-দলিত অবহেলিত ?
অবশেষে মহৎ দারিদ্রতায় কেনো জিবনযুদ্ধে পরাজিত??
দারিদ্রতায় মিথ্যে অভিনয়ে মত্ত কেনো মধ্যবিত্ত ???
দারিদ্রতা তবুও কেনো মহত্ত ??আমি বলবো ঘৃনিত অভিশপ্ত।
মানবতা কেনো আজ লিকায়িত ???
শান্তির শ্বাশ্বত বানী শুনতে কেনো শুনায় নোনতা লবনাক্ত বিষাক্ত????
কলুষিত অভিশপ্ত দারিদ্রতা থেকে কবে হব স্বাধীন মুক্ত ???
বিলীন হবে কবে মনের উত্তপ্ত জর্জরিত যত্তসব কষ্ট????
আলোচিত শান্তির নতুন্ত হবে কবে পুষ্পায়িত , বাস্তবিত ???

‘’আমি তখনও বিধাতার কল্পিত নিকটস্থ,
উপরক্ত নন্দিত সমালোচিত প্রশ্ন নিক্ষিপ্তে মত্ত,
আসে পাশে অসংখ অসঙ্গায়িত ছায়াব্রত ।
আচমকা ভেসে আসে অজ্ঞাত নামা উত্তরপত্র ,
আমি আতংকিত , ধরণী থর থর কম্পনরত ,
বাতাস অট্টহাসি হাস্যরত , ইতিহাস বিকৃত অবিরত ক্রন্দনরত ,
উচ্চস্বরে বাজতে থাকে ,

‘’’’’’’’’’’’’’ নন্দিত বিধাতা অনন্তকাল অমৃত , বিধাতা অমৃত , ,
মানুষ বিধাতার আইনে দন্ডিত , দন্ডিত ,
অবশেষে মৃত অবহেলিত, বিধাতার নিকটস্থ । ‘’’’’’’’’’’’’’’’


আচমকা সব হঠাৎ নিস্তব্দ ,
তখনও আমি মস্তিস্ক বিকৃত চিন্তায় নিয়োজিত ।
এদিকে নন্দিত পৃথিবী, গন গনে সূর্যের রক্তিম আলোয় আলোকিত । ।
কিন্তু আমি হঠাৎ আচমকা অভিভূত , আমি মৃত , হ্যাঁ আমি নন্দিত মৃত । । ।
তখনও ছিলাম মানবতার খাতিরে মস্তিস্ক বিকৃত চিন্তায় নিয়োজিত । । । ।
কেনোনা নন্দিত বিধাতার ঘৃনিত নগরে,
আমি ছিলাম নিন্দিত ভবগুরে । ।


*****আমীন-আল শহীদুল্লাহ সুমন****

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.