![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Founder & CEO, খাঁটি মধু ডটকম । 01869663242
মধু সংরক্ষণের নিয়ম কি? বা কি ভাবে রাখবো? কোন পাত্রে রাখবো? ফ্রিজে নাকি ফ্রিজের বাইরে? কাচের পাত্রে নাকি প্লাস্টিকে? ইত্যাদি।
একজন মধু বিক্রেতা হওয়ার সুবাদে এই ধরণের প্রশ্ন আমাকে প্রায়ই শুনতে হয়। একেক জন একেক ভাবে প্রশ্ন করেন। আর এই ধরণের প্রশ্ন করাটাই স্বাভাবিক। কারণ আমাদের মাঝে মধু বিষয়ক সঠিক তথ্য খুবই কম।
আমি দীর্ঘদিন ধরে মধু নিয়ে কাজ করছি। মধু নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করছি। সঠিক তথ্য জানার এবং জানানোর চেষ্টা করছি। আমি লক্ষ্য করলাম আমাদের মাঝে অনেকেই মধু সংরক্ষণের সঠিক নিয়ম জানেন না। তাই আজকে আপনাদের সামনে মধু সংরক্ষণের
সঠিক নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ।
মধু সংরক্ষণের ৫টি নিয়ম
মধু সংরক্ষণ করা সহজ। মধুর একটি চমৎকার ব্যাপার হলো এতে সহজে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না এবং তাই এটি দ্রুত নষ্টও হয় না। তবে এরপরেও কিছু ব্যাপারে নজর দেয়া দরকারঃ
১/ পাত্রের মুখ ভালো ভাবে বন্ধ করা। পাত্র সঠিকভাবে বন্ধ না করা হলে পোকা পড়তে পারে অথবা ফাঙ্গাস জন্মাতে পারে। মধু যদি বাতাসে খোলা রাখা হয় তাহলে তা দুর্গন্ধ ও আর্দ্রতা শোষণ করে। এতে মধু নষ্ট হতে পারে অথবা এর গুণ, গন্ধ বা স্বাদের মান কমে যেতে পারে।
২/ ঠাণ্ডা কক্ষ তাপমাত্রায় মধু সংরক্ষণ করা। রেফ্রিজারেটরে মধু তাড়াতাড়ি জমে যায়। শূন্যের কাছাকাছি তাপমাত্রায় মধুর অনেক এমাইনো এসিড ও ভিটামিন নষ্ট হয়ে যায়। ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় স্বাদ আরো খারাপ হয়, গন্ধ হারিয়ে যায়, মধুর রঙ পালটে যায় এবং উপকারী গুণাগুণ কমে যায়।
৩/ মধু সংরক্ষণের জন্য শুকনো বায়ুরোধী পাত্র ব্যবহার করা। নন-ফুড গ্রেড প্লাস্টিক কিংবা ধাতব পাত্র পরিহার্য। কাচের পাত্র সবচেয়ে ভালো।
৪/ এমন জায়গা ঠিক করা যা একইসাথে শুকনো ও ঠাণ্ডা। আর্দ্রতা হলো মধুর সবচেয়ে বড় শত্রুগুলোর একটি। মধুতে থাকা এসেনশিয়াল ওয়েলগুলো সহজেই বাষ্পীভূত হয়। এতে মধুর স্বাদ এবং গন্ধ হারিয়ে যায়। সাধারণত, কোনো আবদ্ধ অন্ধকার জায়গা মধু সংরক্ষণের জন্য যথেষ্ট। খেয়াল রাখবেন সেটি যেন কালো হয় এবং সরাসরি আলোর সংস্পর্শে না আসে। চুলা বা ওভেনের কাছে পাত্র রাখবেন না।
৫/ মধু পুরাতন হয়ে গেলে অনেক সময় তা শক্ত হয়ে স্ফটিকায়িত হয়। পাত্র খোলার তিন থেকে ছয় মাসের মধ্যে যে কোনো জায়গায়ই এই প্রাকৃতিক পরিবর্তনটি ঘটতে পারে। পুরনো হওয়ার সাথে সাথে মধু কালচেও হয়ে যেতে পারে, যার ফলে গন্ধে পরিবর্তন আসতে পারে। এক বছরের কম সময়ের মাঝে পরিবর্তন দৃশ্যমান হয়।
সোর্সঃ http://modhupedia.shorobor.org/196/
মধু সংরক্ষণের ৫টি নিয়ম ভিডিও
সোর্সঃ https://www.youtube.com/channel/UC7ekgfRfmDvw0UD9HrmtRXQ
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
আলামিন হোসেন বিডি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজই শরিষার মধু কিনলাম
সংরক্ষন পদ্ধতি জেনে উপকৃত হলাম।
অবশ্য দোকানী বলেছে এই মধু নাকি এক বছরের পুরানো।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫
আলামিন হোসেন বিডি বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই, সরিষা মধু এখন নতুন টা পাওয়া যাচ্ছে। এখন মাঠে শুধু সরিষার ফুলিই আছে। যাইহোক, আপনার মধুটা জমে আছে নাকি তরল? আর কেজি কত করে নিয়েছেন?
আর মধু বিষয়ক বিভিন্ন সঠিক তথ্য জানতে এই চ্যানেলে ভিজিট করতে পারেন << Click This Link
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য।
যেহেতু আপনি মধু বিক্রি করেন তাই কষ্টের কথাটা আপনাকে বলি- সব মধু বিক্রি করা দোকানে লেখা থাকে। এখানে সুন্দর বনের খাটি মধু পাওয়া যায়।
আমি কিনেছি, আর ঠকেছি। তারা কেউই আসলে খাটি মধু বিক্রি করে না। তাদের কথা এবং সাইন বোর্ড মিথ্যা।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
আলামিন হোসেন বিডি বলেছেন: এটা সত্য যে, অধিকাংশ মানুষই ভেজাল মধু বিক্রি করে। কিন্তু এর ভেতোরেও খাঁটি বিক্রেতারা আছেন। যাইহোক, আমরা অনেকেই এখন খাঁটি মধু নিয়ে কাজ করছি। এভাবে খাঁটি মধু বিক্রেতারা বাংলাদেশে বাড়তে থাকলে একসময় আর ভেজালের এতো অস্তিত্ব থাকবেনা ইনশাআল্লাহ।
আর মধু বিষয়ক বিভিন্ন সঠিক তথ্য জানতে এই চ্যানেলে ভিজিট করতে পারেনঃ Click This Link
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
ডার্ক ম্যান বলেছেন: পুরুষের শারীরিক দুর্বলতা দূর করার জন্য মধু কি কাজে লাগে ?? কিভাবে খেলে উপকৃত হব। মধুর সাথে কি অন্য কিছু খেতে হবে ??
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
আলামিন হোসেন বিডি বলেছেন: জি ভাই, আপনার এই ব্যাপারে অবশ্যই মধুতে উপকারিতা আছে। তবে আপনি একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭
আহমেদ জী এস বলেছেন: আলামিন হোসেন বিডি,
ভালো লিখেছেন। মধু সংরক্ষন নিয়ে যে সংশয় ছিলো তা কেটে গেলো অনেকটাই।
শুভেচ্ছা রইলো।