নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকার এই ব্যাস্ত নগরীর আমি এক ক্ষুদ্র পথচারী , লিখা লিখি করার ভীষন ইচ্ছা । তাই নিজের কথা গুলো তুলে ধরতে্‌ আমি ব্লগে লিখা লিখি শুরু করলাম।আমি আল-আমিন । মধ্যবৃত্য পরিবারের আমি সন্তান। স্বপ্ন তো সবাই দেখতে পারে । তাই আমিও দেখছি।

মোঃ আব্দুল্লাহ আল-আমিন

https://www.facebook.com/alamin.noyon চাইছিলাম পরিচয় গোপন থাক। তবে তাতে কি লাভ।বন্ধু মহলে আমি বড় একা। তবে ব্লগে আমার মতের অনেকেই আছে। বন্ধুত্ব বাঁড়াতে সমস্যা কোথায়।

মোঃ আব্দুল্লাহ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

কোথায় সুখ

১৩ ই জুন, ২০১৫ সকাল ১০:৩৬

কোথায় সুখ ?
ক্ষুদ্র এই শব্দের মাঝ কতজনের কতো আহাজারী,
চোখে দেখা যায় না, তবে তা স্রষ্টার মত নিজের অস্তিত্ব দর্শন করায় ।

আমি সুখ খুজেছি,
ক্ষুদ্র জীবনের এই সংক্ষিপ্ত সময়ে,
যবে থেকে বুঝ হয়েছে, শুধু সুখই খুঁজেছি

সুখ বড় সংক্ষিপ্ত ,
এই আসে,আবার এই জেনো কোথায় হারিয়ে যায়,
আমি তবুও পিছু ছুটি , যদি আবার ফিরে আসে।

সুখ খুঁজেছি আমি সবখানে,
তন্দ্রা অথবা নিদ্রায়, জ্ঞানে অথবা বিদ্যায়
তন্য তন্য করে খুজেছি, জীবন রেখার এ পিঠ আর ও পিঠ।

সুখ খুজেছি আমি প্রেমিকার মাঝে,
তার হাত ধরেছি, তার কাছে এসেছি
কত মুহূর্ত কাটিয়েছি, কত নিষিদ্ধ অংশে হাতও দিয়েছি,
তবে কোথায় সুখ?

তার ঠোঁটে ঠোঁট রেখে চিন্তা করেছি,
এইটা কি সুখ , হয়তো ঘোরের মাঝে কিছু সুখ ছিল,
তবে ঘোর কাটতেই ঠোঁট সরিয়েছি,
বিরক্ত হয়ে ভেবেছি এ তো সুখ নয়।

সুখ খুঁজেছি আমি নিজের মাঝে,
হস্ত মৈথুন্যে,
তবে ক্ষুদ্র সময় পর সুখ লুকিয়ে পরে
তখন আমি ক্লান্ত আর সুখ আমাকে ফেলে হারিয়ে যায়।

সুখ আমি কথায় পাব তোমায়?
যে যাই বলুক, তুমি শুধুই একটা ঘোর।

তবে সুখ পেয়েছি,
নিজ মাতার সেই মায়া ভরা চখে,
পিতার সেই বুক ভরা হাঁসিতে,
নিজ বোনের সেই ভাই বলা ডাকে,
মাতা-পিতার হাত ধরে দূর কনো বনে ।

তবে সুখ কেনো স্থায়ী নয়,
জীবন রেখাতো এই সুখ গুলোকে করেছে ক্ষণস্থায়ী,
বুঝ হতে যখন আমি সুখ গ্রহনে ব্যাস্ত,
জীবন রেখা সেই সুখ গুলো্কে বিভক্ত করলো।

আমি তখন কারণ খুঁজি,
কেন সুখ তুমি স্থায়ী নও।

তামাক, গাঁজা আর নেশার মদে
সুখ আর কতক্ষণ,
ঘোরের ক্ষুদ্র সময় পরে সুখ সেখানেই মারা পরে,
স্থায়ী সুখ কেন নাই।

চিন্তার এই ধারায়,
সুখকে বলি, আমি সত্যিই ক্লান্ত
যদি তুমি এসো তো ধরা দিও
আমি আর নোংরা কিছু্তে তোমায় খুজব নাহ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.