![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/alamin.noyon চাইছিলাম পরিচয় গোপন থাক। তবে তাতে কি লাভ।বন্ধু মহলে আমি বড় একা। তবে ব্লগে আমার মতের অনেকেই আছে। বন্ধুত্ব বাঁড়াতে সমস্যা কোথায়।
যেদিন আমার শরীর চলবে না,
বালু ঝরা মাটিতে পড়ে থাকবে সেই নিথর দেহ,
যাকে এই বহু কাল ধরে আমি লালন করে এসেছি,
কতো ভাবে সাজিয়েছি।
আমি এই শরিরের প্রত্যেকটা অংশকে নিয়ে খেলছি যখনই মন চেয়েছি,
আমি ভুলে গেছি এই শরীর আমার নয়।
কারণ সে আমাকে নাহ জানিয়ে হইতো আমাকে বার করে দিবে,
আমি কতো অহংকারী যে আমি আমার এই জৈব শরীর নিয়ে কতো গর্ব বোধ করি।
হইত আজ নয়তো কাল, নয়তো পরশু
সে আমাকে বার করে দিবে।
আমি চিন্তা করি, আমাকে যখন বার করে দিবে আমি কোথায় যাব,
বিজ্ঞান কেন এখানে বার্থ।
আমি কোন ঘোরে বাস করছি,
আমি কিসের পিছনে ছুটছি ,
যা আমার নিজের কোন দিনই ছিল না।
আমি ছুটি সবাই ছুটে,
এই শরিরকে বাঁচাতে,
তার চাহিদা পূরণে।
শুধু সুখ সুখ করে কোন অচেনা গলিতে ঘোর পাক খায়,
নিজেকে কেন এতো বড় ভাবে,
কেন সেই সুখের আশায়,
সব করতে পারে।
আমি রাস্তায় দাড়াই, লক্ষ লক্ষ মানুষ শুধু ছুটে,
শুধু শরীর টাকে বাঁচাতে,
কেউ শরীর বেঁচে অথবা কারো শরীর কেনে।
তারা সুখের শেষ প্রান্তে যায়
কিন্তু শরীর তাঁকে বের করে দেই,
যেটার জন্য ছুটলও সেইটা সেইখানেই পড়ে থাকে।
অচেনা মানুষটি যে কোথায় হারায় তা কেউ জানে নাহ,
শতাব্দী তাঁকে মুছে দেই,
অথচ যা সে রেখে গেলো তার পিছনে
ভবিষ্যৎ শতাব্দীর মানুষও ছুটে ।
চেইন চক্রের মতো, তারাও হারিয়ে যায়,
পৃথিবীতে নয় তো মহাবিশ্বে ।
আর ঘোরের পৃথিবীতে শরীরও হারিয়ে যায়,
যার পিছনে তারা ছুতেছিল সেগুলোও পড়ে থাকে।
তারাও নতুন কারো জন্য অপেক্ষা করে।
©somewhere in net ltd.