নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকার এই ব্যাস্ত নগরীর আমি এক ক্ষুদ্র পথচারী , লিখা লিখি করার ভীষন ইচ্ছা । তাই নিজের কথা গুলো তুলে ধরতে্‌ আমি ব্লগে লিখা লিখি শুরু করলাম।আমি আল-আমিন । মধ্যবৃত্য পরিবারের আমি সন্তান। স্বপ্ন তো সবাই দেখতে পারে । তাই আমিও দেখছি।

মোঃ আব্দুল্লাহ আল-আমিন

https://www.facebook.com/alamin.noyon চাইছিলাম পরিচয় গোপন থাক। তবে তাতে কি লাভ।বন্ধু মহলে আমি বড় একা। তবে ব্লগে আমার মতের অনেকেই আছে। বন্ধুত্ব বাঁড়াতে সমস্যা কোথায়।

মোঃ আব্দুল্লাহ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

জীবন বড় কাব্যময় (২০১৫ এর পর আ্জ)

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৩

ঢাকা টা এখন বেশ পরিচিতও কিন্তু সমস্যা হলও মানুষ গুলা ভীষণ অপরিচিত। আমি জীবনের অনেক বড় বড় শিক্ষা গুলো ঢাকাতে এসেই পেয়েছি। জীবনের সংজ্ঞা খুজতে খুজতে ইদানীং পেটের খুদাও আটকানও কঠিন হয়ে পড়েছে।
ব্লগ লিখা শুরু করেছিলাম আজ থেকে ৩ বছর আগে। তখন বয়স ১৯ আমার, ব্লগের পাসওয়ার্ডও ভুলে গিয়েছিলাম আজ কিভাবে জানি লগ ইন করলাম। হয়তো লিখতে পাড়বো তাই আবার।

আজ তার সাথে শেষ দেখা হলও। না চাইলেও আবার দেখা হবে কিন্তু সেই দেখা আর তখনকার দেখা হবে অন্যরকম। জীবনের এই অধ্যায়ে যখন আমি পেটের তাগিদে এপাশ ওপাশ করে খাবার খুজচ্ছি তখন প্রেম জিনিষটাকে বিলাসিতা ছাড়া কি বলবো। কিন্তু পৃথিবীর এই অদ্ভুত মানুষের সবই চাই। তাই যাহ করার আমি করলাম আবার এখন কষ্ট আমি পাই।
নিজের ভুল গুলো আমার চোখে ধরা দেয়, হাতের ধোওয়া উড়ানো জিনিষটাকে দেখে বলি ""কেন আমি পারি না?""

সত্যি বলতে নিজের চেয়ে কে বেশি অনুপ্রাণিত নিজেকে করতে পাড়ে। দুই দিনের জন্য যাদের সাথে পরিচিতি হয়ে তারা , মটেও না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনার আশেপাশের মানুষের জীবন নিয়ে লিখুন

১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭

মোঃ আব্দুল্লাহ আল-আমিন বলেছেন: অবশ্যই লিখবো, সেই জন্যই তো ফিরে এসেছি।

২| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.