![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে গেছে আমার সকল আশা,,,,,এখন নিরুপায় মানুষ,,,,কাউকে আর বিশ্বাস করি না,,,,
রাহুল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এক কাজ করত—ফোনটা হাতে নিয়ে তমার প্রোফাইলে ঢুকত।
তমা, যে আজ পাঁচ বছর ধরে তার জীবনের সবচেয়ে কাছের মানুষ, অথচ এখন অনেক দূরে... শুধু শহরের দূরত্ব নয়, বাস্তবতা আর সময়ের দূরত্বও।
এক সময় ওরা একসাথে পড়ত, একসাথে হেঁটে যেত কলেজে, চায়ের দোকানে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। তমার চোখে ছিল স্বপ্ন, আর রাহুলের চোখে ছিল তমা।
কিন্তু সময়টা বদলে গেল। তমার পরিবার হঠাৎই কানাডা চলে গেল।
তারা একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছিল —
"যদি সত্যি ভালোবাসা থাকে, দূরত্ব কিছুই না।"
প্রথমদিকে সব ঠিক ছিল। রাত জেগে মেসেঞ্জারে গল্প, একে অপরের ছবি, কবিতা, ভিডিও কল...
কিন্তু ধীরে ধীরে বাস্তবতা নামের ভারী শব্দটা এসে জেঁকে বসল।
তমা ব্যস্ত হয়ে পড়ল নতুন জীবন, নতুন পড়াশোনা আর বাস্তবের চাপ নিয়ে।
রাহুল পড়ে রইল আগের শহরে, আগের ঠিকানায় — কিন্তু প্রতিদিন মনে মনে তমাকে নিয়ে নতুন কবিতা লিখে।
তমা আর আগের মতো সময় পেত না। রাহুল বুঝত, কিন্তু কিছু বলত না। শুধু প্রতিদিন সকালে একটা মেসেজ পাঠাত:
"আজও তোমার নামেই আমার সকাল শুরু হলো..."
তমা সেই মেসেজ পড়ত, হাসত, কখনো উত্তর দিত, কখনো নয়।
তবুও রাহুল থেমে যেত না।
একদিন বহুদিন পর তমা ফিরল দেশে, হঠাৎ করেই।
রাহুল জানত না। কিন্তু তার বাড়ির দরজায় যখন সেই পরিচিত চোখদুটো আবার দেখল, তখন মনে হলো—
দূরত্বের সব হিসাব এক মুহূর্তেই ভেসে গেল।
তমা চুপচাপ বলল,
"তোমার কবিতাগুলো আমি এখনও জমিয়ে রেখেছি রাহুল... আমার ভেতরটা শুধু তোমার জন্যই খালি ছিল।"
রাহুল কিছু বলল না, শুধু একবার বলল,
"চলো, আবার শুরু করি। এবার শুধু কবিতা নয়, জীবনটা একসাথে লিখবো...
"যদি প্রেম সত্যি হয়, দূরত্ব কখনো বাধা হয়ে দাঁড়ায় না। অপেক্ষা, ভালোবাসা আর বিশ্বাস—এই তিনেই প্রেমের জয় হয়।"
©somewhere in net ltd.