নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব মানুষের চিন্তা একরকম নয়। আমার চিন্তা আমার মত।

আলগা কপাল

সোজা বুদ্ধির সোজা লোক।

আলগা কপাল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ গেছো ভূত

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২০




চলেছি একেলা আমি কেউ নেই সাথে
আছে এক ঘন বন সামনের পথে।
চারিদিকে আন্ধার কুচকুচে কালো
তিনহাত সামনেও যায় না দেখা ভালো।

হঠাৎ শুনি যেন ফিসফিসানি কার
বহুক্ষণের চেষ্টায় করিতে নারি ঠার।
দেখিলাম আড়চোখে নেই কেউ সামনে পিছে
কয় আধুনিক মন ভয় করি আমি মিছে।

একসময় ফিসফিসানি গেলো আরো বেড়ে
গাছ থেকে এলো নেমে ভূত ধেড়ে ধেড়ে।
কন্ধকানা, ব্রহ্মদৈত্য বাকি কেউ নাই
পৈত্রিক প্রাণটা বুঝি ভূতে নিলো ভাই!

তওবা করি এইবার বেঁচে যদি যাই
এই পথে কখনো আমি আর নাই।
কিন্তু এখন করি কি? মুশকিল ভারি
রয়েছে সামনে ভূত ইয়া ধাড়ী ধাড়ী।

কুলহু আল্লাহ পড়ে
এক এক পা করে
সামনে গিয়ে
দিলাম ঘুষি এক সামনে পেলাম যারে
কিন্তু নাছোড় সে ওরে বাবারে
পৈত্রিক প্রাণটা বুঝি এই গেলো উড়ে।

বাঁচি মরি নাহি ডরি
ভূত আগে জাত করি
ভদ্রলোকে ভয় দেখানো
এমন দেখিনি কোন
জুতিয়ে করবো সোজা
হতভাগা নচ্ছারে।
আসুক ভূতের বাচ্চা
মরবো আজ লড়ে।

সমানে চালিয়ে লাথি, সাথে কিল ঘুষি
ভূতের বাচ্চাদের করবো আমি ভূষি।
চললো লড়াই তুমুল গেছো ভূতের সাথে
মনে হয় থাকবে না প্রাণটা আজ প্রাতে।

লড়িতে লড়িতে দম আমার ফুরায়
কে যেন ঐ পথে কোথা যেন যায়।
সর্বশক্তি দিয়ে আমি চিৎকার করি
পালায় ভূতের দল করে পরিমরি।

উদ্ধার করে আমায় অচেনা পথিক
জেগে দেখি লোকারণ্য আমার চারিদিক।
খেলাম ভাবির ধমক, মধ্যরাতে এমনো
গলাফাটা চিৎকার করে কেউ কখনো?
-আলগা কপাল।

এটা আমার প্রথম চেষ্টা। ভুলত্রুটি ধরিয়ে দিলে উপকৃত হবো।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো!

২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৯

আলগা কপাল বলেছেন: ধন্যবাদ পড়া ও মন্তব্যের জন্য।

২| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:০০

আছির মাহমুদ বলেছেন: চালিয়ে যান...
(পড়া আর লেখালেখি দুটোই)

২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৫

আলগা কপাল বলেছেন: পড়া তো চালাবোই। লেখালেখি করার চেষ্টা করবো। দোয়া করবেন।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:১০

মেহেদী রবিন বলেছেন: পড়েন বেশী বেশী। দেশী বিদেশী সাহিত্যের সাথে পরিচিত হন। ভালো লেগেছে

২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৩

আলগা কপাল বলেছেন: ধন্যবাদ। পড়ার চেষ্টা করবো।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২১

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা! খুব ভাল লাগলো!

২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৫

আলগা কপাল বলেছেন: ধন্যবাদ।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩১

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগাল । আপনার এগিয়ে যাওয়ার পথ মসৃণ হোক :)

২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৫

আলগা কপাল বলেছেন: অসংখ্য ধইন্যা আপনাকে।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১:২০

অরুনি মায়া অনু বলেছেন: হা হা হা স্বপ্নে রিতিমত কিল ঘুষি! ভালই করেছেন।

২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৭

আলগা কপাল বলেছেন: হুঁ হুঁ হুঁ। মন্তব্যের জন্যে ধইন্যা।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

আলগা কপাল বলেছেন: প্রামানিক ভাই যে! আমার এত বড় সৌভাগ্য বিশ্বাস করতে পারছি না।
অনেক অনেক অনেক শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.