![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে অনেক সুন্দর সুন্দর কবিতা গল্প, অনুগল্প, ছড়া, আজাইরা ক্যাচাল ইত্যাদি নিয়মিত পোস্ট হয়ে থাকে। কিন্তু বিজ্ঞান বিষয়ে কোন লেখাই দেখতে পাই না। কেন? ব্লগটাতে কি একজন বিজ্ঞানপ্রেমী ব্লগারও নেই? এত এত কবিতা বা রাজনৈতিক পোস্ট হয় অথচ বিজ্ঞান বিষয়ক একটা পোস্টও গত ছয়মাসে আমার চোখে পড়েনি। আমি ব্লগার হিসেবে নতুন, কিন্তু সামু ভিজিট করি নিয়মিত ২বছর ধরে। আমার বিজ্ঞান বিষয়ে খুব আগ্রহ। কিন্তু আফসোস, প্রিয় সামুতে বিজ্ঞানের কোনো নামগন্ধই নেই। যাও দুএকটা লেখা গুগলিং করে পাওয়া যায় তাও অনেক পুরোনো।
সামু একটি মত প্রকাশের উন্মুক্ত প্লাটফর্ম। বাংলাদেশের সব বিজ্ঞানী কি ন্যাচার বা সাইন্স ম্যাগাজিনে লেখে নাকি যে সামুতে লেখার প্রয়োজনীয়তা নেই?
বিজ্ঞানীরা আসুন সামুকে বিজ্ঞান ব্লগ বানিয়ে ফেলি। প্রামাণিক ভাই যতগুলো ছড়া লিখবে ততগুলো বিজ্ঞানবিষয়ক লেখা যেন সামুতে প্রকাশিত হয়।
শুভ বিদায়।
প্রামাণিক ভাইকে শ্রদ্ধা করেই তার নামোল্লেখ। উল্টো মানে বুঝবেন না কেউ দয়া করে।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৫
আলগা কপাল বলেছেন: জ্ঞান একেবারে যে কারো নেই তাতো নয়। আর একজন জানে, সে যদি একটা পোস্ট করে তবেই তো অন্যরা পড়ে পড়ে শিখতে পারে, জানতে পারে। আমি জুনিয়র ব্লগার। তাছাড়া আমি বেশি জানিনা। তাই চাচ্ছি কেউ যাতে পোস্ট করে আর তাকে দেখে আমি বা বাকি সবাই শিখতে পারি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২
সাহসী সন্তান বলেছেন: আপনিও তো একজন ব্লগার! সুতরাং স্ট্রাটিংটা না হয় আপনিই শুরু করে দেন! দেখা গেল আপনার পোস্টে উৎসাহিত হয়ে অন্যরাও বিজ্ঞান নিয়ে লেখার আগ্রহ প্রকাশ করছে!
০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৮
আলগা কপাল বলেছেন: লেখালেখি করার মত জ্ঞান আমার খুব একটা নাই। তাও এখন থেকে চেষ্টা করবো। তবে কয়েকজন সিনিয়র ব্লগার থাকলে ভালো হতো।
ধন্যবাদ ভাই সাহসী সন্তান।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার সাথে একমত ।বিজ্ঞান বিষয়ে লেখা চাই । আপনিও শুরু করতে পারেন।
এই সময়ের সুকুমার রায়,তিনি হলেন আমাদের প্রমাণিক ভাই ।
প্রমাণিক ভাইয়ের লেখা আমি নিয়মিত পড়ি,পড়ে ভালো লাগে ।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২২
আলগা কপাল বলেছেন: চেষ্টা করবো। আপনারা সাহায্য করবেন আশা করি।
প্রামাণিক ভাই আমারও খুব প্রিয়।
ধন্যবাদ আপনাকে।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭
সিফটিপিন বলেছেন: আমি পারি না।
কেউ লিখলে পড়তাম।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৪
আলগা কপাল বলেছেন: আশ্বাস দিচ্ছেন কিন্তু। পরে যেন পাশে পাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০২
মশামাছি ভ্যানভ্যান করে বলেছেন:
ব্লগ মাফিয়ারা রাজনৈতিক আর ধার্মিক পোস্টগুলাতে মারামারি করে বেশি। আমআদমি সুশীল থাকার জইন্য নিরপেক্ক পোস্ট দেয়।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৫
আলগা কপাল বলেছেন: আপনার মন্তব্যের বক্তব্যের তাৎপর্য ধরতে পারিনি। যাই হোক ধন্যবাদ।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৯
দি রিফর্মার বলেছেন: আমি এভিয়েশন বিষয়ক সামান্য কিছু লিখছি। পড়লে খুশি হব
ধন্যবাদ।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৭
আলগা কপাল বলেছেন: তাই নাকি। আজ রাতেই হামলা করবো। তৈরি থাকবেন। অসংখ্য ধন্যবাদ।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: বিষয়ভিত্তিক ব্লগে বিজ্ঞানটা সংযোজন করা উচিত । আপনি যেহেতো ইন্টারেস্টেড, শুরুটা আপনিই করুন । আমরা আছি পড়ার জন্য ।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩২
আলগা কপাল বলেছেন: হ্যাঁ, সেটা দেখেই কষ্ট পেলাম। আজ কিছু বিজ্ঞান বিষয়ক লেখা খুজতে গিয়ে দেখি বিষয়ভিত্তিক ব্লগে বিজ্ঞান নামে কোনো ক্যাটাগরি নাই। আমি বিজ্ঞান পছন্দ করি। তাই সরাসরি কলিজায় গিয়ে লাগলো বিষয়টা।
আর দুটো পরিক্ষা আছে। ৭ তারিখের পর থেকে চেষ্টা করবো লেখার। সহযোগিতা আশা করছি।
ধন্যবাদ আপনাকে।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৬
কালীদাস বলেছেন: বেশি বিজ্ঞানের পোস্ট দেখতে ইচ্ছা করে? নেন, আমার রিসেন্ট কিছু রেজাল্টের ট্রেস রেখে গেলাম, উপভোগ করেন
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫১
আলগা কপাল বলেছেন: ভাই আপনার রেজাল্টের 'র'ও বুঝতে পারিনাই। পিকচারটার কোয়ালিটি ভালো না। জুম করে কিছু বুঝতেই পারলাম না। যাহোক ধন্যবাদ আপনাকে প্লাস একটা রিকোয়েস্ট চেষ্টা করবেন বিজ্ঞান বিষয়ে কিছু লিখতে।
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫১
কালীদাস বলেছেন: এনিওয়ে, বিষয়ভিত্তিক ব্লগে বিজ্ঞান নেই যতদূর জানি। আপনি শুরু করে দিন লেখা, ব্লগে থাকলে পড়ব
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫
আলগা কপাল বলেছেন: শুরু করবো ভাবছি। তবে এ বিষয়ে আমি অনভিজ্ঞ তাই আপনাদের সহযোগিতা কাম্য। বিষয়ভিত্তিক ব্লগে বিজ্ঞান কিভাবে যোগ হবে জানা নেই তো। আপনার মতামতের জন্য ধন্যবাদ।
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: একমত।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫
আলগা কপাল বলেছেন: ধন্যবাদ।
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
পুলহ বলেছেন: আপনার সাথে একমত। তবে ব্লগে রিগোরাস সায়েন্টিফিক লেখা না আসলেই ভালো; পপুলার আর্টিকেল (সায়েন্টিফিক) টাইপ লেখা আরো বেশি বেশি আসা উচিত।
পরবর্তীতে এ টাইপের লেখা লিখলে আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবে। আপাতত আপনার জন্য আমার একটা লেখা-
http://www.somewhereinblog.net/blog/rubii27/30105873
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯
আলগা কপাল বলেছেন: আপনার কথা মাথায় রাখবো। ৭তারিখ পর্যন্ত আমার পরীক্ষা আছে। পরে লেখার চেষ্টা করবো। ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।
আপনার লেখাটা পড়বো অবশ্যই।
১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২৩
এস এম জহিরুল ইসলাম স্যার বলেছেন: আপনার লেখাতে মন্তব্য করেই সামুর রাজ্যে আমার লেখার্পণ (এখানে পদার্পণ বললে জানি কেমন লাগে !)।আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজেও বিজ্ঞান বিষয়ক আর্টিক্যাল পড়ার প্রতি খুব আগ্রহী। মনে করি বিজ্ঞান বিষয়ক লেখার অজস্র পাঠক রয়েছেন।এ ব্যাপারে বিজ্ঞান মনস্ক লেখকবর্গ এবং সামুর সম্মানিত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১১
আলগা কপাল বলেছেন: কি সৌভাগ্য আমার! আমার লেখায় একজন ব্লগার তার ব্লগিং জীবনের সর্বপ্রথম কমেন্ট করেছে। অসংখ্য ধন্যবাদ। আমিও ব্লগে বেশিদিন না। ৭-৮ মাস হবে। তবে নিয়মিত সামুতে চোখ রাখি ৩ বছর ধরে। আমি লেখার চেষ্টা করবো। সহযোগিতা আশা করছি।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২
আহলান বলেছেন: বিজ্ঞান নিয়ে লিখতে গেলে ঘটে তেমন জ্ঞ্যন থাকতে হয়, আবার সেটা পড়ার ও বোঝার জন্যও জ্ঞ্যন থাকতে হয় ... ....