![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুর মডুরা ব্লগারদের টাকা দেয়ার জন্য ছবি, জাতীয় পরিচয়পত্র সহ ফরম পূরণ করে যোগাযোগ করতে বলেছে। কোথায় যোগাযোগ, কার সাথে যোগাযোগ, কিভাবে যোগাযোগ করবে তার কোনো উল্লেখ নেই। কারা যোগাযোগ করবে তারও কোনো স্পষ্ট নির্দেশনা নেই। যাদের পরিচয়পত্র নেই (কোনো কারণে করা হয়নি) তারা কি করবে তারও কোনো উল্লেখ নেই। যাক, সেসব বিষয়ে আমার মাথাব্যথা নেই।
আমার দুই বন্ধু আমার দেখাদেখি ব্লগে দুইখান আইডি খুলেছিলো। একজন চার মাস এক সপ্তাহ ধরে বসে আছে। তার মডারেশন স্ট্যাটাস যে কি তা এখনো জানা যায় নি। চার মাস এক সপ্তাহেও তার তিন দিন অতিবাহিত হয় নি। তাই বেচারা সব পোস্ট ডিলিট করে অপমানে এখন ফেসবুকে কয়েকখান আইডি খুলে বসে আছে। ব্লগে কয়েকদিন পরপর এসে শুধু একবার দেখে যায় তার মডারেশন স্ট্যাটাস নিয়ে মডারেটরদের কোনো প্রতিক্রিয়া হয়েছে কি না।
অন্যজন অপেক্ষাকৃত কম সময় ধরে অপেক্ষা করছে। মাত্র এক মাস এক সপ্তাহ। তার তিন দিন কবে শেষ হবে কে জানে।
কাল্পনিক_ভালোবাসা নামক একজন মডুর দেখা পেয়েছি। কিন্তু যোগাযোগের কোনো উপায় জানা নেই। জানি না কখনো এই পোস্ট তার নজরে পড়বে কি না। হতাশ বন্ধু দুজন এসেছিলো আমার কাছে, সাহায্যের আশায়। যেখানে আমিই ঘোলাপানি খাচ্ছি (পান করছি) সেখানে তাদের কি সাহায্য করবো? মডুর সাথে যোগাযোগের কোনো উপায়ই কি নেই? তারা অনেকটা দেবতার মতই। দেবতারা চাইলে যে কারো সামনে দর্শন দিতে পারে। সাধারণ পাবলিক চাইলেই দেবতার সাক্ষাৎ পেতে পারে না।
অরণ্যে রোদন করে আর লাভ নেই। ইফতারের টাইম। বিদায়।
১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০২
আলগা কপাল বলেছেন: একেবারে হাছা কতা। বন্ধু দুইটা আমারে অনেক কিছু কইছে। নিজের খাইয়া পরের জন্য গালি খাওয়া আর কি। আসলে আমার কথায়ই ব্লগে আইছিলো।
২| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: মডুদের ভরসায় বসে থাকবেন না।ব্লগ লিখে টাকা পাওয়ারও আশা করবেন না;ভাই-ব্রাদারদের বাদ দিয়ে ব্লগারদের সম্মানি দেওয়ার ইচ্ছা থাকলে যোগাযোগের ঠিকানা দিয়ে দিত।আনন্দের জন্য লিখুন।উইকিপিডিয়ায় লিখুন;আমি ১৬ জিবি পেনড্রাইভ পেয়েছি।কোন দুই নাম্বারি নাই।বাসায় গিফট পৌছায় যাবে।
১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
আলগা কপাল বলেছেন: আরে না ভাই। টাকার আশা না। আমি চাচ্ছিলাম মডুদের সাথে যোগাযোগ করতে। বন্ধু দুটোর তিন দিন যাতে শেষ হয় সে আশায়।
৩| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো করেছেন পোষ্টটি দিয়ে। মডুদের নজর যদি একটু পাওয়া যায় তো মন্দ নয় সামুর জন্য।
তিন দিনের পর্যবেক্ষণ তিনদিন বা তিন মাস একটা ফিক্সড সময় বেঁধে দিলেই হতো। খুবি পিড়াদায়ক পর্যবেক্ষিত সময়!!!
আপনার উদ্দেশ্য সফল হোক প্রত্যাশা
১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
আলগা কপাল বলেছেন: হ্যাঁ তাই। দেখা যাক কি হয়।
৪| ১২ ই জুন, ২০১৭ রাত ৮:১৬
সত্যের ছায়া বলেছেন: যেকোন সমস্যা বা জিঙ্গাসার জন্য এই ঠিকানায় মেইল [email protected] করুন।
আশা করি সমধান পাবেন।
১২ ই জুন, ২০১৭ রাত ৯:০৪
আলগা কপাল বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৫| ১২ ই জুন, ২০১৭ রাত ৮:২২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কা ভা ভাইয়ের ঐ পোস্টটাকে আমি প্রথমে সিরিয়াসলি নিয়েছিলাম। পরে ভেবে দেখলাম, ওটা একটা ফান পোস্ট ছাড়া আর কিছুই নয়।
১২ ই জুন, ২০১৭ রাত ৯:০৮
আলগা কপাল বলেছেন: ফানপোস্ট নাকি সত্য সেটা আমার জন্য বড় ব্যাপার না। আসলে আমি মডুদের সাথে যোগাযোগের চেষ্টা করছি অনেকদিন যাবত। ফিডব্যাক দিয়ে কোনো ফলাফল পাই নি। ওদিকে একজনের চার মাসের বেশি সময় ধরে অপেক্ষা করছে, তার তিন দিন এখনো শেষ হয়নি। মূলত ওই বিষয়েই এই লেখা।
৬| ১২ ই জুন, ২০১৭ রাত ১১:০১
দ্যা ফয়েজ ভাই বলেছেন: একটা সত্য কথা বলতে কি,আমি যখন ব্লগ খুলি তখন আমি প্রথম পাতায় লেখার সুযোগ পাই ৬ষ্ঠ দিনে।নিজেক্ব পোড়া কপাইল্লা মনে হচ্ছিলো,তিন দিনের জায়গায় ৬দিন বসে আছি।কিন্তু মানুষের মন্তব্য+পোষ্ট পড়ে বুঝতে পারলাম আমি কত্ত আলগা কপালের অধিকারী।
ব্যাপারটা অবশ্যই মডুদের দেখা উচিৎ।কারণ,নতুন ব্লগারেরা একটা উৎসাহ নিয়ে তিন দিন মডারেশনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে।কিন্তু এরপর উৎসাহ কমে যায়।
১৩ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৪
আলগা কপাল বলেছেন: আমি তৃতীয় দিনেই সুযোগ পেয়েছিলাম। তাই ভেবেছিলাম যে এ বিষয়ে হয়তো নিয়ম নীতি ঠিক আছে। তবে মাঝে মাঝে কিছু সিনিয়র ব্লগার এ বিষয়ে দেরি করা নিয়ে ফান পোস্ট করতো। তখন ঠিক বুঝতে পারিনি। কিন্তু এখন ওই হতভাগা দুজনকে দেখে বুঝলাম আসল কাহিনি।
৭| ১৩ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: এই রকম সমস্যার দ্রুত সমাধান হওয়া দরকার।
১৩ ই জুন, ২০১৭ সকাল ১১:৫০
আলগা কপাল বলেছেন: ইমেইল করেছি। দেখা যাক কি হয়।
৮| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৫
ধ্রুবক আলো বলেছেন: আমার যত সম্ভব মনে হয়, সামু কর্তৃপক্ষ সামু বন্ধ করে দিতে চাইছে নয়তো মালিকানা পরিবর্তন হবে, তাই কোনো উন্নয়ন হচ্ছে না ব্লগের।
২২ শে জুন, ২০১৭ রাত ৮:১০
আলগা কপাল বলেছেন: যোগাযোগের কোনো উপায়ই নেই আশ্চর্য।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
৩ দিনের বেলায় সামুকে প্রফেশানেল হতে হবে; কারণ, নতুন ব্লগারেরা খুবই উৎসাহের ও আগ্রহী হয়ে, এই কস্টকর ৩ দিন কাটায়। ৩ দিনের পরের মহুর্তগুলো পীড়াদায়ক