নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব মানুষের চিন্তা একরকম নয়। আমার চিন্তা আমার মত।

আলগা কপাল

সোজা বুদ্ধির সোজা লোক।

আলগা কপাল › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ ট্রেন্ড | আসলে কারা দায়ী

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৭

সম্প্রতি ধর্ষণ খুনের খবর ছাড়া পত্রিকা টিভিতে আর কিছু দেখা যায় না। (যদিও বন্যা এখন প্রত্যেক নিউজের অংশ। কিন্তু তাতো মানবসৃষ্ট নয়।) কয়েকদিন আগে আপন (নাকি আপণ?) জুয়েলার্সের মালিকের ছেলে জন্মদিনের কথা বলে দুই মেয়েকে ধর্ষণ করে (সে একা করেনি। বিস্তারিত সবারই জানা)। আবার গত সোমবার রাতে বনানিতে এক মেয়েকে জন্মদিনের কথা বলে নিয়ে ধর্ষণ করে রাত ৩ টায় বের করে দেয়। (কে দেয় তা এখন মনে করতে পারছি না) কথা হলো জন্মদিনের কথা বলে ধর্ষণটা কি একটা ট্রেন্ড হয়ে দাড়াচ্ছে? সেটা যাইহোক। সোমবারের ওই ধর্ষিতা অভিযোগ করেছে তাকে নাকি বিয়ের কথা বলে আগেও ধর্ষণ (?) করা হয়েছে।

পর্যালোচনাঃ
একটি মেয়ে রাত দশটায় কিভাবে একটি অপরিচিত (মানে অনাত্মীয়) লোকের কথায় অন্য কোথায় চলে যায় যেখানে কয়দিন আগেই এরকম ঘটনায় দুই মেয়ে ধর্ষিতা হয়েছে? তাছাড়া এত রাতে কোথাও যাওয়াটাও তো সমাজে সমর্থিত নয়। আমাদের ব্যক্তিগত স্বাধীনতা আছে। তাই বলে আমি যখন তখন যা তা করতে পারবো না। তাছাড়া জন্মদিনের পার্টি রাত দশটায় কেন হবে তা নিয়ে তার মনে সন্দেহ হওয়া উচিত ছিলো।

মেয়েটির আরেক অভিযোগ, তাকে বিয়ের কথা বলে আগেও ধর্ষণ করা হয়েছে।
এটা কিভাবে সম্ভব? কোনো ধর্ষক কখনো ধর্ষণ করার সময় বলেনা আমি তোমাকে বিয়ে করবো। তাহলে তাকে বিয়ের কথা বলে ধর্ষণ করলো কিভাবে?
মেয়েটি ছেলেটিকে ১১ মাস ধরে চেনে (কোথাও পড়েছি বোধহয়)। তারা প্রেম করেছে এবং জাতাজাতি (গ্রাম্য ভাষা। মানে সেক্স) করেছে নিজেদের ইচ্ছায়। এখন মেয়েটি বলছে তাকে ধর্ষণ করা হয়েছে। তখন সেক্সের সময় স্বভাবতই ছেলেটি তাকে বিয়ের আশ্বাস দিয়েছে এবং তারা দুজনেই স্বেচ্ছায় (আ)কাম করেছে। এখন দোষ কেবল ছেলের হবে কেন? আর আগে কয়েকবার সেক্স করে ফেলেছে যে ছেলেটা সে তো আবার করতে চাইবেই।

প্রেম করবে অথচ সেক্স করবে না? বা প্রেম সেক্স একে অন্যের পরিপূরক বা সেক্স ছাড়া প্রেম হয় না ইত্যাদি কথাবার্তা যারা বলে তারাই এসব করে এবং পরে সম্পর্কের অবনতি হলে ধর্ষণের মামলা করে। আরেকটা বিষয় হচ্ছে যে সেক্স তো করবেই, সাথে তারা ক্যামেরায় কত দক্ষ তা প্রমাণ করতে ভিডিও করে রাখে। পরে যখন ওই ভিডিও ফাঁস হয়ে যায় তখন সব দোষ ওই "ধর্ষক" ছেলের। কেন তুুই যখন জ্বালা সহ্য করতে না পেরে নিচে শুয়ে পড়েছিলি তখন ভিডিও করতে দিলি কেন? এখন তোর বাবা-মা সমাজে মুখ দেখাবে কিভাবে চিন্তা করেছিলি? তুই তো বেহায়া তাই চিন্তা নেই।

**আমি ধর্ষকদের নির্দোষ বলছি না। এটুকুই বলার চেষ্টা করেছি যে সিংহভাগ ধর্ষণ (শিশু ধর্ষণ কেস বাদে) মেয়েদের ঔদ্ধত্য ও ভুলের কারণে বা তাদের অপরিণামদর্শিতার কারণে হয়। স্বাধীনতার অপব্যবহার বা স্বাধীনতার নামে যা ইচ্ছা তাই করা মেয়েদের স্বভাবে পরিণত হয়েছে। রাস্তাঘাটে যে ছেলেদের গলা জড়িয়ে ধরা মেয়েদের দেখা যায় তার জন্য মেয়েরা বেশি দায়ী। বাঘকে রক্তের ঘ্রাণ শুঁকতে দিলে সে কামড় বসাবেই।

আমারও দুই বোন আছে। আর বাকি সব বোনদেরও বলছি। নিজেরা সচেতন হও। আগামি বছর বা আগামি মাসে বিয়ে করছো তাই বলে আজকে সেক্স করতে হবে? এত দিন যে অপেক্ষা করে থাকতে পারে তার বাকি কয়টা দিন করতে সমস্যা কোথায়? সেক্সটা বিয়ের পরের জন্য রেখে দেয়া যায় না?

★★★কিছু খারাপ ভাষা প্রয়োগ করে ফেলেছি।দুঃখিত।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:২০

বেচারা বলেছেন: খুব কড়া ভাষা হয়ে গেছে তবে বেশ খানিকটা উষ্মা প্রকাশ করা গেছে। কিছুটা বিতর্ক করতে পারি তবে সত্যই অনেকগুলো ভাল লজিক দিয়েছেন। আমি আমার একটা ছোট্ট লেখা এখানে যোগ করে দিলাম। দেখুন কতটা কাছাকাছি যায়।
”আমি নারী-পুরুষের ক্ষমতা ও অধিকার নিয়ে কখনো বর্ণবাদী বা পুরুষতান্ত্রিক মন্তব্য করার পক্ষপাতি নই। এই লেখাটি বর্ণবাদি বা ম্যাসকুলিনিটি ভিত্তিক ভাবতে পারেন কেউ কেউ। তবে অনুরোধ করব, জাজমেন্টাল না হয়ে দয়া করে যুক্তি দেখাবেন। বাঙালী বড্ড জাজমেন্টাল। প্রায়ই পত্রিকার পাতায় একটা খবর দেখি “বিয়ের প্রলোভন দেখিয়ে তরুনীর সঙ্গে সম্পর্ক। অতঃপর বিয়ে না করতে চাওয়ায় তরুণের নামে প্রতারনার মামলা।” এধরনের খবরের ক্ষেত্রে বেশিরভাগ কেসেই উক্ত তরুনীটি সবার সিমপ্যাথি পান। সবার মনে এই জাজমেন্ট কাজ করে-সম্পর্ক করার পরে বিয়ে না করতে চাওয়ায় পুরুষটি সর্বৈবভাবে দায়ী ও প্রতারক। অধিকাংশ কেসেই পুলিশ পুরুষটিকে ধরে নিয়ে যায় কিংবা মামলাতে পুরুষটি ফেসে যায় আর মিডিয়াও পুরুষটিকে মিডিয়া ট্রায়ালে দিয়ে দেয়। যদিও আমি জানি না, প্রেমের সম্পর্ক, যেটি দু’জন নরনারীর ব্যক্তিগত স্বেচ্ছাসম্মতিতে শুরু হয় তারপর যা কিছু ঘটে তাও সম্মতিতেই ঘটে ওই সময়টাতে ওই ছেলে ও ওই মেয়েটির মধ্যে কোনো চুক্তি হয় কিনা যে, তারা অবশ্যই বিয়ে করবে। আমরা তো মনে হয় মানসিক প্রেম (ও জৈবিক প্রেম) বিয়ে করার চুক্তির মধ্য দিয়ে শুরু হয় না। তাহলে সম্পর্কটি কোনো কারনে ভেঙ্গে গেলে বিয়ে করার বাধ্যকতার বিষয়টি কেন সামনে আসে? আর বিয়ের বাধ্যবাধকতা কি শুধু ছেলেদের একার? ব্রেক আপের সময় গণহারে বলা হয় ছেলেটি মেয়েটিকে মিথ্যে প্রলোভন দেখিয়ে ভোগ করেছে। আচ্ছা? তো মেয়েটি তাহলে শুধু বিয়ে করার লোভেই ছেলেটির সব প্রস্তাবে হ্যা বলেছিল? আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পারস্পরিক ভাল লাগা হতে প্রেমের সম্পর্ক (আজকাল অবশ্য ভালবাসার সম্পর্ক না বলে বলা ভাল জৈবিকতার চুক্তি) তৈরী হবার পরে কখনো কখনো মেয়েটি তার বাবা-মায়ের পছন্দের পাত্রকে বা কখনো নিজের ইচ্ছেতেই ধনী বা আপাত অধিকতর সম্পদশালী বা যোগ্যতর পাত্রের সাথে বিয়ে করতে বয়ফ্রেন্ডকে ছেড়ে যায়। এমন ঘটনাও আকছাড় ঘটছে। এখন প্রশ্ন হল, এরকম কেসে প্রতারক পুরুষের সাথে যে আচরন করা হয় (মামলা, মিডিয়া ট্রায়াল, সোস্যাল ব্লেম) সেই একই চোখে মেয়েটিকে দেখা হয় কি? আমি তো আজ পর্যন্ত কোনো মিডিয়াতে একটাও এমন খবর দেখিনি যে, মেয়েটি বয়ফ্রেন্ড’র সাথে সবরকম সম্পর্কে জড়ানোর পরে, দু’চার বছর প্রেম করে অতঃপর ধনী পুরুষের গলায় ঝুলে পড়ার পরে তার ব্যাপারে এমন নিউজ কোথাও হয়েছে। নাকি বলবেন, মেয়েরা ছেলেকে ছ্যাকা দিয়ে যাবার ঘটনা বাংলাদেশে কখনোই ঘটে না। শুধু ছেলেরাই এমন করে।”

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৩

আলগা কপাল বলেছেন: হ্যাঁ, ভাষাটা একটু কড়া হয়েছে। কিন্তু কি করবো ভাই? যত দোষ নন্দঘোষ।

আপনার লেখাটাও চমৎকার। মোটামুটি বিষয়টা নিয়ে ভেবেছিলাম। গুছিয়ে লিখে উঠতে পারিনি। যাহোক যোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।

২| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: লিখেছেন,ভালোই।আমরা এখন মডার্ণ হতে চাই,তাই আমরা রাত ১০ টায় কারো সাথে বেড়িয়ে যেতে পারি।কিন্তু তথাকথিত মডার্ণ বালিকারা আল্ট্রামডার্ণ হইয়া গেলে বেহুদা চিল্লায়। :(

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৫

আলগা কপাল বলেছেন: এসব আল্ট্রা মডার্নদের কপালে উষ্টা।

মতামতের জন্য আপনাকে ধন্য (বাদটা বাদ দিয়া দিছি কিছু মনে কইরেন না)। :D :D

৩| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শাফাত-নাঈমের ঘটনার পর বাংলাদেশের পোলাপাইন এত বড় বেকুব হয় নাই যে, এই সময় এরকম একটা কান্ড ঘটােবে। আর বাংলাদেশের মেয়েরাও এত বড় বেকুব হয় নাই যে, এই সময় একা জন্মদিনের প্রোগ্রামে যাবে। তাই ডাল মে কুছ কালা হ্যায়...

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৩

আলগা কপাল বলেছেন: মু হা হা হা। এই ধরণের কথা কইয়েন না। নারীবাদী বলগাররা ঝামেলা করবার পারে।

আপনাকে ধন্যবাদ।

৪| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৬

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: অভিভাবকদের দোষ বেশি। ধানমন্ডি লেকের পাশে আপনি শুক্রবারেও স্কুলড্রেস পড়া জুটিদের দেখা পাবেন। বাপ মা এতোটাই অচেতন যে কোনদিন স্কুল বন্ধ থাকে সে খবরও জানে না।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৬

আলগা কপাল বলেছেন: অভিভাবকদের দোষ অবশ্যই আছে। তারা ছেলেমেয়েদের খবর রাখে না। মহিলারা তো স্টার জলসা জি সিনেমা কালারস ইত্যাদি নিয়ে ব্যস্ত। পুরুষরা..... থাউকগা।

আপনাকে ধন্যবাদ।

৫| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৫

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: লেখক কে ধন্যবাদ, আমার মনের কথা গুলো এত সুন্দর ভাবে গুছিয়ে বলার জন্য।

সময় উপযোগী এবং একটি প্রয়োজনীয় লেখা ছিল।
আবারো ধন্যবাদ।।।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৮

আলগা কপাল বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভকামনা রইলো।

৬| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:০৪

চাঁদগাজী বলেছেন:



মেয়েদের ধরণীর মা হতে হবে, সামান্য সেক্স'এর জন্য কাংগাল কেন?

০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৬

আলগা কপাল বলেছেন: সেটাই। পার্কের চিপাচাপায়,বাসের সিটে,রাস্তাঘাটে যা হয় সব দোষ তো ছেলেদের নয়।

ধন্যবাদ গাজী ভাই।

৭| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১০

টারজান০০০০৭ বলেছেন: দোষ কারো নয় , দোষ এই কাছে আসার সংস্কৃতির ! সমস্যার গোড়া না কাটিয়া পানি দিয়া আরো বলবান করা হইতেছে , অন্যদিকে আগা কাটার জন্য ব্যাপক তোড়জোড় হইতেছে। কি লাভ ? দুই চার জন ধর্ষকের ডান্ডা কাটিয়া কি হইবে যদি কাছে আসার সংস্কৃতি পরিবর্তন না হয় ?

০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৯

আলগা কপাল বলেছেন: দুই চার জন ধর্ষকের ডান্ডা কাটিয়া কি হইবে যদি কাছে আসার সংস্কৃতি পরিবর্তন না হয়?

ঠিকই বলেছেন। ধন্যবাদ।

৮| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৪৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: ছেলেটি আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে!

ব্যাপারটা একটু ভাব্বার বিষয়। আচ্ছা মাসে ১০ টা করে ছেলে এসে যদি বলে আমি তোমাকে বিয়ে করব তাহলে কি মেয়েটা সেই ১০টা ছেলের সাথেই শারীরিক সম্পর্ক স্থাপন করবে? বিয়ের সিজনে তো এক মাসে ১০টা ছেলের পরিবার তাকে দেখতে আসতেই পারে, সাথে ছেলেও!!!

দাদা ব্লগে নতুন। সময় পেলে একটু আমার ব্লগে ঘুরে আসবেন, দাওয়াত রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.