নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন নিয়ে, মনের কথা

ব্যাক্তিগত জীবনে আমি মনোরোগ বিশেষজ্ঞ, সাইকোথেরাপিস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যাবিভাগের সহযোগী অধ্যাপক। চেম্বার করি পান্থপথের শমরিতা হাসপাতালে সন্ধ্যা ও রাতে।লেখালেখি আমার কাজ নয়। পারিও না। চেম্বারে রোগী দেখতে গিয়ে নানা অভিজ

ডা. সুলতানা আলগিন

ব্যাক্তিগত জীবনে আমি মনোরোগ বিশেষজ্ঞ, সাইকোথেরাপিস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যাবিভাগের সহযোগী অধ্যাপক। চেম্বার করি পান্থপথের শমরিতা হাসপাতালে সন্ধ্যা ও রাতে।লেখালেখি আমার কাজ নয়। পারিও না। চেম্বারে রোগী দেখতে গিয়ে নানা অভিজ্ঞতা হয়। ভাবলাম সেসব এই ব্লগে শেয়ার করবো। যাতে অন্যরা উপকৃত হন। আর হ্যা, চেম্বার ঠিকানা দিলাম; সেটা একরকম বিজ্ঞাপণ বটে। তবে ভুক্তভোগীরা বিএসএম এমইউ'র আউটডোর, এবং বিকালের বিশেষ চেম্বার-সেবার জন্য আসতে পারেন। ব্যাক্তিগত চেম্বারের চাইতেও আকর্ষনীয় আয়োজন। প্রতিটি রোগী দেখা হয়--একাধিক চিকিৎসক মিলে;মেডিকেল অফিসার ও অধ্যাপক সমন্বয়ে। শুক্রবার বাদে প্রতিদিন আছে বিশেষায়িত চেম্বার। আসুন, মুগ্ধ হবেন অবশ্যই।

ডা. সুলতানা আলগিন › বিস্তারিত পোস্টঃ

জানি ,ডাক্তারের এই উপদেশ অনেকে শুনবেন না...

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০

ডাক্তারদের চেম্বার প্রাকটিস নিয়ে দুটি কথা বলে আমার এই ব্লগ লেখা লেখি শুরু করছি। আমরা চেম্বার করি নিতান্তই উপার্জনের তাগিদে। চেম্বারের ফি একেকজন ডাক্তারের একেকরকম। এ নিয়ে নানা মত আছে। আমরাচেম্বারে বসি রোগীর জন্য। আয় উপার্জনের জন্যই। এটা সত্য। আমি অস্বীকার করি না। অনেকে বড় অঙ্কের ফি দিয়ে ডাক্তার দেখাতে পারেন না। সেটাও সত্য। অনেকের অসুবিধা হয়। ডাক্তারদের নিয়ে নানা কটুক্তি করা হয়। কসাই বলা হয়। কিন্তু এটা আপনারা জানেন কি--দেশে এখন চেম্বার ছাড়াও বিশেষজ্ঞ বড় ডাক্তারদের সুচিকিৎসার ব্যাবস্থা রয়েছে।



ব্যাক্তিগত জীবনে আমি মনোরোগ বিশেষজ্ঞ, সাইকোথেরাপিস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যাবিভাগের সহযোগী অধ্যাপক। চেম্বার করি পান্থপথের শমরিতা হাসপাতালে সন্ধ্যা ও রাতে।লেখালেখি আমার কাজ নয়। পারিও না। চেম্বারে রোগী দেখতে গিয়ে নানা অভিজ্ঞতা হয়। ভাবলাম সেসব এই ব্লগে শেয়ার করবো। যাতে অন্যরা উপকৃত হন। আর হ্যা, চেম্বার ঠিকানা দিলাম; সেটা একরকম বিজ্ঞাপণ বটে। তবে ভুক্তভোগীরা বিএসএম এমইউ'র আউটডোর, এবং বিকালের বিশেষ চেম্বার-সেবার জন্য আসতে পারেন। ব্যাক্তিগত চেম্বারের চাইতেও আকর্ষনীয় আয়োজন। প্রতিটি রোগী দেখা হয়--একাধিক চিকিৎসক মিলে;মেডিকেল অফিসার ও অধ্যাপক সমন্বয়ে। শুক্রবার বাদে প্রতিদিন আছে বিশেষায়িত চেম্বার। আসুন, মুগ্ধ হবেন অবশ্যই।



এই যে আমন্ত্রন জানালাম, বিএসএমএমইউর বিশেষায়িত চেম্বারে , জানি এই আমন্ত্রন অনেকে নেবেন না। তারা তারপরও যেতে চাইবেন ব্যাক্তিগত চেম্বারে। নানা জটিল ভাবনা ভাববেন। নিশ্চয়ই ধারনা করে বসে থাকবেন, ওখানে ভাল চিকিৎসা হয় না। কেন একজন ডাক্তার ব্যাক্তিগত উপার্জন বাদ দিয়ে বিকেলের পিজি চেম্বারে যেতে বলবে। নিশ্চয়ই তারা সেখানে ভাল করে দেখেন না রোগী। অবহেলা করেন ইত্যাদি।

কিন্তু সত্য হল, বিশেষায়িত বিকেল চেম্বারে ভাল চিকিৎসা হয়। এটা ভিসি অধ্যাপক প্রানগোপাল দত্তের অনন্য আয়োজন। তিনিও রোগী দেখেন। ভাল ভাবে রোগী না দেখে উপায় নেই। কেননা, ব্যাক্তিগত চেম্বারে অনেকেরই সহযোগী মেডিকেল অফিসার থাকে না। ওখানে আছে। তাদের সহযোগিতায় পুংখানুপুংখ রোগী পরীক্ষা সম্ভব হয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০০

আমি ইহতিব বলেছেন: শুভকামনা আপনার জন্য।

২| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৮

আজীব ০০৭ বলেছেন: শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.