নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন নিয়ে, মনের কথা

ব্যাক্তিগত জীবনে আমি মনোরোগ বিশেষজ্ঞ, সাইকোথেরাপিস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যাবিভাগের সহযোগী অধ্যাপক। চেম্বার করি পান্থপথের শমরিতা হাসপাতালে সন্ধ্যা ও রাতে।লেখালেখি আমার কাজ নয়। পারিও না। চেম্বারে রোগী দেখতে গিয়ে নানা অভিজ

ডা. সুলতানা আলগিন

ব্যাক্তিগত জীবনে আমি মনোরোগ বিশেষজ্ঞ, সাইকোথেরাপিস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যাবিভাগের সহযোগী অধ্যাপক। চেম্বার করি পান্থপথের শমরিতা হাসপাতালে সন্ধ্যা ও রাতে।লেখালেখি আমার কাজ নয়। পারিও না। চেম্বারে রোগী দেখতে গিয়ে নানা অভিজ্ঞতা হয়। ভাবলাম সেসব এই ব্লগে শেয়ার করবো। যাতে অন্যরা উপকৃত হন। আর হ্যা, চেম্বার ঠিকানা দিলাম; সেটা একরকম বিজ্ঞাপণ বটে। তবে ভুক্তভোগীরা বিএসএম এমইউ'র আউটডোর, এবং বিকালের বিশেষ চেম্বার-সেবার জন্য আসতে পারেন। ব্যাক্তিগত চেম্বারের চাইতেও আকর্ষনীয় আয়োজন। প্রতিটি রোগী দেখা হয়--একাধিক চিকিৎসক মিলে;মেডিকেল অফিসার ও অধ্যাপক সমন্বয়ে। শুক্রবার বাদে প্রতিদিন আছে বিশেষায়িত চেম্বার। আসুন, মুগ্ধ হবেন অবশ্যই।

ডা. সুলতানা আলগিন › বিস্তারিত পোস্টঃ

ব্লগে লিখতে গিয়ে অম্লমধুর অভিজ্ঞতা

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩২





অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। । সাম হয়্যার ইন ব্লগে লিখতে শুরু করেছি মাত্র কয়েকদিন হল। এর মাঝেই চমৎকার সব অভিজ্ঞতা হলো। এবং হচ্ছে। বেশীর ভাগই মধুর অভিজ্ঞতা।অম্ল তেমন কিছু নয়। সর্বশেষ আমার ব্লগ বন্ধ করে দিতে জনৈক ব্লগারের কর্তৃপক্ষীয় হুমকি এবং......... শিরোনামের লেখাটা লিখে ব্যাপক সাড়া পেলাম। ভাবিই নি--এমন হতে পারে। আরও অবাক হলাম এই লেখার মাধ্যমে সাম হয়্যার ইন ব্লগের অথরিটির লোকজন--জনাবা জানা, অন্যমনস্ক শরৎসহ না পারভিন--অনেক গন্যমান্য ব্লগারের সঙ্গে রাতারাতি পরিচয় হয়ে গেল। বিস্ময়কর ব্যাপার। তারা অভুতপূর্ব সব প্রতিক্রিয়া ও কমেন্টের মাধ্যমে আপন করে নিয়েছেনআমাকে। চমৎকার সব বক্তব্য রেখেছেন আমার লেখার নিচে। ধন্যবাদ সবাইকে। তাদের বক্তব্যে নানারকম মাত্রা। যারা প্রশংসা করেছেন--তাদের কৃতজ্ঞতা জানাই। যারা হয়ত প্রশংসা করেন নি-- টক ঝাল মন্তব্য করেছেন তাদের আরও বেশী ধন্যবাদ জানাই। কেননা তাদের কাছে থেকে জানতে পেরেছি অনেক। একটা মন্তব্য প্রতিবেদন পড়ে পাঠ প্রতিক্রিয়া কেমন হয়-- ডাক্তারদের সাধারনত তা জানার সুযোগ হয়না। এবার হয়েছে। সাধারন মানুষ ব্লগারসহ ডাক্তারদের কোন চোখে দেখেন তা জানারও সৌভাগ্য হল।



[sb]আমাকে পাগল/ মানসিক রোগী বলেছেন অনেকে--- :| :|



কয়েকজন দেখা গেল আমাকে মানসিক রোগী /পাগল ইত্যবিধ বলে বিমলানন্দ ভোগ করেছেন। আমি এই অভিধাকে সহজভাবেই নিয়েছি। মোটেই তিক্ত মন্তব্য মনে হয় নি। কেননা ডাক্তার বা মনের ডাক্তার হয়েছি বলে আমার বা আমাদের রোগব্যাধি হতে পারবেননা তা তো নয়।অন্যদশটা মানুষের মত আমাদেরও মানসিক রোগ হতে পারে। তার চিকিৎসাও আছে। আমাদের মধ্যে যখন কেউ কেউ এই রোগে ভুগি তখন চিকিৎসাও করাই। ডাক্তার বলে একটু সুবিধাও পাই বটে।



তবে আমার খারাপ লাগে সমাজে হাজার হাজার লাখো মানুষ মানসিক রোগে ভুগেও সুচিতিসা পাচ্ছে না। ঘরে মানসিক রোগী থাকলেও আমরা তার সুচিকিৎসা নিশ্চিত করি না। বরং নানাভাবে তাকে ত্যাক্ত করে টিটকিরি দিয়ে সমাজে সংসারে হেনস্থা করি। বলি পাগল। ওর বংশ পাগল। যেমনটা আমাকে মানসিক রোগী বলে বিমলানন্দ পেয়েছেন সংশ্লিষ্টরা। এরকম সত্যি সত্যি লাখো মানসিক রোগী চিকিৎসা পাচ্চেই না --শিকার হচ্ছে আত্মীয়স্বজনের অবহেলার। অথচ এই ব্লগ পরিবারেও আমি কত দিকনির্দেশনা পাচ্ছি। তারা তাও পাচ্ছেন না। কষ্ট সেখানে। ওই যে তারা চিকিৎসা না পেয়ে অবহেলায় পাগল বলে অবহেলিত হচ্ছেন , তার জন্য কেবল ডাক্তারই কি দায়ী। বুকে হাত দিয়ে বলুন ভাই। আমি এই বিষয়ে প্রচারনা চালাচ্ছি -- বলছি এদের চিকিৎসা করাতে হবে। দেশে এখন আমি একাই মানসিক রোগ বিশেষজ্ঞ নই। অনেক আছেন। হাসপাতাল অনেক। ঢাকাতেই বিএসএম এম ইউ সহ মানসিক রোগ ইন্সটিউট, ঢাকা মেডিকেল সব জায়গায় সুব্যাবস্থা আছে। এই রোগী চিকিৎসার আওতায় আনতে হবে। এই বিষয়ে আমি জোর দেই। এটা অপরাধ হলে সবিনয়ে ক্ষমা চাই।





চটকদার হেডিং প্রসঙ্গে :|| :|| :||



অনেকে চটকদার হেডিংএর অভিযোগ এনেছেন। কথা ঠিক। বেশ কিছুদিন ধরে ব্লগ পড়ছিলাম। দেখলাম। শিরোনামে একটু অন্যরকম মাত্রা আনলে তা বেশ আলোচিত হয়। এটা ব্লগ থেকেই শেখা বলা যায়। তবে দায় দায়িত্ব অবশ্যই আমার। আমি দায় এড়াতে চাই না।



জানা এবং অন্যমনস্ক শরতকে অনেক ধন্যবাদ। তারা গুনী মডারেটর-। সুন্দরভাবে ব্যাবস্থাপনা চালাচ্ছেন। সব মতকেই মানছেন। মত প্রকাশের সুযোগ দিচ্ছেন। অতি প্রশংসাযোগ্য চমৎকার ব্যাপার। এটা তারা চালিয়ে যান। ভালই লাগল-- তারা নিজেরাও ব্লগার হিসেবে এখানে আছেন। তারা চাইলে আমার লেখা বাধা দিতে পারতেন। ব্লকড করতে পারতেন। কিন্তু তারা তা করেন নি। এজন্য অবশ্যই তাদের প্রজ্ঞা প্রশংসার দাবিদার। সবার মতই আসা উচিত। কেউ অঅমাকে কটু কথা বলল, অমনি তার বিরুদ্ধে নামতে হবে--না না , তা ঠিক নয়। আমি তো তাদের কাছে বেশী কৃতজ্ঞ--যারা মন্দ প্রতিক্রিয়া করেছেন। এটা সমাজে মুখোমুখি সবাই করেন না। পেছনে করেন। সামনে প্রশংসায় ভাসিয়ে দেন। এখানে বিপরীত দেখে ভাল লাগল। বুঝলাম নামপরিচয় গোপন করলে কাজটা সহজে করা যায়। কিন্তু অঅমি লিখছি সবার সাথে মিথষ্ক্রিয়ার জন্য। কারও ব্যপারে আমার অভিযোগ নেই। অন্যের কথাআমি শুনতে চাই। নিজেরটাও বলতে চাই। এই সুযোগটা চাই আরকি। বেশী কিছু নয়।



অনেকের মন্তব্যে র মাধ্যমে এই ব্লগ পরিবারের অনেকের পরিচয় জানলাম। ভাল লাগল। আর সবচেয়ে উপভোগ্য লাগল-- এধরনের গুরুত্বহীন লেখা-- আমার লেখার কথা বলছি--তা নিয়ে ব্যাপক আলোচনার ঝড়। এর আগে জনগুরুত্বপূর্ন বিষয় নিয়ে লিখে এমন ঝড় দেখিনি। হতে পারে আমার লেখা মন্দ--নজর কাড়েনি তেমন কারও। এটা মেনে নিচ্ছি সবিনয়ে।

তবে এই ধারনাও পেলাম ব্লগে কি ধরনের লেখা লিখলে তা পাঠ প্রিয় হয়--মন্তব্যের ঝড় ওঠে। বিস্ময়কর লাগছে না মোটে। এও যে পাঠকের মন।



গ্রামে যেতে বলেছেন অনেকে :| :| :|



অনেকে আমাকে[[সম্ভবত প্লুরাল অর্থে]] গ্রামে গ্রামে যেতে বলেছেন।

তাদের মনোকামনা পূর্ন হোক। তবে সবার পক্ষে ঢাকা ছেড়ে যাওয়া সম্ভব নয়। নানা কারনে। কারও হয়ত স্থায়ী চাকরি ঢাকাতে। তিনি কেমন করে যাবেন। তারপরও জনপ্রত্যাশা হল সবাই গ্রামে যাক। তবে সরকার যেটা বলছে অন্তত ২/৩ বছর গ্রামে থাকতেই হবে এটা বাস্তবায়ন হলেই তাদের মনোকামনা পূর্ন হবে। কাজটা হবেই। কিছু করার নেই। ডাক্তারদের যেতেই হবে। সরকার তার ইতিবাচক শক্তি প্রয়োগ করলেই অবশ্যই যেতে হবে। আমি অতি নগন্য ডাক্তার। তারপরও বছরে কয়েকবার গ্রামে যাই। তখন রোগী দেখি। না দেখেও উপায় থাকে না। তারা আসেন আমার কাছে। কেউ ডাব নারকেল নিয়ে আসেন। কেউ নানারকম পিঠে। ভাইরে---লিখতে বসলে ডাক্তার রোগী সম্পর্ক যেমন মনে আসে-- আসলে তেমন দা কুড়াল সম্পর্ক নয়। মধুর অভিজ্ঞতাও কম নয়। ডাক্তারদের যেমন। তেমনি রোগীদেরও। রোগী ভাল হয়ে গেলে কেউ কেউ মুরগি/ খাসি নিয়ে আসেন। না, ভাই, পীর দের মত সেসব খাসি রাখি না। ফেরত দেই। পিঠা খাই। ডাব-কুল-কলা-ফলফলাদি খাই সবাইকে নিয়ে। মধুর সেই সম্পর্ক। #:-S

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৬

সাইলেন্স বলেছেন: লেবু বেশি চিপলে তিতা লাগে জানেন তো।
একটা বিষয় এত প্যাচিয়ে কান্না কাটি করছেন ক্যানো?

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৭

ডা. সুলতানা আলগিন বলেছেন: বেশ তো ! এও দেখছি নতুন মাত্রার কথামালা।

২| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৪

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: "সাইকো" দের নিয়ে এই এক সমস্যা। মাস্টাররা যেমন সবাইকে ছাত্র ভেবে "ট্রানসলেশন" জিগায়, হেরাও সবাইরে রুগী ভাইবা নেয়। একবার শুরু করলে থামার নাম গন্ধ নাই, ওয়াজ নসিহত চলতেই থাকে।

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৮

ডা. সুলতানা আলগিন বলেছেন: বেশ তো ! এও দেখছি নতুন মাত্রার কথামালা।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৫

আমিনুর রহমান বলেছেন:



আপনার নতুন করে পূর্বের বিষয়টা নিয়ে পুনরায় উপস্থাপন ভালো লাগেনি।
ভালো থাকুন। শুভ কামনা।

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৮

ডা. সুলতানা আলগিন বলেছেন: ভালো থাকুন। শুভ কামনা।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার গত পোস্টে সবাই সহব্লগার হিসেবে আপনাকে বোঝাতে চেষ্টা করেছেন। মানুষ হিসেবে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে এমনটাই স্বাভাবিক। আর সেই ভুল বোঝাবুঝির একটা অবসান হবে আলোচনার ভিত্তিতে যেটা গত পোস্টে হয়ে গেছে। এই নিয়ে পুনরায় পোস্ট দেয়াটা যৌক্তিক নয়। আশা করি সামহোয়্যার ইন ব্লগ, জানা আপু এবং গত পোস্টে যারা মন্তব্য করেছেন তাদের ভাষ্যগুলো বুঝে নেয়ার চেষ্টা করবেন এবং আপনার ভেতরে যে ভুল ধারনা জন্ম নিয়েছে সব কিছু ভুলে গিয়ে একটি সুন্দর ব্লগীয় অবস্থানে নিজেকে ধরে রাখবেন।

আপনার জন্য শুভ কামনা রইল। আমরা পরস্পরের প্রতি আস্থাশীল ও সহমর্মিতার অবস্থান বজায় রেখে ব্লগিং করব এটাই প্রত্যাশা। শুভেচ্ছা রইল।

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৮

ডা. সুলতানা আলগিন বলেছেন: না ভাই, ভুল ধারনা কেন---বরং আমার সম্যক ধারনা পেয়েছি। ভাল লেগেছে ব্যাপারটা। অতি অনবদ্য ব্যাপার।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৫

ডা. সুলতানা আলগিন বলেছেন: মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: "সাইকো" দের নিয়ে এই এক সমস্যা। মাস্টাররা যেমন সবাইকে ছাত্র ভেবে "ট্রানসলেশন" জিগায়, হেরাও সবাইরে রুগী ভাইবা নেয়। একবার শুরু করলে থামার নাম গন্ধ নাই, ওয়াজ নসিহত চলতেই থাকে।
লেখকের বক্তব্য-- অনবদ্য মনের ভাব প্রকাশ করেছেন তিনি। অনেক সময় ভুক্তভোগীর মনের ভাব জানার জন্য অনেক কষ্ট করতে হয়। এখানে সবাই খুব সহজে অনবদ্যভাবে ভাব তুলে ধরছে। এটা চমৎকার মনের ব্যায়াম। মন আরাম পায়। মনের মধ্যে কিছু পুষে রাখতে নেই। যত শেয়ার ,তত কেয়ার।

আমরা বার বার বলে বলেই মনের অদৃশ্য ভাবকে আলোয় আনি। তার পর হয় মন নিরাময়ের তৎপরতা। আর এই সমস্যাটি কেবল সাইকোদের নয়। এটা ইউনিভার্সাল। আমাদের কাজ অন্যের মন নিরাময়। মোশাররফের ক্ষেত্রে দেখছি--মনটা তার উল্টা ভারী হয়ে পড়ছে বুঝি। এজন্যে স্যরি। একান্তই স্যরি। ওয়াজ নসিহত বেশ কষ্টসাধ্য কাজ। তা করেও কত মানুষের মন হালকা করে দেন নসিহতকারীরা। কাউকে না কাউকে কাজটা করতেই হয়্ তাই না।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১০

ডার্ক ম্যান বলেছেন: আপা, সামনে খাসি পেলে আর ফেরত দিবেন না। আমাদেরকে বাসায় দাওয়াত দিয়ে খাওয়াবেন।

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৯

ডা. সুলতানা আলগিন বলেছেন: ভাইরে , মুরগি পর্যন্ত মানা যায়। সেটা রাখা যায়। খাসিটা বাড়াবাড়ি হয়ে যায় রাখলে। দেখা যায়--যে এনেছে বা জোরাজুরি করছে-- তার সাধ্য তেমন নয়। তারপরও তার খুশি ও শুকরিয়া প্রকাশের জন্য বিরাট খায়েশ জানায়। ছাগলটা টেনে নিয়ে আসে।

ভাই, তৃনমূলে চিকিৎসা হয়। গ্রামে গেলে বুঝি। জিপি মানে জেনারেল প্রাকটিশনাররা কত ভাল বাসা পান-- তার অনেক গল্প শুনি। কাজ না করলে কেন মানুষ অত ভালবাসা দেবে-- তাই না।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১০

ইফতেখার ভূইয়া বলেছেন: ব্লগে স্বাগতম আপু। অনেকেই অনেক কিছু বলবে, অনেক চটকদারী মন্তব্যও পাবেন। অন্তত সামুতে আমার প্রায় ৮ বছরের অভিজ্ঞতা সেটাই বলে। যাইহোক হাতখুলে লিখে যান। নিজের ভাবনার সবটুকু মেলে ধরুন।

আর হ্যাঁ, অাপনি পেশায় সাইকোথেরাপিস্ট জেনেও ভালো লাগলো। ব্যক্তিগতভাবে আমি সাইকোলজি'র বিষয়গুলো পড়তে বা জানতে বেশ উপভোগ করি। আশা করছি সময় করে আপনার কাছ থেকে এ ব্যাপারে ভালো কোন লিখা পাবো। সেই প্রত্যাশাতেই থাকছি।

অনেক অনেক শুভ কামনা।

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২০

ডা. সুলতানা আলগিন বলেছেন:
অনেক অনেক শুভ কামনা।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩১

মুদ্‌দাকির বলেছেন: তবুয় কি আপনি অন্যের মতামতের গুরুত্ত্ব দিলেন? বা মরডারেটরদের কথা শুনলেন ? বা নিজের ইনফেমাস কন্ডাক্ট নিয়ে চিন্তা করলেন? আমার এক স্যার বলতেন "black will take no other hue" আসলেই তাই !!! :( :( :(

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৬

ডা. সুলতানা আলগিন বলেছেন: মুদাকিকরের একটা চমৎকার দিক হল তিনি প্ররোচনা তৈরী করতে চান--বিতর্ক বা জমাটি পরিবেশ তৈরী করতে চান। অঅমি বেশ এনজয় করছি। নানা রকম তত্বীয় আলোচনার চেষ্টাও করছেন। এটাও বেশ মজাদার মনে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ মুদাক্কির।

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৭

ডা. সুলতানা আলগিন বলেছেন: সরি , আপনার নামটা মুদ্দাকির হবে। আন্তরিক দু:খিত।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩২

ডার্ক ম্যান বলেছেন: আমি জানি।জাস্ট ফান করলাম।অনেকে ১০০ টাকার জন্য ঔষধ কিনতে পারে না, ফিস নেওয়া তো দূরে থাক সেই ঔষধের টাকাও আপনারা দিয়ে দেন।

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৩

ডা. সুলতানা আলগিন বলেছেন: তা আমি অবশ্যই বুঝতে পেরেছি ভাই। ডাক্তার বলে কি অতটাই বেরসিক হব। আপনাকে অনেক ধন্যবাদ। ডাক্তারদের বিরুদ্ধে শত অভিযোগ আছে। তারপরও ভাল চিকিৎসার চেষ্টাও কম নয়। ঘরে একজন রোগী থাকলেই ভুক্তভোগী হিসেবে তার কষ্ট কান্না আমরা সহ্য করতে পারি না। সেখানে চিকিৎসক আউটডোরে শত রোগী কষ্ট কান্না শোনেন। সেসব ডাক্তারকেই প্রতিদিন প্রতিবেলা সামলাতে হয়। ওই কান্না ডাক্তারকে স্পর্শ করেনা বললে ঠিক হবে না ভাই। অনেক অনেক শুভ কামনা।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৬

মুদ্‌দাকির বলেছেন: কে যে প্রচারনা তৈরি করতে চায় ??? B:-) B:-) B:-)

তাতো বুঝাই যাচ্ছে

যাই হোক Nexcital 10 may help :-B

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫২

ডা. সুলতানা আলগিন বলেছেন: হা হা হা! মুদ্দাকিরের নেপথ্যে মনে হচ্ছে পরিচিত কোন ডাক্তার!! হাস্যকর ব্যাপার তো!! ওষুধ পত্তর প্রেসক্রিপশন পর্যন্ত হাজির! ব্লগ দেখছি আসলেই বেশ ইনটারেস্টিং।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৩

আমি ইহতিব বলেছেন: বাদ দেন আপু, সকল ভুল বোঝাবুঝির অবসান হোক এই প্রত্যাশা করছি।

আর জানা আপুকে কাছে থেকে দেখলে বা ওনার সাথে মিশলে আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন যে উনি কতটা চমৎকার একজন মানুষ।

সব রাগ ভুলে গিয়ে আবার নতুন নতুন বিষয় ও পোস্ট নিয়ে আসবেন এই কামনা করছি।

শুভ কামনা আপনার জন্য।

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৭

ডা. সুলতানা আলগিন বলেছেন: চমৎকার বলেছেন। খুব ভাল লাগল। আমি তো লিখতে শুরু করলাম। আমাদের নানা পর্যায়ে শিখতে হয়। জানার আগ্রহও ফুরিয়ে যায় নি। যত কথা হবে--ততই তো জানব।

১২| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৮

মামুন রশিদ বলেছেন: বাঘ নাকি একবার মানুষের রক্তের স্বাদ পেলে..


আপনিও তো দেখি হিটের স্বাদ পেয়ে পুরো..


ভাল । কিপিট আপ..

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৪

ডা. সুলতানা আলগিন বলেছেন: দারুন বলেছেন ভাই। হিটের স্বাদ! হা হা হা। তবে দেখছি এই ব্লগিং একবার পেয়ে বসলে মুশকিল। অনৈক সময় দিতে হয়। কতটা পারব জানিনা-- তবে চেষ্টা করতে দোষকি! ডাক্তাররা কেবল চেম্বার নিয়ে বসে থাকে--এই সম্মাননা থেকে কিছুটা হলেও রেহাই মিলবে।

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৯

সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: Are you on drugs ?

coz,

I have been reading your blog for last 2 days , i mean your last 2 post. and i have not seen such a shameless doctor in this blog. i wonder how you have post graduated in psychiatry !!! are you one of those relatives of psycho politicians ??? or are you one of those swachip dogs????????????????

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৯

ডা. সুলতানা আলগিন বলেছেন: এই ভদ্রলোক সহ সংশ্লিষ্টদের কাছে দু:খ প্রকাশ করছি একারনে যে নিশ্চয়ই এই সংঘবদ্ধ গোষ্ঠির মন আমার লেখায় এমন কোন গভীর আঘাতপ্রাপ্ত হয়েছে যে তারা এখন দিব্যি কদর্য গালি ও কটুক্তিতে নেমে এসেছে--তাই আন্তরিকভাবে দু:খ জানাই।
তবে বিভিন্ন ব্লগে নাম লুকিয়ে কেন লেখালেখি হয়--তার একটা কারণ উপরের এই মন্তব্য থেকে পরিষ্কার। কেননা লুক্কায়িত নাম থেকে মনের কলুষ গালাগাল করে সাফাই করা যায়। এটা খুবই উত্তম মেডিসিন।।

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০১

সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: are you really a doctor ? or just studied psychology from uni ????

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১০

ডা. সুলতানা আলগিন বলেছেন: এই ভদ্রলোক সহ সংশ্লিষ্টদের কাছে দু:খ প্রকাশ করছি একারনে যে নিশ্চয়ই এই সংঘবদ্ধ গোষ্ঠির মন আমার লেখায় এমন কোন গভীর আঘাতপ্রাপ্ত হয়েছে যে তারা এখন দিব্যি কদর্য গালি ও কটুক্তিতে নেমে এসেছে--তাই আন্তরিকভাবে দু:খ জানাই।
তবে বিভিন্ন ব্লগে নাম লুকিয়ে কেন লেখালেখি হয়--তার একটা কারণ উপরের এই মন্তব্য থেকে পরিষ্কার। কেননা লুক্কায়িত নাম থেকে মনের কলুষ গালাগাল করে সাফাই করা যায়। এটা খুবই উত্তম মেডিসিন।।

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৬

ডা. সুলতানা আলগিন বলেছেন: আরেকটা কথা-- অবশ্যই বলে রাখা দরকার যে-- যারা ভয়ংকর সব কটুক্তি করছেন-- তারা স্বনামে ঘোষনা দিয়ে করলেও আমার কিছু বলার নেই। নিশ্চয়ই তাদের এমনটা করতে ভাল লাগছে-- মুক্ত মনে করছেন নিজেকে--সেটা অবশ্যই তাদের ব্যাক্তিক অধিকার বলে মনে করি। আর একারনেই আমি সপরিচয়ে লেখার পক্ষে। তাতে ব্যাক্তির ইমেজ থাকে। অন্তত সেই ইমেজের কথা ভেবে এই ব্যাক্তিরা বাচনে এত রুচিহীন হতে পারতেন না। যেমন মন সাফাই দরকার--তেমনি রুচির প্রয়োজনকেও অস্বীকার করি কেমনে!

১৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫১

ইখতামিন বলেছেন: ক্যাচাল আর ভালো লাগে না
জনহিতকর কিছু আশা করছি


ব্লগে স্বাগতম
পথ চলা শুভ হোক

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৩

ডা. সুলতানা আলগিন বলেছেন: এবার খুব ভাল লাগছে। আমি যে বিষযে টুকটাক বলতে পারি-- সেটা নিয়ে অনেকে আগ্রহ দেখাচ্ছেন। অনেক ধন্যবাদ।
অবশ্যই এখন থেকে মনোরোগ নিয়ে সচেতনতায় আমার সীমিত সাধ্যে পোস্ট দেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.