![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাক্তিগত জীবনে আমি মনোরোগ বিশেষজ্ঞ, সাইকোথেরাপিস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যাবিভাগের সহযোগী অধ্যাপক। চেম্বার করি পান্থপথের শমরিতা হাসপাতালে সন্ধ্যা ও রাতে।লেখালেখি আমার কাজ নয়। পারিও না। চেম্বারে রোগী দেখতে গিয়ে নানা অভিজ্ঞতা হয়। ভাবলাম সেসব এই ব্লগে শেয়ার করবো। যাতে অন্যরা উপকৃত হন। আর হ্যা, চেম্বার ঠিকানা দিলাম; সেটা একরকম বিজ্ঞাপণ বটে। তবে ভুক্তভোগীরা বিএসএম এমইউ'র আউটডোর, এবং বিকালের বিশেষ চেম্বার-সেবার জন্য আসতে পারেন। ব্যাক্তিগত চেম্বারের চাইতেও আকর্ষনীয় আয়োজন। প্রতিটি রোগী দেখা হয়--একাধিক চিকিৎসক মিলে;মেডিকেল অফিসার ও অধ্যাপক সমন্বয়ে। শুক্রবার বাদে প্রতিদিন আছে বিশেষায়িত চেম্বার। আসুন, মুগ্ধ হবেন অবশ্যই।
স্বাস্থ্য পরীক্ষা--কোথায় কেমন খরচ।
অনেকেই জানতে চান--স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরীক্ষাদির কোথায় কেমন খরচ! সব সময় হাতের কাছে দরকারি তথ্য গুলো থাকে না। দেহ নামক পেজে এই তথ্যগুলো পেলাম। তাই সবার অবগতির জন্য দিলাম। এর মধ্যে বঙ্গবন্ধুশেখ মুজিব মেডিকেল ভার্সিটির সঙ্গে যেহেতু যুক্ত অঅছি-- তাই দায়িত্ব নিয়েই সুপারিশ করি-- এখানকার টেস্ট-এর খরচ যেমন কম। কাজ উন্নত মানের। প্রকৃত এবং বিশেষজ্ঞ ডাক্তার সব পরীক্ষাদি চুড়ান্ত করেন। ভাল থাকুন সুস্থ থাকুন।
১০ ই মে, ২০১৪ দুপুর ২:৫৩
ডা. সুলতানা আলগিন বলেছেন: সাধারন ল্যাবরেটরীগুলোকে সত্যিকারের পরীক্ষা নিরীক্ষা হয় কিনা--তা নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুনি। ডাক্তারদের কমিশন প্রথা রীতিমত টক অব দ্য ডিকেট বলা যায়। তারপরও আমি বলি-- এখানে আমি যে প্রতিষ্ঠানগুলোর কথা বলেছি বা দেহ-ডটকমের তালিকায় আছে সেসব জায়গায় কমিশনের কোন সুযোগ নেই--একটি প্রতিষ্ঠান বাদে। সেখানেও এখন এই প্রথা উঠে গেছে শুনেছি। আর ক্লাস এইট বলে যাদেরকে তুচ্ছ করেছেন--তাদের বলা হয় যদ্দুর জানি ল্যাব টেকনিশিয়ান। এরা সারা দুনিয়াতেই টেকনিক্যাল হ্যান্ড। প্রশ্ন তারা এইট পাস সেটা নয়। তাদের হাতে কলমের যোগ্যতাই আসল কথা। সবই তো যন্ত্র নির্ভর। তাদের কাজ একজন বিশেষজ্ঞের ফাইনালি সুপারভিশন করার কথা। তালিকার প্রতিটি প্রতিষ্ঠানেই সেটা করা হয়।
এই তালিকা এজন্যেই দেয়া যে--বিএসএমএমইউতে যে পরীক্ষা সকল মান রক্ষা করে ক্ষেত্রবিশেষে ৮ ভাগের এক ভাগ খরচে করা হয়--কোন প্রতিষ্ঠান তার বিশাল বিল করে। এই তালিকা জেনে রাখলে প্রয়োজনে কম খরচে উন্নত পরীক্ষা কোথায় পাওয়া যায়--সেটা কাজে লাগবে। ডাক্তারদের নামে শত অভিযোগ। লন্ডনেও ট্যাবলয়েড পত্রিকায় অপচিকিৎসায় বিরাট ক্ষতির রিপোর্ট বিরল নয়। খালি আইন সেখানে সচল। আমাদের এখানেও রেওয়াজ হলে ডাক্তার তা মানতে বাধ্য। কাজটি করতে সরকার-পাবলিক সবাই মিলে।
২| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
ঢাকাবাসী বলেছেন: যত্ন করে উত্তর দেয়ার জন্য ধন্যবাদ। আর আইনের কথা বলছেন? পৃথিবীতে বাংলাদেশ খুব সম্ভব একমাত্র দেশ যেদেশে কোন প্রকারের আইন নেই! টোটালি নেই। সকল প্রকারের ক্ষমতাবানরা যা বলেন তাই আইন!
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৪ দুপুর ২:১৮
ঢাকাবাসী বলেছেন: আমাদের দেশে লেবগুলোতে সত্যিকার পরীক্ষা হয় নাকি? কতগুলো এইট পাশ পোলাপান নাকি মনগড়া রিপোর্ট লিখে! ডাক্তারের কমিশনটা থাকলেই হলো!