নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন নিয়ে, মনের কথা

ব্যাক্তিগত জীবনে আমি মনোরোগ বিশেষজ্ঞ, সাইকোথেরাপিস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যাবিভাগের সহযোগী অধ্যাপক। চেম্বার করি পান্থপথের শমরিতা হাসপাতালে সন্ধ্যা ও রাতে।লেখালেখি আমার কাজ নয়। পারিও না। চেম্বারে রোগী দেখতে গিয়ে নানা অভিজ

ডা. সুলতানা আলগিন

ব্যাক্তিগত জীবনে আমি মনোরোগ বিশেষজ্ঞ, সাইকোথেরাপিস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যাবিভাগের সহযোগী অধ্যাপক। চেম্বার করি পান্থপথের শমরিতা হাসপাতালে সন্ধ্যা ও রাতে।লেখালেখি আমার কাজ নয়। পারিও না। চেম্বারে রোগী দেখতে গিয়ে নানা অভিজ্ঞতা হয়। ভাবলাম সেসব এই ব্লগে শেয়ার করবো। যাতে অন্যরা উপকৃত হন। আর হ্যা, চেম্বার ঠিকানা দিলাম; সেটা একরকম বিজ্ঞাপণ বটে। তবে ভুক্তভোগীরা বিএসএম এমইউ'র আউটডোর, এবং বিকালের বিশেষ চেম্বার-সেবার জন্য আসতে পারেন। ব্যাক্তিগত চেম্বারের চাইতেও আকর্ষনীয় আয়োজন। প্রতিটি রোগী দেখা হয়--একাধিক চিকিৎসক মিলে;মেডিকেল অফিসার ও অধ্যাপক সমন্বয়ে। শুক্রবার বাদে প্রতিদিন আছে বিশেষায়িত চেম্বার। আসুন, মুগ্ধ হবেন অবশ্যই।

ডা. সুলতানা আলগিন › বিস্তারিত পোস্টঃ

ব্রাজিল-কলম্বিয়া ৪ জুলাই রাত ২টায় খেলা...ঠিক কি???? আসলেই আজ রাতে!!!

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:০৮







সবিনয়ে সকলের কাছে নিবেদন ---ফুটবল খেলায় যা আমার আগ্রহ বিশ্বকাপ ফুটবল মাসেই। সারা রাত এলাকা তোলপাড়। বাইরে রাস্তায় মেগাপর্দায় খেলা। বিহারী জনগোষ্ঠির ভয়ংকর পটকাবোমাবাজিতে ঘুমানো মুশকিল। নরক গুলজার। তারচেয়ে খেলা দেখাই লাভজনক।

কিন্তু সমস্যায় পড়েছি কয়েকটা খেলার সময় সূচি নিয়ে। এমন বোমাবাজি হবে এলাকায় মনে হয়-- এখানে হরে কর কমবা জিও বা রুদের কারখানা-গোডাউন আছে এখানে। সে কারনে মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হয়_ যারা বয়স্ক ও অসুস্থ তাদেরকে অন্য সুস্থ এলাকায় পাঠানোর বন্দোবস্ত করতে হয়।

যা বলছিলাম। ব্রাজিল কলম্বিয়া খেলা কি আজ রাতে! দয়া করে কেউ জানাবেন। প্রথম আলো,সমকাল যুগান্তর বিডিনিউজ সহ সব পত্র পত্রিকায় দেখছি বড় অক্ষরে লেখা। কোয়ার্টার ফাইনাল

৪ জুলাই

ফ্রান্স-জার্মানি

রাত ১০টা রিও ডি জেনিরো

ঠিক আছে । বুঝলাম আগামী কাল শুক্রবার রাত ১০টায় হবে খেলা।



তার নীচে লেখা

৪ জুলাই

ব্রাজিল-কলম্বিয়া

রাত ২টা ফোর্তা লেজা

আসলেই কি তাই।

কোন ঘড়ির মোতাবেক এই সময়। আমার এবং বাংলাদেশের ঘড়িতে কিন্তু আজ বৃহস্পতিবার রাত বারোটার পর ৪ জুলাই চলে আসবে। ঘড়ি মোবাইল কম্পুটার-কোন ওয়াচকে ঠেকানো যাবে না। ৪ জুলাই রাত ২টা তো আজ রাতেই মানে বৃহস্পতিবার দিবাগত রাতেই ঘড়িতে চলে আসবে। তবে কি আজকেই রাতে খেলা। আর যদি না হয় কাল রাতে হয়--তবে কি এই শিডিউল আমাদের কাগজে , আমাদের মিডিয়ায় আমাদের ঘড়ি মেনে দেয়া হচ্ছে না। ধরে নিলাম ব্রাজিল ঘড়ি মেনে দেয়া হচ্ছে। ওরা রাতে ঘুমায় না। রাত দুটায়; রাত ৪টায় বিশ্বকাপ ফুটবল খেলে। ফিকচারে দেয়া অন্য শিডিউল কি ঠিক আছে।

ফুটবল নিয়ে আমি খুবই অজ্ঞ। ভুল হলে ক্ষমা করবেন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৪২

সজিব ইসলাম বলেছেন: ভাই যদি আজ রাতে হতো তবে লিখা হতো ৩রা জুলাই রাত ২টায়, আর যদি আপনার কথায় ধরি তবে আজ রাত ১২টার পর ৪তারিখ রাত হবে না সেটা হবে ভোর রাত বা (এ এম)।

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৫১

ডা. সুলতানা আলগিন বলেছেন:
সজীব, ধন্যবাদ। এ এম মানে কি সত্যিই ভোররাত। কৌতুহল বশে লেখাটা লিখেছিলাম। পত্রপত্রিকাকে ঘড়ির শৃংখলা মানতেই হবে--তাই না। সেখানে তাদের আমার বা আপনার কথায় ধরলে চলবে না। যেটা ঠিক সেটা করতে হবে। সেটা বোঝানোর জন্য। যেমন আমি বিভ্রান্তই ছিলাম। আপনার বক্তব্যে বিষয়টি ধরতে পারছি বটে। ধন্যবাদ। নেট-অভিধান ঘেটে যা পেলাম তা কিছুটা সবার জন্য দিচ্ছি।
Abbreviation(s) Latin phrase Meaning
AM
A.M.
am
a.m. Ante Meridiem
Ante Meridian
Latin = "before midday"
before noon
PM
P.M.
pm
p.m. Post Meridiem
Post Meridian
Latin = "after midday"
after noon
Afternoon
*

Terms 12 a.m. and 12 p.m. cause confusion and should not be used as neither the "12 am" nor the "12 pm" designation is technically correct.
It advisable to use 12 noon and 12 midnight where clarity is required.
To avoid ambiguity, airlines, railroads, and insurance companies use 12:01am for an event beginning the day, 11:59pm for ending it.
আরেকটি ডিকশনারী বলছে--AM = "Ante - Meridian"

PM = "Post - Meridian"

"Ante" and "post" mean "before" and "after".

"Meridian" is the imaginary line in the sky that runs north/south and passes directly over you.

In the morning, the sun moves from the eastern horizon toward the meridian. At Noon, the sun crosses the meridian. In the afternoon, the sun has crossed the meridian and moves away from it toward the west.

Morning is the time before the sun crosses the meridian = Ante-Meridian = AM.

Afternoon and evening is the time after the sun crosses the meridian = Post-Meridian = PM.

২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:১২

প্রবাসী পাঠক বলেছেন: ব্রাজিল কলোম্বিয়ার ম্যাচটা সঠিক হিসাবে ৫ তারিখেই হবে। এখানে সম্ভবত আম জনতার হিসাব অনুযায়ী লেখা হয়েছে। এএম এবং পিএম এর হিসাবটা অধিকাংশ সাধারণ বাঙ্গালীদেরই বুঝতে সমস্যা হয়। এই কারণে হয়ত সহজ হিসাবে এভাবে লিখেছে।

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১২:৪৪

ডা. সুলতানা আলগিন বলেছেন: ধন্যবাদ প্রবাসী পাঠক ।

৩| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩১

ভারসাম্য বলেছেন: ব্রাজিলের সময় হিসেবে অবশ্য চার তারিখেই খেলা। বাংলাদেশের পত্রিকাওয়ালারা খেলার বাংলাদেশ সময়ে রাখলেও তারিখটা ব্রাজিলেরই রেখেছে। B-))

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১২:৪৫

ডা. সুলতানা আলগিন বলেছেন: ধন্যবাদ ভারসাম্য.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.