![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যে শুরু হয়েছে ২০১৩ সালের এইচ এস সি পরীক্ষা। এবারের পরীক্ষায় কোন কারণে হারিয়ে যাওয়া বা খুলে যাওয়া অতিরিক্ত খাতা চিহ্নিত করার কোন সুযোগ না থাকায় ছাত্র ছাত্রীরা মহা দুশ্চিন্তায় পড়েছে। কারণ অসংখ্য খাতার মাঝে কারো অতিরিক্ত খাতা ছুটে গেলে তা চিহ্নিত করা সম্ভব নয়। অতিরিক্ত খাতায় লেখা রয়েছে, ক্রমিক নং---------, পরীক্ষার বিষয়--------, পত্র--------, বিষয়কোড----------, পরীক্ষার দিন-----------, তারিখ------------।
আশা করব, কর্তৃপক্ষ পরবর্তী পরীক্ষা থেকে অতিরিক্ত খাতা চিহ্নিত করার ব্যাপারে কোন নির্দেশনা দেবেন।
©somewhere in net ltd.