নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

দেশকে রূপকথার রাত উপহার দিলেন মাশরফি : ভারতীয় সংবাদ মাধ্যম

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৬


ফাইনালে ওঠার উল্লাস। —এপি, টুইটার
মাশরফি মর্তুজাকে বাংলাদেশ ক্রিকেটমহল আর দেশজ মিডিয়া যেমন প্রশ্নাতীত আনুগত্যের সঙ্গে দেখে, সে ভাবে রণতুঙ্গাকেও শ্রীলঙ্কা ক্রিকেট দেখে কি না সন্দেহ! বা সৌরভকে ভারত!
মাশরফি শুধু টিমের অধিনায়কই নন, দলের পিতা। বলা যেতে পারে বাংলাদেশ ক্রিকেটের মাইক ব্রিয়ারলি। তাঁর বলের গতি এখন একশো তিরিশের আশেপাশে ঘোরাফেরা করে। ব্যাটেও নিয়মিত প্রচুর রান করে দেন, এমন নয়। তবু মাশরফিকে বাদ দিয়ে টিম নামানো যায় না কারণ গোটা দলের রিমোট সব সময় তাঁরই হাতে। তিনি প্লেয়িং আবার এক অর্থে নন-প্লেয়িং ক্যাপ্টেনও। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আজ অবধি কেউ এমন লোকগাথার নায়ক হয়ে উঠতে পারেননি। তা তাঁকে ঘিরে অতিমানবীয় রূপকথার প্রলেপে বুধবার আর একপ্রস্ত আবির লাগিয়ে দিলেন মাশরফি। কার্যত সেমিফাইনাল ম্যাচের কঠিনতম সময়ে পরপর দু’টো বাউন্ডারি মারলেন বিপক্ষের ভয়ঙ্করতম মহম্মদ আমেরকে।


ম্যাচ ঘোরানো শট মাশরফির।
সৌজন্যে : আনন্দ বাজার

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০২

অতঃপর শুভ্র বলেছেন: আসলে ঠিক তাই
ভালো বলেছেন

২| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪২

আজকের দেবদাস বলেছেন: অতঃপর শুভ্র বলেছেন আসলে ঠিক তাই
ভালো বলেছেন
একমত

৩| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আহা, মাশরাফি! তার তুলনা সে নিজেই।

৪| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৭

চাঁদগাজী বলেছেন:


জয় হোক মানুষের আশার।

৫| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১

বিজন রয় বলেছেন: সাবাশ।

৬| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক বছর পরে এসেও ভালই লাগল।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ অনেক পুরাতন একটি পোষ্ট এসে দেখার জন্য ।
শুভেচ্ছা রইল ।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট পোস্ট, কিন্তু আপনার প্রতিটি লাইনই হৃদয় স্পর্শ করে গেল!
মাশরাফি আমাদের দেশের ক্রিকেট রূপকথার অবিসংবাদিত নায়ক। তিনি তো দেশবাসীকে রূপকথার রাত উপহার দিবেনই।
এ নায়কের প্রতি ভক্তি শ্রদ্ধা মেশানো আপনার অল্প কয়েকটি কথার এই পোস্টে আমার ভাল লাগা রেখে গেলাম। + +

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:২৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ পুরাতন পোষ্টটি এসে দেখার জন্য ।
অনেক শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.