| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ডঃ এম এ আলী
	সাধারণ পাঠক ও লেখক
 
এশিয়া কাপ ফাইনালে কে ফেভারিট? বিশ্ব ক্রিকেটে এখন এই একটাই প্রশ্ন সবার মুখে। অভিজ্ঞতা ও সম্প্রতি ভারতের টি২০র ফল দেখলে মনে হবে এগিয়েই ভারত। অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজ জয়। তার পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়। আর এবার এশিয়া কাপে এখনও পর্যন্ত একটিও ম্যাচ না হেরে ফাইনালে ভারত। এমন অবস্থায় খাতায় কলমে সহজ হিসেব বলছে ফাইনালে এগিয়ে ভারতই। আর আবেগ কী বলছে? আবেগ বলছে এশিয়া কাপের বড় দাবীদার বাংলাদেশও। কারণ, এই এশিয়া কাপের জন্য দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন মাশরাফিরা। যার প্রমাণ শুরু থেকে হাতে নাতে পেয়েছেন তাঁরা। ভারতের কাছে একটি ম্যাচ হারা ছাড়া আর হারের মুখ দেখতে হয়নি তাঁদের। বরং গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর পাকিস্তানকেও হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে বাংলাদেশ। আর তাদের সব খেলায় যে লড়াই করতে দেখা গিয়েছে পুরো দলকে সেটাই স্বপ্ন দেখাচ্ছে পুরো বাংলাদেশকে। 
আর অন্যদিকে, ভারতের ভরসা ধোনিদের অভিজ্ঞতার পাশাপাশি বিরাট কোহলির দুরন্ত ফর্ম। সঙ্গে যুক্ত হয়েছে টি২০র হিরো যুরবাজ সিংহর ফর্মে ফেরা। বল হাতে বোলারাও সফল। এমন অবস্থায় লড়াই হবে সমানে সমানে। র্যাঙ্কিং দেখলে সব সময়ই ফেভারিট ভারত। টি২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে এখন ভারতই। সেখানে বাংলাদেশ রয়েছে ১০ নম্বরে। তবে র্যাঙ্কিংয়ের হিসেব দিয়ে এই ম্যাচ বিচার করার কোনও জায়গা যে নেই সেটা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের ১১ বাঙালি।
সুত্র : আনন্দবাজার 
 
৩০ শে জুন, ২০১৬  ভোর ৬:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা 
বিলম্বিত উত্তর দানের জন্য দু:খিত 
নোটিফিকেশন সমস্যার কারণে
এখানে আসা হয়ে উঠেনি ।
ভাল থাকার শুভকামনা রইল
২| 
০৬ ই মার্চ, ২০১৬  বিকাল ৩:৩৮
মহা সমন্বয় বলেছেন: স্বপ্নপূরণের ফাইনাল আজ   ![]()
 
 
৩০ শে জুন, ২০১৬  ভোর ৬:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ  
বিলম্বিত উত্তর দানের জন্য দু:খিত 
নোটিফিকেশন সমস্যার কারণে
এখানে আসা হয়ে উঠেনি ।
ভাল থাকার শুভকামনা রইল
৩| 
২৩ শে আগস্ট, ২০১৭  দুপুর ১২:০৫
খায়রুল আহসান বলেছেন: চমৎকার শিরোনাম দিয়েছেন, বক্তব্যও ভালভাবে প্রকাশ করেছেন।
পোস্টে ভাল লাগা + +
 
২৩ শে আগস্ট, ২০১৭  দুপুর ২:২৪
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , ভাল লাগার কথা শুনে অভিভুত হলাম । 
ভাল থাকার শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৬  রাত ১০:৩১
বিজন রয় বলেছেন: একটি জয় চাই। জয়।