নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

প্রশান্ত মহাসাগরের অতলে হদিশ নতুন প্রজাতির অক্টোপাসের

০৭ ই মার্চ, ২০১৬ রাত ২:৪২


একেবারে নতুন একটি প্রজাতির অক্টোপাসের হদিশ মিলল প্রশান্ত মহাসাগরের অতলে। অক্টোপাস যখন, তখন তার আটটা শুঁড় তো রয়েছেই, হাবভাব-চালচলনেও সে একেবারেই ‘ভুতুড়ে’! নেকার আইল্যান্ডের কাছে, প্রশান্ত মহাসাগরের আড়াই মাইল বা চার কিলোমিটার নীচে এই প্রথম সন্ধান পাওয়া গেল এই প্রজাতির অক্টোপাসের। যার একটি নামও দেওয়া হয়েছে। ‘ক্যাসপার’। এই নতুন প্রজাতির অক্টোপাসের কোনও পাখনা নেই।
সুত্র : আনন্দবাজার

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৩

বিজন রয় বলেছেন: খবরটি পড়েছি পত্রিকায়।
এখানে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

৩০ শে জুন, ২০১৬ ভোর ৬:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
বিলম্বিত উত্তর দানের জন্য দু:খিত
নোটিফিকেশন সমস্যার কারণে
এখানে আসা হয়ে উঠেনি ।

ভাল থাকার শুভকামনা রইল

২| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: আপনি আগে এত ছোট্ট পোস্টও লিখতেন?
সামু ব্লগে চমৎকার তথ্য সংযোজনের জন্য ধন্যবাদ।

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: এত পুরাতন একটি পোষ্ট এসে দেখার জন্য ধন্যবাদ । এবার মনে হচ্ছে উত্তর বঙ্গের উপরেঅআমার ভিলেজ স্টাডি রিপোর্ট হতে কিছু কিছু বিষয় নিয়ে লিখব কিছু কথা । তবে প্রায় ৪০ বছর আগের দেখা সেখানকার গ্রামীন জনপদের দরিদ্র সাধারণ মানুষদের জীবন কাহিণীর সাথে আজকে হয়ত অনেক কিছুই মিলবেনা , এখনকার লেখায় সেখানকার মানুষজনদের কথা জানতে পারলে সমন্বয়টা করে নিতে পারতাম । আপনার লেখায় সেখানকার পুরাতন ও নতুন দিনের অনেক কথাই জনতে পারি , তাই সেখানকার বিষয়ে আপনার লেখাগুলি বেশ মনযোগ দিয়ে পাঠ করি ।

আমার প্রথম দিককার অনেক পোষ্টই বেশ ছোট ছোট ছিল । এখন অাস্তে আস্তে পোষ্টগুলি বড় হতে চলেছে । লক্ষ্য এগুলি নিয়ে পরে পুস্তক হবে । দোয়া করবেন ।

অনেক অনেক শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.