নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
মনের মধ্যে ভাষছে পরিপুর্ণতার ইচ্ছা
সমস্ত ত্রুটি দৈন্য অপূর্ণতা অতিক্রমের ইচ্ছা
করতে চাই আমার আদর্শকে প্রত্যক্ষ
দেখতে চাই—বর্তমানের মধ্যে ভবিষ্যৎকে
করতে চাই বীজের মধ্যে বৃক্ষকে উপলব্ধি
সমস্ত খণ্ডতা দীনতা সত্ত্বেও
যদিও ভাবের তুলনায় কর্মের রয়েছে
যথেষ্ট অসংগতি ।
এর পরেও উৎসাহ ও আশা
হয়ে পরেনা ম্রিয়মান
দেখিনা কাজকে আমার খণ্ড খণ্ড করে
নানা বাধা-বিরোধ ও অভাবের মাঝেও
উৎসাহ ও আশা সদাই জাগে হৃদয় মাঝে
কারোও কাছে করিনা বেশি কিছু প্রত্যাশা
সর্বদা উদ্দেশ্য নিয়েই ব্যতিব্যস্ত থাকি
কারো হতে উৎসাহিত হওয়ার করিনা চেষ্টা
করি না প্রকাশ কালের উপরে কিংবা
সত্যের পরে বা বিধাতার উপর আনাস্থা ।
ধৈর্যের সাথে করি নির্ভর
ধীরে ধীরে স্বাভাবিক নিয়মে
অন্তরের ভিতর হতে তাইতো
অলক্ষ্য শক্তিতে বিকাশিত শক্তিমত্তা ।
মনে হয় এটাই যথার্থ
এর উপরই করা যায় নির্ভরতা,
তবে ক্রমাগত বাহিরের উত্তেজনায়
কতক লজ্জায়, কতক ভাবাবেগে
কতক অনুকরণে উৎপত্তিতে ঘটে যায়
অনেক অনাক্ংখিত কুফলতা।
আশা করে আছি সামুর বন্ধুগনের
যাদের অনুশাসনে নহে
বরং অন্তরস্থ কল্যাণ বীজের সহজ বিকাশে
যা আগ্রহের সহিত আনন্দের সহিত
ব্রহ্মচর্যাশ্রমের মত নিজের জীবনকে
করবে নিয়ত একিভুত।
সংযমের দ্বারা, ভক্তিশ্রদ্ধার দ্বারা
শুচিতা দ্বারা, একাগ্র নিষ্ঠা দ্বারা
সহিষ্ণুতা ক্ষমা ও কল্যাণভাবের দ্বারা
সমস্ত বিরোধ-বিপ্লবকে
জয় আমার করতেই হবে ।
২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৫
বিজন রয় বলেছেন: সমস্ত বিরোধ-বিপ্লবকে
জয় আমার করতেই হবে ।
তবে তাই হোক।
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২১
ডঃ এম এ আলী বলেছেন: মস্ত বিরোধ-বিপ্লবকে
জয় আমার করতেই হবে ।
তবে তাই হোক।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর লিখেছেন। শুয়ে শুয়ে ব্লগিং করি তাই আপনার মত বেশী লিখতে পারিনা।
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৪
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাই , শুয়ে শুয়ে কেন শরির খারাপ নাকি ।
দোয়া করি অআল্লাহ অআপনাকে সুস্থতা দিন ।
শুভেচ্ছা রইল ।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাই , শুয়ে শুয়ে কেন শরির খারাপ নাকি ।
দোয়া করি অআল্লাহ অআপনাকে সুস্থতা দিন ।
শুভেচ্ছা রইল ।
৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা লিখেছিলেন, কিন্তু তা সময়মত পড়তে পারিনি।
আপনার মনের ইচ্ছেগুলোকে কবিতায় খুব সুন্দর করে ব্যক্ত করেছেন। বিশেষ করে শেষের স্তবকটা চমৎকার হয়েছে।
কবিতায় ভাল লাগা + +
২৬ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৮
ডঃ এম এ আলী বলেছেন: কবিতার মত দেখায় এমন একটি লেখা শৈলের প্রতি অআপনার সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম ।
অসুস্থতা হেতু বিলম্বিত উত্তরের জন্য দু:খিত ।
শুভেচ্ছা রইল ।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:০২
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার