নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

আবিশ্বাসীদের প্রতি কোরানের বাণী : আল্লাহকে ভয় কর

১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৪৫

পবিত্র কোরানে আল্লাহ বলেন :
'আর যখন তাকে ( অবিশ্বাসীকে) বলা হয় যে, আল্লাহকে ভয় কর, তখন তার পাপ তাকে অহঙ্কারে উদ্বুদ্ধ করে। সুতরাং তার জন্যে দোযখই যথেষ্ট। আর নিঃসন্দেহে তা হলো নিকৃষ্টতর ঠিকানা'( সুরা বাকারা আয়াত ২০৬) ।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৫:২৩

নুর আমিন লেবু বলেছেন: হুমম।

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । আপনি পএরিত হুমম থেকে শেষ দুটি বর্ণ উঠিয়ে দিয়ে হু এর সাথে দুটি বর্ণ যুক্ত করলে দাড়ায় আল্লাহু । তার মানে আল্লার অস্তিত্ব আছে সৃস্টি জগতের প্রতিটি বিন্দুতে প্রতিটি অনুপরমানুতে এমন কি যা আমরা খালি চোখে এমনকি শক্তিশালী অনিবিক্ষন যন্ত্র দিয়েও নয় । এট অনুভবের ব্যপার বিশ্বাসের বিষয় ।

২| ১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৬:১২

ডঃ এম এ আলী বলেছেন: পোক্ত বিশ্বাসই আছে মনে হয় , হুমম হওয়ার কোন কারণই নেই

৩| ১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৬:২৪

নুর আমিন লেবু বলেছেন: পোক্ত বিশ্বাস ই আছে ভাই।

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০

ডঃ এম এ আলী বলেছেন: দোয়া করি এটা আরো পোক্তা হোক । সেই তো শক্তিশালী যে ঈমানের বলে বলীয়ান ।

৪| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪২

রাজু বলেছেন: সুতরাং
তার জন্যে দোযখই যথেষ্ট। আর
নিঃসন্দেহে তা হলো নিকৃষ্টতর
ঠিকানা'

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মন্দ কাজের ঠিকানা জানার জন্য । দোয়া করি এই নিকৃষ্ট ঠিকানা যেন কারো না হয় ।

৫| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮

বিজন রয় বলেছেন: তখন তার পাপ তাকে অহঙ্কারে উদ্বুদ্ধ করে।
+++

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

ডঃ এম এ আলী বলেছেন: কেননা পাপকেই সে তখন মনে করে সেরা পাওয়া তবে সেটা পরকালে নয় ইহকালে ।

৬| ২৮ শে মে, ২০১৮ রাত ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, স্মরণ করিয়ে দেবার জন্য। + +
ও আল্লাহ, আমাকে, আমার পরিবারের সদস্যদেরকে এবং আমার বন্ধু ও শুভাকাংখীদেরকে তোমার ভালবাসা দ্বারা আবৃত করে রাখো! তোমার ভালবাসা ব্যতীত ক্ষমাপ্রাপ্তি সুদূর পরাহত!

০৭ ই জুন, ২০১৮ ভোর ৬:০২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মুল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য ।
শ্রদ্ধা রইল ।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: পুরাতন একটি পোষ্ট এসে দেখার জন্য ধন্যবাদ ।
বিলম্বিত উত্তর দানের জন্য দু;খিত ।
আমি খুবই অসুস্থ, তাই ব্লগে নিয়মিত বিচরণ করতে পারছিনা ।
আমার জন্য দোয়া করবেন ।
শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.