নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
তোমায় যদি কেওনা ডাকে
সবাই যদি ফোটায় কাটা
একলা এসে দাঁড়াবো তবে
হাজার সুরে তোমায় ডেকে ।
দারুন সুরে শুনিয়ে দিলে
ভালবাসার মর্ম বুজিনা
গভীর সুরে গভীর কথা
তোমায় জানিয়ে দিতে
সাহস টুকুই যে ছিলনা ।
ভালবাসা পাব কিনা
বুজব কেমন করে
কঠোর হয়ে কঠিন কথা
তাই শুনিয়ে দিয়ে যাই ।
তোমার মাপে হয় নি আমি
সে কারণেই দুরে থাকি
আমি মরি আমার ঠেলায়
তুমি মর আমার জ্বালায়
এতে সুখ পাওয়া যায়
অনেক খানি শুধু কবিতায় ।
নীজের বাড়ি অস্তাচলে
আধার করে রাখ যদি
নিজের দোষে জীবনখানা
আমার সাথে বিবাদ করে
নিজের পায়েই কোরাল মার।
বুকের ব্যথ্যা বুকে রাখ
মুখের ভাষা বুঝা দায়
সে কারণেই স্বার্থের কথা
শুনিয়ে দিয়ে যাই ।
ইচ্ছে করেই দুরে থাকি
সাহস করে কাছে না আসি
পাছে তোমার কাছে ভীরুতা
মোর ধরা পরে যায়
তাই স্পর্ধাবরে গোপন করি
গহীন মনের সুপ্ত বাসনাটাই ।
কেও বা তোমায় ভালোবাসে
কেও বা বাসতে পারে না যে
বিনি পয়সায় আছি বিকিয়ে
গড়ব কেমনে স্বার্থের পাহাড় ।
ভালবাসার লেনাদেনায়
পাছে ব্যথা না পাও তুমি
ঘড়া ঘড়া অশ্রু ঢেলে তাই
নিবিয়ে রাখি নিজের ব্যথাটাই ।
ভালবাসার আধাঁর ঘরে
প্রদিপখানি জ্বালিয়ে তুলে
আমার লাগি চক্ষু বুজে
সকাল বেলায় দোকান খোল।
দেখতে পাবে পাড়ের নৌকা
তৈরী হল আচল বেধে
যতই বাইবে ততই পাবে
ঠাঁই হবে যে হৃদয় মোহনায় ।
১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫০
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । কবিতার চেয়েও সুন্দর মন্তব্যের ভাললাগা সুর ।
২| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩১
কালনী নদী বলেছেন: এ যে নিঃস্বার্থ ভালোবাসা!
কেও বা তোমায় ভালোবাসে
কেও বা বাসতে পারে না যে
বিনি পয়সায় আছি বিকিয়ে
গড়ব কেমনে স্বার্থের পাহাড় । আপনার কবিতার ভাষাকে আবার আপনার কবিতা দিয়েই তুলনা করতে হয়!
অসাধারণ ভাইয়ু।
২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৪
ডঃ এম এ আলী বলেছেন: ভাই ছন্দের মিল দিতে পারি নাই । কিন্তু মিলুক বা না মিলুক উচিত কথাটা সুযোগ মতে বলে দিলাম এই আরকি । কবিতাটাই এমন যে এটা 'যার জন্য প্রযোজ্য' । যাহোক অনেক অনেক ধন্যবাদ । তুলনার কথা কি আর বলব , আপনি যে এটা পরছেন সেটাই অতুলনীয় ।
৩| ১৬ ই জুন, ২০২০ সকাল ১১:৩৪
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
ছন্দ মিলুক বা না মিলুক উচিত কথাটা সুযোগ মতে বলে দিলাম এই আরকি - এই ভালো, উচিত কথাটা বলে ফেলাই ভালো, শুধু শুধু বুকে পুষে রেখে লাভ কি?
কবিতায় ভাল লাগা + +।
১৭ ই জুন, ২০২০ রাত ২:৪৩
ডঃ এম এ আলী বলেছেন:
অনেক পুরানো একটি পোষ্ট দেখে সুন্দর একটিমন্তব্য করার জন্য ধন্যবাদ ।
ঠিকই বলেছেন ,ছন্দ মিলুক কিংবা না মিলুক এটা পাঠের সময় ফেবোর বন্ধুরা টের পাবে
সময়ে অসময়ে ভালবাসা কারে কয় ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৯
বিজন রয় বলেছেন: এমন কবিতার সুর ভাল লাগ।ে
+++