নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
দেখে ফেস বুকের কোণায়
ছড়ানো হাতের আঙ্গুলগুলু
সে দিন কৌতুক ছলে
বলেছিনু লিখা হবে ছড়ায় ।
কোনটিতে চোখা রঙ্গীন নখ
কোনটিতে কারু কার্যময় দাগ
মনেহয় এই এলো বুজি বাঘ
খামচে নিবে যত সব অনুরাগ ।
থাকে যদি এখনো সংসয়
লাগিয়ে মেগনি ফায়ীং গ্লাস
তিক্ষ্ন দৃষ্টিতে কর তালাশ
চেয়ে দেখ দুহাত খানি ।
জানি এখনো হয়নি তা দেখা
সে যে নয় অনুরাগে মাখা
সে কেবলী ব্যার্থ আক্রোশে
হৃদয়ের মুল খামচিয়ে ধরা ।
কথার আড়ে আড়াল থাকে
তবে মনের নিগুঢ় কথাটাই
ইচ্ছা করে ব্যথা লাগিয়ে
শুধু জাগিয়ে দিতে চাই ।
২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩২
ডঃ এম এ আলী বলেছেন: ঠিকই ধরেছেন ভাইয়া , এটা হলো মুলত: বুঝহে সুজন যার জন্য প্রযোজ্য । অনেক ধন্যবাদ কষ্ট করে
করে পড়ার জন্য ।
২| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:১১
খায়রুল আহসান বলেছেন: নখগুলো পিঠ চুলকে দেবার জন্যে ভাল হলেও, মারণাস্ত্র হিসেবে ব্যবহৃত হলে তা হয়ে উঠতে পারে বিপজ্জনক!
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৮
কালনী নদী বলেছেন: অসাধারণ! হইছে ভাইয়া। সবটাই যেন প্রেমময়।