নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

ভক্ত পাঠক ............

১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮


কবিতায় যা হয় বলা
করেনা কবি তা বিশ্বাস
সবিই যে তার কাল্পনিক
বিশ্বাসে পাঠক পায় ধিক।

ভক্ত পাঠকের হৃদয়ের সাড়া
কবি মনে দেয়নাক নাড়া
পাঠকের অনুরাগ সকলই
তার পদমূলে মাটিতে লুটায় ।

ভক্তের বিশ্বাসটুকু যায়না উবে
লুটানোর পরেও মাতে উৎসবে
মহা সমাহারে করে আয়োজন
জানাতে তাকে মহা অভিনন্দন।

শুধী সমাবেশে কবির ভাষণ
ভক্তের হৃদয়ে বাজে ভীষণ
ইনিয়ে বিনিয়ে সুন্দর ভাবে
যখন বলেন মিথ্যা কথন ।

কবিতা শুধু কাব্যিক ভাষা
তাতে যত সব ভন্ডামী
কথার পরে কথা সাজায়
পাছে দেখা যায় নষ্টামী।

কবিতার পাদমূলে লিখা কথাটা
জানান দেয়া হয় সোজাসাপটা
কবিতা শুধুই যে বিমুর্ত গাথা
নেই তাতে নীজের কোন কথা।

কবি নীজকে করে গোপন
পরকে করতে চান আপন
ভক্তকুল চায় যখন কবিমন
দেয় জানান দুরেই থাকুন ।

ভাল বাসিলাম যত কবিগনে
সকলেই ভেবে হয় ব্যকুল
ধরা দিতে গিয়ে একজনে
হারাতে নাহয় শত ভক্তকুল ।

অজুহাত জ্বলেপুরে হবে কাত
অন্ধ ভক্তকে জানায় পরিস্কার
দুরে আছেন দুরেই থাকুন
সেথা হতেই করুন নমস্কার ।

ভক্ত থাকে তবু শক্ত
দেয় মন কবিতার বাঁকে
পাওয়া না পাওয়ার কথা
দেয়না কোন ব্যথা তাকে ।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৩

কালনী নদী বলেছেন: এই কবিতাটি আমার আর অনেকবার পড়তে হবে! অনেক সুন্দর ও ছন্দময়, কবি ও শ্রোতার মধ্যে একটা বোঝাপড়া যেন বোঝে এসেও এল না। তাই প্রিয়তে সংগ্রহ করে রাখলাম ভাইয়া। পড়ে বিশ্লেষন করে আরো কিছু পাব সেই আশায়।

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৯

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । চিন্ন বিন্ন মন নিয়ে এটা লিখা তাই এর ভাষাটাও বুঝে না আসারই কথা , তাই তো বলা হয় বুকের ভাষা না বুঝলে মুখের ভাষা বুঝবে কেমন করে । যাহোক পড়ে বিশ্লেষন করা যদি 'পড়ে'ই হয় তাহলে চিন্তা নাই কিন্তু পড়ে যদি 'পরে' হয় তাহলে তো মুছিবত Investigation এর পর্যায়েই না চলে যায় !! কিছু মনে করবেন না আপনি বলেই একটু চটকদার কথা বলা।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৫

খায়রুল আহসান বলেছেন: কবি ও কবিতা নিয়ে যে কথাগুলো বলেছেন, তা ভাল লেগেছে।
ভক্তরা ভয়ানক, অতিভক্তরা অতি ভয়ানক!
তাই, কবিতায় যেমনটি বলেছেন, সাবধানে না থেকে কবির উপায় নেই!
কবিতায় তৃতীয় ভাল লাগা + +।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

ডঃ এম এ আলী বলেছেন:



পুরাতন একটি লেখা দেখে যাওয়ার জন্য ধন্যবাদ ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।


শুভেচ্ছা রইল

৩| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৮:১৪

খায়রুল আহসান বলেছেন: আপনার এই পোস্টের আগের কবিতাটিতেও একটা মন্তব্য রেখে এসেছিলাম।

২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ জানানোর জন্য । আমি দেখে নিব ।
শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.