নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

শুন্য হৃদয়

২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২


কবিতা তোমায় দিলেম ছুটি
ছন্দের বন্ধন গিয়েছে টুটি
চার দিকে অমানিশার নিশা
ব্যাকুল হৃদয় পায়না দিশা।

তৃষিত নয়ন যেদিকে তাকায়
কেবলি তা দীর্ঘশ্বাস ছড়ায়
আগুন পাখীর ডানা মেলে
শ্পর্শহীন ভাবে শুন্যে মিলায় ।

জানি এলেখা হবেনা দেখা
আশা রয়ে যাবে দুরাশা
মুল্যহীন হৃদয়ের ব্যাকুলতা
শুধুই রয়ে যাবে শ্পর্শহীন ।

লক্ষহীন নেই কোন গন্তব্য
উল্টো রথে পথ চলা
ছন্দের পথ নীজেই হারায়
ব্যর্থতার প্রাপ্তি পুর্ণতা পায়।

প্রাণের কথা যায়না মাপা
যায় যে মিশে শতরূপায়
জ্বলে পুরে অংগার হবে
বলেছিলে এগোও যদি একপা ।

লাভকি এখন করে হাহুতাশ
শুণ্য বুকে বালিশ চেপে
ভোর রজনীতে শুভ সকাল
কথাটুকুই শুধু লিখা থাক ।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ .... সুন্দর হইছে খুব
ভাল থাকুন নিরন্তর

২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । আপনার জন্যও থাকল শুভকামনা ।

২| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিষণ্ণতা ভরা কাব্য ছন্দেবন্ধে দারুণ সব কথামালা, ভালো লাগলো খুব, মনে হলো আমার কথাগুলো বেরিয়েছে কবির কলম হয়ে।


আপনি সুস্থ আছেন তো শ্রদ্ধেয় প্রিয় ?
শুভকামনা আপনার জন্য সবসময়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫২

ডঃ এম এ আলী বলেছেন: জনতার চোখের আড়ালে থাকা কবিতার মত দেখতে একটি লেখা পাঠ করে যাওয়ার জন্য ঢ়ন্যবাদ ।
সুষ্থ থাকার চেষ্টা করছি , দোয়া করবেন ।
শুভেচ্ছা রইল

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

সনেট কবি বলেছেন: সুন্দর+

০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ।
বিলম্বিত উত্তর দানের জন্য দু;খিত ।
আমি খুবই অসুস্থ, তাই ব্লগে নিয়মিত বিচরণ করতে পারছিনা ।
আমার জন্য দোয়া করবেন ।
শুভেচ্ছা রইল

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬

জুন বলেছেন:
আক্ষেপে ভরা লাইন জানি এ লেখা হবে না দেখা
সত্যি চমৎকার এই লেখাটি দেখা হতো না ডঃ এম এ আলী যদি না আপনি জানাতেন ।
মন ছুয়ে যাওয়া কবিতায় অনেক অনেক ভালোলাগা রইলো ।
+

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

ডঃ এম এ আলী বলেছেন: ভেবেছিলাম এলেখাও বুঝি হবেনা দেখা
যাহোক, কিছু প্রিয় লেখকের আগমনে
নব আশায় নব উদ্যমে সঞ্চারিত হলাম ।
জানিনা কবিতার মত দেখায় লেখা আর হয়ে উঠবে কিনা
তবে চেষ্টাতো করা যাবে অলস ক্ষনে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০

স্রাঞ্জি সে বলেছেন: কয়েকটা শব্দ টাইপো দেখলাম।____দীর্ঘস্বাস < দীর্ঘশ্বাস ___শ্পর্শ < স্পর্শ।

বিষণ্ণতায় ভরা কবিতা। পড়তে পড়তে মনটায় কেমন জানি হৃদয়টা শূণ্য হয়ে আছে। ______ +++ কাব্যে।

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: টাইপো সংশোধন করা হয়েছে । ধরিয়ে দেয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
শুণ্য হৃদয় সে অপুর্ণ বাসনায় পুর্ণ হোক এ কামনা রইল ।

৬| ২১ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:০২

খায়রুল আহসান বলেছেন: 'ব্যাকুল' হৃদয় পায় না দিশা' - কবিতার শিরোনামে যেমন রয়েছে একটা শূন্যতার হাহাকার, পংক্তিগুলোতেও তেমনি বিষণ্ণতার শূন্যতা, হৃদয়ের ব্যাকুলতা।
কবিতা ভাল লেগেছে, কবিতায় প্লাস + +।
শুণ্য বানানটা বোধহয় সঠিকভাবে 'শূন্য' হবে। ব্যকুল হবে 'ব্যাকুল'

২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:



বিলম্বিত উত্তরের জন্য দু:খিত ।
বানান ভুল দেখিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ।
কবিতা ভাল লাগায় খুশী হলাম ।
শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.