নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

তাকেই যে দিয়ছে হৃদয়ের দরজা জানালা বন্ধ করে -----

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪


প্রদীপের পানে চেয়ে চেয়ে
আধারের বুকে রয়েছি জাগি
আকাংখার আশার মধুর স্বপনে
রাঙ্গিয়ে দিতে তোমার হৃদয়খানি ।

ভেঙ্গে যেন না যায়
হৃদয় কোঠার দেয়াল গুলি
ছড়ায়ে যেন না পরে
পাহাড় প্রমাণ মৃতের অস্থিখুলি ।

সুবাস ছড়ায় উশিরের মত
শ্বেত ধুপের মত দহি
চুয়া চন্দন গন্ধ বিলায়
হৃদয়ের বৃন্তে ফোটে ফুল ।

প্রাণের ব্যদনা অশ্রুসম যেন
পড়েনা ঝড়ে বক্ষ মাঝে
বুকে জ্বলেনা যেন দেওটি
কোটি শিখা যেন জাগে ।

যৌবনের গরল সুরাপাত্র ফুটি
ধরব তুলে ভুজংগিনী উর্ধফনা
চুমিয়া তোমার হৃদয়ের মধু
বিষবহ্নি যেন নানেয় লুটি ।

মিথ্যে কামনার পিছে ঘুরিনাক
হয়নিতো এখনো তেমন উদাসি
ধরতে পারিনি অশ্রুহীন হাসী
শ্রদ্ধার আসনটুকুই হয়েছে বাসি ।

বুজিনি অধরে নাহিক তৃষ্ণা
রক্তে তব অচলন্ত নারী
রুধির নিংরানো রক্তিম চন্দন
ছড়িয়ে পড়েনা করতে বন্ধন ।

তাই তোমার নির্মেঘ চোখে
কভু নাহি জাগে অনুরাগ
শুধু জাগে করুনার সোহাগ
দুরে ঠেলে দেয়ার লাগি ।

করবনা করাঘাত স্পন্দহীন হৃদয়ে
জ্বলব ছলাময় গগনের নীচেই
পিপাসায় জ্বলি মৃত্যুর পাথারে
রাখব কথা থাকব এখানেই ।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২

সাব্বির আহমেদ রাবিন বলেছেন: অন্দরে মাঠে ঘাটে তুমি সব বিকিয়ে দেবে।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । এত সুন্দর ছন্দময় মন্তব্য আপনাকেই নিয়ে গেছে অনেক উচ্চতায় । ভাল থাকুন এ কামনা থাকল ।

২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪

পূবাল হাওয়া বলেছেন: বেশ ভালো লাগলো, তবে কিছু বানান যদি ঠিক করে নিতেন, ভালো থাকুন সব সময়...

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । হ্যা কয়েক জায়গায় বানান প্রমাদ রয়ে গেছে । ইনসাল্লাহ সাধ্যমত সংশোধন করব । এ জন্য আপনার প্রতি থাকল আরো একটি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা । সামুর এই ওয়েবসাইটটি খুবই ডিসটার্ব করছে, লিখার সময় বার বার দিক পরিবর্তন করছে, এটা সকলের জন্য হচ্ছে না আমার কম্পিউটারে বুঝতে পারছিনা । য়াহোক, অনেক অনেক ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

৩| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২০

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দরের চেয়েও সুন্দর হয়েছে আপনার মুল্যবান সুন্দর লাগার অনুভুতি । অনেক অনেক ধন্যবাদ শুভকামনা থাকল ।

৪| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬

মনিরা সুলতানা বলেছেন: সুবাস ছড়ায় উশিরের মত
শ্বেত ধুপের মত দহি
চুয়া চন্দন গন্ধ বিলায়
হৃদয়ের বৃন্তে ফোটে ফুল ।

চমৎকার সাহিত্য , অনেক সমৃদ্ধ শব্দ ভান্ডার :)

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬

ডঃ এম এ আলী বলেছেন: একটি অবাক করা কাকতালীয় ব্যপার, আপনার ব্লগেই ছিলাম এতক্ষন , দেখছিলাম বৈশাখী পিঠার বুকে ফুটিয়ে তোলা চমৎকার গোলাপ ফুল । বাসায় আড্ডা চললিল ,ছিলেন পিঠা প্রেমিক অনেকেই, চলছে চুলচেরা বিশ্লেষণ কি করে করা যায় এর অনুসরণ । যাহোক এটা মহিলা ব্যাপার । আমার দৃষ্টি ছিল আপনার আকাশের নীল মেঘমালার উপর :আমি মেলবো না আর স্বপ্নডানা, ঐ নীল মেঘেদের ছোঁয়ায়..” দারুন কবিতার চরণখানির উপর ।
মেঘলা আকাশটার সাথে কবিতাটিকেও খুঁজছি । কদিন আগে একটি কবিতায় লিখেছিলাম
‘সাদা মেঘের ভেলায় চরে,
অধরা রোদেই চড়াব নীলঘুড়া.
অমার সে কবিতাটি লিখার আগে কেন যে আপনার এ কবিতাটি দেখা হয় নাই খুব আফছুছ হচ্ছে । যাহোক, কি বলতে গিয়ে কি বলতেছি , আমার লিখার উপরে আপনার এত সুন্দর মন্তব্যে আমি একান্তভাবেই অভিভুত । আপনার বৈচিত্রময় ব্লগ ভান্ডার দেখে ও পড়ে শেষ করতে সময় লাগবে, প্রতিটি পোষ্টই আকর্ষনীয় ও বিপুলভাবে জননন্দিত । একটি লিখা পড়তেই আমার অনেক সময় লেগে যায় । যাহোক, আপনার সৃজনশীল লিখাতে মাঝে মধ্যে এমনি করেই দেখা হয়ে যাবে । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

৫| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭

মুসাফির নামা বলেছেন: ভাল লাগা রইল।

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২০

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগার কথায় আরো ভাল লাগল । আপনার লিখার ভাললাগাতো পিছন ছারছেনা আমায়, মনে হয় যেন অনেক না জানা ইতিহাস পড়ছি, জানছি অনেক অজানারে । ধন্যবাদ ও শুভকামনা থাকল ।

৬| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৩

বিজন রয় বলেছেন: ভাল লেগেছে।
+++

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭

ডঃ এম এ আলী বলেছেন: দাদার প্রতি রইল শশ্রদ্ধ নমস্কার । দাদার ভাল লাগাটুকু অন্তরে ধারণ করে নিলাম । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে। শেষের স্তবকটা বেশি সুন্দর।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৩২

ডঃ এম এ আলী বলেছেন:
অনেক পুরাতন একটি পোষ্টে এসে
ভাল লাগা জানিয়ে যাওয়ার জন্য
ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.