নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

এই করেছ নিঠুর তুমি এই করেছ ভাল

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫১

বললে যেদিন মুখের খাতায়
এলে লাগত তোমার ভাল
থমথমে রাত তোমার পাশে
বন্ধু হয়ে এলেম আমি ।

বলেছিনু আমার অতীত কথা
জেনেছিনু তোমার অতীত খানি
সেদিন গুলু সাংগ হল
ছন্দগাথার ঝড় বাদলের জলে ।

মনের যত জ্বালা ছিল
শুশে নিল চৈত্রের দাবদাহে
খরকুটার মত ভেসে গেল
কাল বোশেখির ঝড়ে ।

ছন্দ নিয়ে ছায়ার মতন
মিশে ছিলাম তোমার সনে
কথায় কথায় কাব্য হত
গড়গরিয়ে সময় যেত কেটে ।

আজকে রাতে সুদুর হতে
ডাক দিয়ে গেছ মোরে
থাকবে শুধু চিত্র শালে
আসবেনা চেনা পাতার কোণে ।

তোমার কথায় বন্দী স্মৃতিই
কাঁদছে এখন চিরচেনা বুকে
নীল ব্যদনার খামে পুরে
সত্যিটাকে রেখে দিলাম ঢেকে।

মুক্তি তোমায় দিলেম আমি
করুন ব্যাথার দু:খ্যাচলে দুলে
স্মৃতি আমার পালিয়ে গেল
মনের বন্ধ দোয়ার খুলে ।

আবার আমায় ডাকলে কেন
সকাল বেলার স্বপন ঘোরে
কোথায় হতে এলে তুমি
কাল রজনীর সিড়ি বেয়ে ।

মরণ শিঙগা বাজল যেন
তোমার ভিষন গলার স্বরে
কাঁদছে স্মৃতি কে দেবে
গো মুক্তি দেবে মোরে ।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১

বিজন রয় বলেছেন: মরণেই আসলে সব মুক্তি।

কবিতায় একটি গভীর সুর পেলাম।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০

ডঃ এম এ আলী বলেছেন: দাদা অনেক ধন্যবাদ । ঠিকই বলেছেন মরনেই আসলে সব মুক্তি তবে সাথে করে কিছু নিয়ে যেতে হবে কিছু ভক্তি ।

২| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৫

ভাবনা ২ বলেছেন: খুবই সুন্দর কবিতা । খুবই সুন্দর করে বলেছেন: সরলতা সংযত হওয়ার সুন্দর একটি বিবরণ ।
তোমার কথায় বন্দী স্মৃতিই
কাঁদছে এখন চিরচেনা বুকে
নীল ব্যদনার খামে পুরে
সত্যিটাকে রেখে দিলাম ঢেকে

৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৫

কালনী নদী বলেছেন: আপনার সরলতা ও মনে প্রবিত্রতাই যেন কবিতা হয়ে ফুটিয়া উঠিল! অনেক সুন্দর হইছে ভাইয়া +++++

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩১

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ কালনী ভাই । নামটা যে এত কাব্যিক জানা ছিলনা আগে, মনের গহীনে লেগে থাকা কালনী নদীর নাম মাঝে মধ্যে কখন যে এসে যাবে কবিতায় তা বলতে পারিনা ভাই , এডভান্স ক্ষমা চিয়ে নিলাম তাই । ভাল থাকুন, শুভকামনা রইল ।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আবেগময় কবিতা ভাল লেগেছে।
লিখতে থাকুন

শুভকামনা থাকবে সবসময়।

২৯ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫২

ডঃ এম এ আলী বলেছেন: এখানে সামুতে এসে কবিতার জগতে বিচরণ । নিত্য একঝাক মেধাবী কবির কবিতায় অনুপ্রানিত হয়ে মনের অজান্তে চলে আসি এ ছন্দময় জগতে । টিকে থাকার অদম্য বাসনা । আপনার শুভকামনা অনুপ্রেরনা যোগাবে নিরন্তর । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

৫| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৩

খায়রুল আহসান বলেছেন: কষ্টের কবিতা, বেদনার সুর যেন বেজেই চলেছে! বেদনায় মানুষের মন বিশুদ্ধ হয়, পরিশীলিত হয়।

আপনার এর পুরনো এই "ছন্দময়ীর চৈত্রের রোদ্দুরের প্রতি......." কবিতাটিতেও একটা মন্তব্য রেখে এসেছিলাম।

২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৭

ডঃ এম এ আলী বলেছেন:
পুরাতন একটি পোষ্ট এসে পাঠ করে
সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ ।
ঐ মন্তব্যটি দেখতে গেলাম ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.