নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

অবশেষে বৃষ্টি এলো ফড়িঙ কন্যার জন্য…..

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১


সবুজ গালিচা বিছানো বিজন মাঠ প্রান্তরে
উড়ছিল বাধনহারা উচ্ছল ফড়িঙ কন্যা।
বিশ্রামলাগি কাশবনের গোড়ায় বেধেছিল বাসা
দুরন্ত কিশোরের পদভারে দলিত হয় সে আশা ।

কাশ বনে ছড়ানো নীল খামের ছেড়া টুকরা
সে সাথে চপলা বালার খিলখিলানী হাসি
থামিয়ে দেয় লাজুক ফড়িঙ কন্যার মাতামাতি
সবুজ ঘাসের বুকে পারেনা হতে নৃত্য রত ।

ঘাসের বুকে ঝিমিয়ে পরা ফড়িঙ কন্যা
আশায় থাকে অভ্রদের নীলখামের চিঠির
নিয়ে আসবে যা শরতের শিউলী ঝড়া বাতাস
নৃত্যের তালে মত্ত হবে মাতাল করা ঘ্রানে ।

অপেক্ষার প্রহর শেষে নীল খামের আগমনে
সবুজ ঘাসের বুকে নৃত্য রত ফড়িঙ কন্যা
উড়ে ফুল থেকে ফুলে কুড়ায় আর ছড়ায়
মধুমাখা সৌরব রেনু ফুটানো রঙ্গিন ফুলে ।

শরত অবসানে শীতের মলিনতায় মৃয়মান প্রান্তর
হরিত ঘাসের বুকে নেতিয়া পরে ফড়িঙ কন্যার ডানা
অপেক্ষার প্রহর হয়না শেষ কাটেনা অন্তহীন দিন
শিশির সিক্ত দুর্বাঘাস ও অশোকবনে ফুটেনা ফুল ।

ফড়িঙ কন্যা কেঁদে কয় ইচ্ছে করেনা বেঁচে থাকি
আসবে কখন সে, বুকের ভিতর তুশের আগুন জ্বলে
আর জীবন নিবু নিবু, মনের অনল করছে দহন
আর কতকাল পুড়লে বুজবে বসন্ত, তোকে ডাকি ।

অবশেষে ফাগুনের হাওয়ায় জাগে বসন্তদোলা
ঘাসের বুকে ফুটে ফুল আমের বনে ধরে মুকুল
নিবে যায় জ্বালা, ফড়িঙ কন্যা উড়ে ঘাসবনে
ফুল্ল সুন্দরীর বেশে নৃত্ত করে মুক্ত বিহংগ সনে ।

নেচে গেয়ে কখন যে কেটে যায় প্রমত্ত বসন্ত বেলা
গ্রীস্মের খরতাপে পুড়ে রংগীন পাখা সাংগ হয় খেলা
রিক্ত বুক সিক্ত করতে চায় বৃষ্টির ফোটায় ফোটায়
চেয়ে থাকে দিগন্তে সবুজ শ্যামল মাঠের আশায় ।

অবশেষে বৃষ্টি আসে নিয়ে লীলায়ীত লঘুনৃত্য নদী
বক্ষে ঢেলে দেয় সুখ জাগানিয়া যৌবনের দুরন্ত জলদি
মিথ্যা বাঁধা বন্ধনের ধংস উল্লাশ ঝড়ে পড়ে তার বুকে
সকল বিঘ্ন সকল আগল ভেঙ্গে করে স্পন্দন পাগল ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৭

মুসাফির নামা বলেছেন: অরেক ভাললাগা রইল।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৯

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ,খুব ভাল লাগল ভাল লাগার কথা শুনে । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

২| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



ফড়িং কন্যার জীবন কাব্য; ভালো লেগেছে প্রকৃতির সাথে জীবনের গল্প

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০০

ডঃ এম এ আলী বলেছেন: আপনার ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১

কালনী নদী বলেছেন: মুগ্ধ ভাইয়া!

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৩

ডঃ এম এ আলী বলেছেন: ভাইয়ার কথা শুনে আমি সম্মোহিত । অনেক ধন্যবাদ ।

৪| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর একটি কবিতা লিখেছিলেন, সেই পাঁচ বছর আগে। এ কবিতাটি পড়ে বলতে ইচ্ছে হচ্ছে, আপনি আবার কিছু কিছু করে কবিতা লেখা শুরু করুন।

চাঁদগাজী এর সুন্দর মন্তব্যটির সাথে একমত।

কবিতায় ভাল লাগা + +।

০২ রা মে, ২০২১ রাত ১২:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:




নোটিশ পাইনি বলে এই মুল্যবান মন্তব্যটি দেখায় কিছুটা বিলম্ব হলো।
অনেক পুরাতন একটি কবিতা এসে দেখে যাওয়ার জন্য ধন্যবাদ।
কবিতার মত দেখায় কিছু কিছু লেখা আমি প্রায়ই লিখে থাকি ,
তবে সেগুলি কিছুটা কাব্যকারে লেখা হয়ে থাকে অনেক
পোষ্ট দাতার মন্তব্যের ঘরে । একটু খানি সময় হাতে
নিয়ে লিখলে হয়ত তার অনেক গুলিই পোষ্ট করা
যেতে পারত আমার নীজের ছোট্ট ব্লগ বাড়ীতে।
কাব্যিক মন্তব্যে পোষ্ট দাতার তৃপ্তি‌ই প্রাপ্তি ।
আপনার মুল্যবান অনুপ্রেরণার কথামালা
ধারণ করে রাখলাম অতিব যত্ন করে।
অনেক শুভকামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.