নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

আমি মেঘ হয়ে একাকী ঘুরে বেড়াই

২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২১


আমি মেঘ হয়ে একাকী ঘুরে বেড়াই দুর আকাশে
চরি সাগরের পরে আছরে পরি উচা পাহাড়ের শীরে,
রোদের দাহণে দগ্দ হলে ভারী হয়ে নেমে আসি
বিজন প্রান্তরে রোদকে ঢেকে দিই কুয়াশার চাদরে ।

আনমনে ভাবি মেঘ বলে নীজকে কেমন দেখায়
হাওরের অথৈ নির্মল জলে তাই নিজের ছবি দেখি
স্বরূপে মুগ্দ আমি কর্ণফুলীর জলে ডোবা বনছায়ায়
মেঘ রোদ্দর হয়ে ময়ুর ময়ুরীর সাথে করি নাচানাচি ।

ক্ষনিকেই ফিরে যাই উর্ধাকাশে
তুলতুলে হয়ে উঠি ছায়াপথে
রোদের সাথে মিহিন বৃষ্টি হয়ে
আকাশে মিশে যাই রংধনু হয়ে ।

নিঝুম দ্বীপ মোহনায় সাগরের কুল বরাবর ধরে
করি বিচরণ , হিরণ কোণে দাঁড়িয়ে ভীরুপদে ধাবমান
মায়া হরিণের পানে আকুল নয়নে করি দৃস্টি নিক্ষেপন
ইচ্চে জাগে বিজলী হয়ে সংহারী শিকারীর প্রাণ ।

রোদের তিব্রতায় খরতাপে পুড়ে যাওয়া হরিত ঘাসবনে
কাল মেঘের সাথে বৃস্টি হয়ে অযুর ধারায় জাগাই ফুর্তি
সাগরের বুকে ভীম তরংগ নাচলে তরিৎ কাছে গিয়ে
আচল খানী খানিক মুচরে দিয়ে সংহারী তার রণমুর্তী ।

ক্লান্ত আমি চোখ বুদে ক্ষনিকের তরে রত হই চিন্তায়
ভাবি কি সম্পদ এনেছিলাম আর কিই বা যাব রেখে
অনাদি কালের জন্য, যারা সুখ নিদ্রায় থাকে স্বর্ন খচিত
সেগুন মেহগনী আর জারুল কাঠের পরে রচিত খাটে ।

তাদের চোখের কোণায় সতত দেখি কামনার বহ্নি জ্বলে
পাবনা তাদের কাছে উত্তম প্রতিদান সকলেই তা বলে
এত কিছুর পরেও মেঘ হয়ে একাকি বেড়াই ঘুরে
বিচিত্র সব আনন্দ অবগাহনে মনটা যায় যে ভরে ।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।

২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

২| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

কালনী নদী বলেছেন: গরমের তাপ মন শুধু বারে বারে খোজে পেতে চায় বৃষ্টির দেশের ঠিকানা!
সুন্দর কবিতা ভাই। +++

২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: সেই জন্যই তো গতকাল বৃষ্টি এখন মেঘ পাঠালাম । আপনার সুন্দর কথা অনেক আনন্দ দিয়েছে চিত্তে । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

ভাবনা ২ বলেছেন: এই গরমের মাঝে মেঘকে নিয়ে একটি সুন্দর কবিতা, মনটা শীতল হয়ে গেল । সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য ।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

নুর আমিন লেবু বলেছেন: ভাই, অনেক সুন্দর হয়েছে +

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ, খুব খুশী হলাম আপনার সুন্দর কথা শুনে । ভাল থাকুন এ কামনা থাকল ।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

বুরহানউদ্দীন শামস বলেছেন: সুন্দর কবিতা ।
সন্ধায় মনটা ভালো হয়ে গেল ।
পোষ্টে শুভকামনা রইল ।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৫

ডঃ এম এ আলী বলেছেন: ভাই আপনার কথা শুনে আমারো খুব ভাল লাগল । অনেক ধন্যবাদ ও শুভকামনা থাকল ।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮

মুসাফির নামা বলেছেন: ভাললাগা রইল।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: আপনার ভাললাগাটুকু হৃদয়ের অন্তস্থলে রেখে দিলাম । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪০

চাঁদগাজী বলেছেন:



প্রকৃতি নিজকে প্রকাশের ছন্দ খুঁজে পেয়েছে

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৩

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । প্রকৃতির সাথে পরিবেশও ছন্দ ফিরে পেয়েছে বলে প্রতিয়মান । প্রকৃতি ও পরিবেশের ছন্দ ধরে রাখতে পারাটাই গুরুত্বপুর্ণ । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

৮| ১১ ই মে, ২০২১ দুপুর ১২:৫৬

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতায় মেঘের জীবন প্রণালী ফুটে উঠেছে। শেষের দুটো স্তবক বেশি ভাল লেগেছে। + +

১২ ই মে, ২০২১ রাত ১১:০১

ডঃ এম এ আলী বলেছেন:



অনেক পুরাতন একটি কবিতা পাঠ করে
সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ ।
কবিতায় মেঘের জীবন প্রনালী সুন্দর করে
ফুটিয়ে তুলেছেন মহাকবি কালীদাস ।
কালীদাসের মেঘদুতের সহজ একটি
পাঠ তুলে ধরেছি এ ব্লগে প্রকাশিত
৩ টি পোষ্টে পর্বাকারে ।ইচ্ছে হলে
একবার চোখ বোলাতে পারেন সে গুলিতে।
অবশ্য সে পোষ্টগুলির আকার এত বড় যে
তা মহাব্যস্ত ব্লগারদের বিরক্তির কারণও বটে ।
মহাকবি কালিদাসের মেঘদূত : একটি সচিত্র বর্ণন – ১ম পর্ব
মহাকবি কালিদাসের মেঘদুত (মেঘের চলার পথের কিছু চিত্রসহ ) – ২য় পর্ব
মহাকবি কালিদাসের সচিত্র মেঘদূত : ৩য় পর্ব ( উত্তর মেঘ )

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.