নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

ফেবুর বন্ধুদের জন্য........

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩


প্রতিদিন ঘুম থেকে জেগে উঠে ভোরে
নয়ন যখন রাখি ফেবুর পাতা জোরে
রংগীন কত কথা যায় দেখা সেথায়
কিছু চিত্রে আর কিছু তার লেখায়।

কোন কোনটায় লিখা সাগর জলে সিনান করে
মোহিনীমুর্তী ধারন করে হাজির হলাম তব দ্বারে
এমনি কথায় ত্বরিত বেগে ধেয়ে আসে বন্ধুগনে
আর বসন ফুরে কুটিল রেখা ফুটায় সযতনে ।

নিরাবরন বক্ষ তার নিরাবরণ দেহ, চিকন রেখায় লাইকের
চিহ্ন সকল দারুন অবহেলে পরে থাকে বন্ধু বরের পাশে
মকট চুরা মুকুট খানি পড়ে ললাট পরে, বন্ধু ফিরে আসে
ধনুকবাণ ধারন করে বন্ধু দাঁড়ায় গিয়ে অন্য কারো কাছে।

এক সাথে সকলকে তাই যায় না করা খুশী
কেও বা খুশী, কেওবা হয় পুড়ে পুড়ে ভুসি
সুযোগটা নেয় কেড়ে নতুন পাড়া পড়শী
করতে খুশী সকলে বন্ধুবর হয় যে বিনাশী।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৮

দেবজ্যোতিকাজল বলেছেন:

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ভাল লাগল । আরো ভাল হতে পারা তুলে রাখলাম বন্ধুদের জন্য । ভাল থাকুন দাদা , শুভ কামনা রইল ।

২| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৭

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাল লাগার জন্য । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক সাথে তাই সকলে যায় না করা খুশী
কেও বা খুশী কেওবা হয় পুড়ে পুড়ে ভুসি
সুন্দর বলেছেন

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর মুল্যায়নের জন্য ।
শুভেচ্ছা রইল ।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর মুল্যায়নের জন্য ।
শুভেচ্ছা রইল ।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩১

সোহানী বলেছেন: ক'দিন আগে যখন আপনার পুরোনো কবিতাগুলো আবিস্কার করেছিলাম তখন এ কবিতাটা ও পড়েছিলাম।

আমি ফেইসবুকের জন্মলগ্ন থেকে ইউজ করি কিন্তু ইদানিং মনে হয় এর মাত্রা ছাড়িয়ে রোগে পরিনত হচ্ছে। আসলে আমরা বুঝে উঠার আগেই প্রযুক্তি ইউজ শুরু করেছি তাই এর সঠিক ইউজ না করে বেঠিকের দিকে যাচ্ছি....

আবারো কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম................

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাল লাগল জেনে খুশি হলাম ।
সুন্দর মুল্যবান কথা বলেছেন
আসলে আমরা বুঝে উঠার আগেই প্রযুক্তি ইউজ শুরু করেছি তাই এর সঠিক ইউজ না করে বেঠিকের দিকে যাচ্ছি....

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৩

অভিজিৎ দাস বলেছেন: বেশ ভালো লাগলো... ভালো থাকবেন ।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল লাগল জেনে খুশি হলাম ।
শুভেচ্ছা রইল ।

৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১১

খায়রুল আহসান বলেছেন: লিঙ্ক অনুসরণ করে এখানে এসে সুন্দর একটা কবিতা পড়ে গেলাম।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: একটি পোষ্টে ফেবুর কথামালায় ঠাট্টা করে বলেছিলাম সে জন্যইতো ফেবুতে বিচরণ দিয়েছি বন্ধ করে ।
আসলে কবিতায় খোলামেলা কথা অল্পতে বলা যায় । এসে কবিতাটি দেখেছেন বলে খুশি হলাম ।

শুভেচ্ছা রইল

৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬

মনিরা সুলতানা বলেছেন: ছোট বেলায় একটা প্রবাদ শুনেছিলাম ;

“আগের হাল যেদিক যায় পিছির হাল ও সেদিক ধায় “

সোহানী আপু , আহসান ভাই উনাদের পদাঙ্ক অনুসরন করে চলে এলাম আমিও _

১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১২

ডঃ এম এ আলী বলেছেন: খুব খুশী হলাম এসে দেখার জন্য । ফেবু নিয়ে বাংলাদেশ সরকারও এখন মহা বিব্রত ।
বাংলাদেশ কেন এটা এখন জগত জোরেই মাঝে মাঝে তোলপার করে । এর বিষয়ে সকলের
সচেতন হতে হবে, তা হলে এর সুফল কুফল ভোগ করতে হবে সকলেরে বিবিধ প্রকারে ।

প্রবাদটা মিলিয়ে দিলেন সুন্দর করে :)

অনেক শুভেচ্ছা রইল

৯| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১০

নীলপরি বলেছেন: আরে এটাতো পড়া হয়নি । দারুণ লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.