নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

কেন ভালবাসা জানান দিইনি...........

০৩ রা মে, ২০১৬ রাত ১:৩৬


ভালবাসি জানান দিইনি কেননা তুমি যে ছিলে কাটা-গোলাপ
কিংবা ছিলে হদয়ের দিকে তাক করা সুতিহ্ম তীরের ফলা,
তবে আধার কে ভালবাসার মত পছন্দময়ী ছিলে তুমি
আর আমার আত্মার মাঝখানে ছিল তোমার ছায়া ।

আমি ভালবাসি তোমার হৃদয়, লতাগুল্ফের মত হয়নি যা পল্লবিত
তোমার হৃদয় গহীনে ফুলের হালকা বহন লুকায়িত থাকায়
ধরণীর বুক হতে উত্থিত আমার উষ্ণ ভালবাসা তোমার
হৃদয়ে থাকা খাটি সুবাসের দিকে নিত্যই জানাত প্রিতি ।

কোথা হতে এলে, থাক কোথায়, না জেনে কিছুই, ভালবাসি তোমায়
কুটিল জটিল, অহংকারী না হিংসাসি না সহজ সরলমতি,
কোন কিছু না জেনেই তোমায় ভালবাসি, তাছাড়া
আর কোন উপাই নেই বলেও তোমায় ভালবাসি।

তোমার ভালবাসা বিহীন আমি অস্তিত্বহীন
এত কাছাকাছি আমার বক্ষপরে তোমার হাত
এতই কাছে যে তোমার মোদিত চোখে চোখ রেখে
ঘুমিয়ে পড়ি আর স্বপ্নে তোমায় নিয়ে করি সন্তরণ ।

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ রাত ৩:০৩

ভাবনা ২ বলেছেন: খুবই ভাল লেগেছে বুঝা গেল কে ভালবাসা জানান দেয়া হয়নি । অনেক ধন্যবাদ ভালবাসার একটি কবিতা পোষ্ট করার জন্য ।

০৩ রা মে, ২০১৬ রাত ৩:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ

২| ০৩ রা মে, ২০১৬ রাত ৩:১২

চাঁদগাজী বলেছেন:


মুখে না আনাই সঠিক

০৩ রা মে, ২০১৬ রাত ৩:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: চাঁদগাজী ভাই একটা সঠিক কথা বলছেন । যথাযথ মুল্যায়ন । অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

৩| ০৩ রা মে, ২০১৬ সকাল ৮:৫৩

সুমন কর বলেছেন: ভাল হয়েছে।

০৩ রা মে, ২০১৬ দুপুর ২:১৫

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা পাঠ এবং এর মুল্যায়ন ভালর দিকে গড়ানোর জন্য অশেষ ধ্যন্যবাদ । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৪| ০৩ রা মে, ২০১৬ সকাল ১০:২১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
কবিতায়+++++++++

০৩ রা মে, ২০১৬ দুপুর ২:২৯

ডঃ এম এ আলী বলেছেন: দাদার হাতের কলমের ছোয়া লেগেছে তাও আবার অসংখ্য প্লাসসহ, আমি একসাথে আপ্লোত ও বিহোহিত । ভবিষ্যতের লিখাকে অঝোড় ধারায় করছে প্রেরণামন্ডিত । কামনা করি দেখা হোক জম্ম থেকে জম্মান্তরে । ভাল থাকুন এ কামনা করি । আমার অতি প্রিয় ভাল লাগার লিখাগুলি অবিরত ঝরে পড়ুক আপনার ব্লগে, দেখার জন্য যেন আসতে পারি সেখানেই ঘুরে ফিরে ।

৫| ০৩ রা মে, ২০১৬ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা । লিখে যান অবিরত
কবিকে শুভেচ্ছা শুভকামনা সতত

০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা আর শুভকামনাটুকু রেখে দিলাম হৃদয় মাঝারে । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

৬| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:৪৩

জনৈক অচম ভুত বলেছেন: বেশ ভাল লাগল।

০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:০৩

ডঃ এম এ আলী বলেছেন: জীবন ধন্য হয়ে গেল ভুত ভাই । ভুতের কাছেও কবিতা ভাল লাগে । এখন থেকে ভুতেদের জন্য অনেক অনেক ভালবাসার কবিতা লিখা হোক ।
অনেক ভাল থাকুন শুভ কামনা থাকল ।

৭| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:০২

ডঃ এম এ আলী বলেছেন: জীবন ধন্য হয়ে গেল ভুত ভাই । ভুতের কাছেও কবিতা ভাল লাগে । এখন থেকে ভুতেদের জন্য ভালবাসার কবিতা লিখা হোক ।
অনেক ভাল থাকুন শুভ কামনা থাকল ।

৮| ০৩ রা মে, ২০১৬ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: অনেক সুন্দর কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

আপনার কথা রাখার চেষ্টা করেছি। চেয়ারম্যান আর চেয়ারপারসন-এর ছড়া দেয়া আছে।
চরম সমস্যা

০৩ রা মে, ২০১৬ রাত ৮:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ভাল লাগল ভাই আমার কবিতার মত দেখায় লিখাটিকে সুন্দর কবিতা বলার জন্য । কবিতার জগতে এই সামুর পাতাতেই আমার বিচরণ , কবিতা লিখতে কত যুগ লাগবে আল্লাই জানেন পারব কিনা তাও জানিনা , তবে আপনার মত গুণীজনের অআর্শীবাদ প্রেরণা যোগাবে নিরন্তন।
এই ফাকে চরম সমস্যা দেখে এলাম ।
বিশেষ ধন্যবাদ আমার ছোট্ট একটা অনুরোধকে এত মর্যাদাবান করার জন্য , আমি অভিভুত ও কৃতজ্ঞ । আমার বদ্ধমুল ধারণা ছিল আমার প্রস্তাবনাটি ছড়ার যাদুকরের হাতে পড়লে বিশাল কান্ড হয়ে যাবে । আমার ধারণাই সঠিক হল । পোষ্ট পরতে না পরতেই সুন্দর সুন্দর দামী মন্তব্যের পাহাড় জমে গেছে । খুব ভাল লাগল ।
ভাল থাকুন এ শুভ কামনা রইল ।

৯| ০৩ রা মে, ২০১৬ রাত ১১:০১

মহা সমন্বয় বলেছেন: এতই কাছে যে তোমার মোদিত চোখে চোখ রেখে
ঘুমিয়ে পড়ি আর স্বপ্নে তোমায় নিয়ে করি সন্তরণ ।
:)

০৪ ঠা মে, ২০১৬ রাত ২:২০

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ভাল লাগল কবিতায় এসে বিচরণ করার জন্য । জানিনা আজ স্বপ্ন কি দেখেন তবে কামনা করি তা যেন মনের মতই হয় । অনেক ভাল খাকুন শুভ কামনা থাকল ।

১০| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১:১৫

রিপি বলেছেন:

আরেহ বাহ কবিতা তো অনেক চমৎকার হয়েছে। এত গুন নিয়ে ঘুমান কেমন করে!! কবিতায় প্লাস।



কোথা হতে এলে, থাক কোথায়, না জেনে কিছুই, ভালবাসি তোমায়
কুটিল জটিল, অহংকারী না হিংসাসি না সহজ সরলমতি,
কোন কিছু না জেনেই তোমায় ভালবাসি, তাছাড়া
আর কোন উপাই নেই বলেও তোমায় ভালবাসি।


এই লাইন গুলিতে বেশী ভালো লাগা রইলো।

০৪ ঠা মে, ২০১৬ রাত ৩:০৭

ডঃ এম এ আলী বলেছেন: কবিতার থেকেও বেশী চমৎকার ও কাব্যিক হয়েছে মন্তব্যটির লিখা দেখেই চোখ জুড়িয়ে মন ভরে যায় । গুন নিয়ে ঘুমাই কেমন করে শুনুন তাহলে । ছোট সময় দেখতাম বড় বড় মাল বোজাই নৌকাকে নদীর কূল বেয়ে দুজনে গুণ টেনে নিয়ে যাচ্ছে , দিন শেষে ক্লান্ত গুনটানা নৌকর্মী দুজন গুণের রসি পেচিয়ে পেচিয়ে নৌকার পাটাতণে রেখে কাঁচা মরিচ আর শুটকী ভর্তা খেয়ে টানা একটা ঘুম দিত । এই ফর্মুলাটা আমিও এপ্লাই করি । নীজের জোড়াতালি দেয়া গুন টাকে পেচিয়ে পেচিয়ে এক কোণে রেখে ঐরকম ঐরকম খেয়ে দেই একখান ঘুম । শিল্পাচার্য জয়নাল আবেদীনের বিখ্যাত নৌকার গুনটানা ( Pulling boat) মাঝীর শিল্প কর্মটা গুগলে অনেক খুজেও পেলাম না, পেলে আপনাকে দেখাতাম । বিখ্যাত এ চিত্র কর্মটি দেখতে খুব ইচ্চৈ করছে যদি সন্ধান পান জানালে বাধিত হব । তার পর দেখবেন আপনার বলা গুনকে ( নৌকা টানার গুণ) কোথাই টেনে নিয়ে যাই ।

অনেক ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

১১| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

নীলপরি বলেছেন: ভালবাসি জানান দিইনি কেননা তুমি যে ছিলে কাটা-গোলাপ
কিংবা ছিলে হদয়ের দিকে তাক করা সুতিহ্ম তীরের ফলা,
তবে আধার কে ভালবাসার মত পছন্দময়ী ছিলে তুমি
আর আমার আত্মার মাঝখানে ছিল তোমার ছায়া ।



ভালো লাগলো ।

০৬ ই মে, ২০১৬ রাত ১:২৫

ডঃ এম এ আলী বলেছেন: নীলপরির ভাল লাগায় তো উড়তে যেতে ইচ্ছে করছে আকাশে । তবে ডানাহীন কবি নিরোপায়, তাই দুর হতেই ভাল লাগা মধুর অনুভুতি টুকু পাঠালাম ইথারে । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

১২| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

ডঃ এম এ আলী বলেছেন: নীলপরির ভাল লাগায় তো উড়তে যে ইচ্ছে করছে আকাশে । তবে ডানাহীন কবি নিরোপায়, তাই দুর হতেই ভাল লাগা মধুর অনুভুতি টুকু পাঠালাম ইথারে । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

১৩| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৪৫

কালনী নদী বলেছেন: শুভ কামনা রইল ভাই ।

০৬ ই মে, ২০১৬ রাত ১:২৭

ডঃ এম এ আলী বলেছেন: শুভ কামনাটুকু অন্তরে গেথে নিলাম । অনেক অনেক ধন্যবাদ ।

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: ভালবাসার কবিতাটি ভালো লেগেছে। + +

"আর আমার আত্মার মাঝখানে ছিল তোমার ছায়া" - খুবই চমৎকার একটি লাইন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.