নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
চাই আশীর্বাদ
সেই দেবীর কাছে
ভালবাসার সাদা ঘুড়ায়
চড়ে যাব তার কাছে
ধরতে চাই সে হাত
যে থাকে নি:সঙ্গতায় পাশে
চাই তার আশীর্বাদ
চরম একাকিত্বের
সময় ফুলের সৌরভে
বাড়ায় যে দুহাত।
দেবীমোর ডাকি যে তোমায়
জানি রয়েছ যে তুমি হেথায়
জানি ক্ষমতা আছে তোমার
আমাকে শুনার
দু:খটাকে আমার কর গ্রহন
ব্যাথাটুকু কর হরণ
নিয়ে যাও তব শুভ্র পাখার নীচে
পুর্ণ কর মোর নিষ্ফলা জীবন ।
হতে চাই ফুলের মতন
আকাশের মিটি মিটি তারা
শুক্লা তিথীর পুর্ণ চাদ ।
শিশির সিক্ত ভোরের রবির কিরনে
ঘুম থেকে জাগতে চাই
দাও মোরে আলো সাথে উঞ্চতা
হতে চাই পাহাড়ী ঝর্না
গড়াতে চাই চিবুকে তার ।
হতে চাই শিতল সমীরণ
এনে দিতে দেহমনে
তাকে সুখের শিহরণ
উড়িয়ে নিবে যস্ত্রনা
করে দিবে ভয় নিবারন
করতে চাই প্রজাপতির মতন
তার আঙ্গুলের ডগায় বিচরণ
জুরে দিবে পরীর পাখনা
তার ভালবাসার ডানায়
হতে চাই গুনগুনানী বাজনা
তার হৃদয় আঙ্গীনায় ।
যেখানেই সে যায়না কেন
মিনি বিড়ালের মতন দুহাত তুলে
পাশে পাশে থেকে মিস্টি পরশে
আবেশে জড়িয়ে যেন তাকে
করতে পারি আলিঙ্গন ।
ছোট্ট তালিকাটি পাঠিও তারতরে
দিনশেষে যেন ভুলেনা আমারে
এক সাগর বিশ্বাস এককৌটা আশা
মনের ফুলবনে লুকিয়ে থাকা
এক রাস রঙ্গীন ভালবাসা
করে যেন মনে এ
সকলি স্বর্গ হতে আসা ।
ফুলসাথে তালিকাটি হাতে পেয়ে
জানি সুখমনে দিবে সে ঘুম ।
আজ রাতে যাবে সুখ নিদ্রায়
স্বপনে হবে মনে
পাহাড়কুলে করেছে শয়ন ।
রাত্র নিশীত হতে
প্রত্যুশ পর্যন্ত দেখা
মায়া হরীনের সাথে
খেলায় রত তার
মধুর স্বপ্ন গুলো
যত্নকরে দিও পাঠিয়ে
আমিও যেন নিদ্রায়
গিয়ে স্বপ্ন দেখি
শিশির বিন্দুর মত
জড়িয়ে আছি
ফুলের মতন তারি
বুকের মধ্য খানে ।
হয়ত তার ভাবনায়
দেখবে আমায় বিশালাকায়
নয়ত অতি নগন্য
তাহলেও আমি যা
আছি থাকব তাই
জানিয়ে দিও তাকে
পাশে পাবে যখনি
বাঁশিতে চিকন সুর
তুলে ডাকবে আমায় ।
ছবিসুত্র : গুগলমামা
রি পোস্ট ( ইতিপুর্বের পোস্টটিতে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়ার কারণে )
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
ডঃ এম এ আলী বলেছেন:
দাদার দেয়া এত এত প্লাস দেখে
পেয়েছি অনেক অনেক সুখানুভুতি।
ধন্যবাদ সাথে শুভেচ্ছা ।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯
বিজন রয় বলেছেন: প্রথম ছবিটি অপরূপ!!!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ শুনে ভাল লাগল
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১
বিজন রয় বলেছেন: আসলেই নয়নাভিরাম!!
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২
ডঃ এম এ আলী বলেছেন: আসলে সবই অনুভবের ব্যপার । ধন্যবাদ
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
সাহসী সন্তান বলেছেন: ছবি সহ আপনার কবিতা মোটামুটি ভাল হয়েছে। তবে শেষের ছবিটাকে একটু বেশি মনযোগ দিয়ে দেখলাম! ঊঁহু, ভুল ভাববেন না! একচুয়ালি আঁড় বাঁশিটার দিকেই নজর বেশি ছিল! কেবল ঐ বাঁশিটা ছাড়া কিন্তু আর কিছু দেখি নাই.......
শুভ কামনা!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্য। ছবিটার যে কোন দিকেই নজর দিতে অসুবিধা নেই কারণ ছবিটা নেয়া হয়েছে পাবলিক ডমেইন থেকে সকলের সাথে শেয়ার করার মানসে ।
শুভেচ্ছা রইল ।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্য। ছবিটার যে কোন দিকেই নজর দিতে অসুবিধা নেই কারণ ছবিটা নেয়া হয়েছে পাবলিক ডমেইন থেকে সকলের সাথে শেয়ার করার মানসে ।
শুভেচ্ছা রইল ।
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৩
সুমন কর বলেছেন: আবার দেখে গেলাম। ধন্যবাদ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, আবার এসে দেখার জন্য ।
শুভেচ্ছা রইল ।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
মন-ভুলানো পংক্তিতে মানব মনের সৌন্দয্য-কল্প।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ মনোমুগ্ধকর মন্তব্যের জন্য ।
শুভেচ্ছা রইল ।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১০
নীলপরি বলেছেন: ছবি ও লেখা দুটোই আবারো ভালো লাগলো ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ আবার আসার জন্য । সামু লগ ইন , নতুন পোস্ট সাথে মন্তব্য সাবমিটে বেশ সমস্যা করতেছে , নতুন একটি বড় মাপের লিখা ( ছবি সহ ) পোস্ট এর আগে এটা দিয়ে ট্রায়াল চলছে ।
শুভকামনা রইল
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: আগে পড়েছিলাম। সমস্যার জন্য মন্তব্য করা হয়ে ওঠে নি। লেখাটা ভালো হয়েছে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ কস্ট করে আবার এসে দেখার জন্য । যতার্থ বলেছেন লগ ইন , নতুন পোস্ট সাথে মন্তব্য সাবমিটে বেশ সমস্যা করতেছে , নতুন একটি বড় মাপের লিখা ( ছবি সহ ) পোস্ট করতে গিয়ে বেশ সমস্যা হচ্ছে । তাই বেশ কিছু ছবি দিয়ে এই পোস্ট এর মারফত একটা ট্রায়াল চলছে । দেখা যাক সামুর গতি বাড়ে কিনা , এখনো মন্তব্যের কোন নোটিশ পাচ্ছিনা । মন্তব্য ডাউন লোডেও অস্বাভাবিক বিলম্ব হচ্ছে ।
শুভকামনা রইল
১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: ছবি এবং কবিতা সব মিলিয়ে খুব-ই ভালো লেগেছে ভাইয়া। ভালো লাগা ও ভালোবাসা রেখে গেলাম।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
ডঃ এম এ আলী বলেছেন: ছবি ও কবিতা ভাল লাগার জন্য ধন্যবাদঅ
আপনার জন্যও রইল অনেক অনেক ভালবাসা ।
শুভকামনা র্ইল ।
১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: দারুন পোস্ট।
অসাধারন লেখা ও ছবির জন্য ধন্যবাদ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৮
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ অসাধারণ অনুভুত হওয়ার জন্য ।
শুভেচ্ছা রইল , নিরন্তর ভাল থাকুন ।
১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৭
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ অসাধারণ অনুভুত হওয়ার জন্য ।
শুভেচ্ছা রইল , নিরন্তর ভাল থাকুন ।
১৪| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:০৬
কল্পদ্রুম বলেছেন: কবিতাটা ভালো লাগলো।দেবীর পরশে আমার নিষ্ফলা জীবন পূর্ণ করার পরিকল্পনাটা ভালো।কিন্তু এমন দেবীকে পাবেন কোথায়?পেলেও যে তিনি বিনা শর্তে এতসব করে দেবেন তারও বা গ্যারান্টি কি?
০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০৩
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । দেবীকে আর পাব কোথায় , মনে মনে একজনকে কল্পনা করে দেবীর আসনে দিব বসিয়ে । জীবনটাই উৎসর্গ করে দিব এর থেকে বড় শর্ত আর কি দিবে । তাকে করব পুর্ণ বিশ্বাস, রাখব আস্থা, জীবনের কোন কিছুতেইতো গ্যারান্টি নাই , গ্যারান্টি একটাই 'জন্মিলে মরিতে হইবে' । দেবী নির্বচনে ভুল হলে ধরে নিব 'মানুষ মাত্রই ভুল To err is human ।
ভাল থাকুন , শুভেচ্ছা রইল ।
১৫| ১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
উদাসী স্বপ্ন বলেছেন: ২ নম্বর ছবির ফুলের নামটা কি জানা আছে?
১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ এসে দেখার জন্য । ২ নং ফুলটা মালঞ্চ ফুল জাত ভুক্ত , থোকায় থোকায় গাছের ডালে ফুটে থাকে , বেশীর ভাগই গোলাপী রংগের হয় । জাত চিনতে আমার ভুলও হতে পারে ।
১৬| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯
হাফসা আক্তার৯৫ বলেছেন: পোষ্ট ভালো লেগেছে
১৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:১০
ডঃ এম এ আলী বলেছেন: পোস্টটি ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল ।
১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১০
অতৃপ্তচোখ বলেছেন: ছবিগুলোর সৌন্দর্যরূপ আর সুন্দর কথা মালা।অসাধারণ ভাল লাগলো।
'দিনশেষে যেনো ভুলেনা আমার
এক সাগর বিশ্বাস এককৌটা আশা।' আমিও রাখতে চাই ....
১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ পোস্ট অসাধারণ অনুভুত হওয়ায় খুশী হলাম ।
শুভেচ্ছা রইল ।
১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২
জীবন সাগর বলেছেন: খুব সুন্দর কাব্য। দেবীর প্রতি আকাঙ্খাও খুব সুন্দর।
ভালো লাগা রেখে গেলাম কাব্যে
১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
ডঃ এম এ আলী বলেছেন: ভাই জীবন সাগর আপনার ভাল লাগা হৃদয়ে ধারণ করে নিলাম ।
শুভেচ্ছা রইল ।
১৯| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর ছবিগুলো। কবিতার কথাও সুন্দর।
ভালো লাগা রেখে গেলাম ভাই।
২০| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর
২১| ২৬ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৭
খায়রুল আহসান বলেছেন: কবিতায় ব্যক্ত আকুলতা-ব্যাকুলতা মন স্পর্শ করে যায়।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮
বিজন রয় বলেছেন: +++++++++++