নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
উড়ু উড়ু চুলে শরতের রোদ
নামছে বেয়ে শরীরে
ভোরের ঘাসে লাগতেই
মিশে যায় শিশিরে।
এখন যে আশ্বিন
এই আশ্বিনেই তোমায় ছুঁয়েছিলাম
এলোপাথারি সোনা গলানো দিন
কারও দেখা পাওয়ার দিন।
শিউলি ঘুমের রাতের আদর এখনো শরীরে
যেন মৃদুমন্দ সমীরনে নেচে উঠা কাশবন
একলা সোহাগের গন্ধ নিয়ে ফিরছে
এই শুক্লাপক্ষের পুরনো অবগাহন ।
মন ফিরে মুঠু ফোনের একঘেয়ে আওয়াজে
আহ এই মুঠো ফোনের যেন আশ্বিন নেই
মন নেই শিশিরমাখা ভোর নেই
এড়ানো যায় না ফেলাও যায় না কিছুতেই ।
কী করেই বা তা সম্ভব?
ঝনঝনিয়ে বেজে ওঠা ফোনের লোভটা
ভুলাও তো যায় না আর
যদিও থাকে তাতে মিলনের যন্ত্রণা ।
ঝনঝনিয়ে ওঠা ফোনে উঠে আসা
আশ্বিনের গন্ধ ময়ুরাক্ষী নাচের প্রেম
প্রথম শরীর ভাঙার আলোড়ন
যেন আশ্বিনে শ্রাবণ ।
হু হু করে উঠা মনটায়
মনে পড়ে আশ্বিনের সেই দিন
স্কাইপে ধরে ছিলে জড়িয়ে
মনে জাগে সেই শিহরণ।
মনে আছে কি তোমার?
নাকি মুছে দিয়ে সব উড়ছ নিয়ে তাকে ?
অপরাজিতা ফুল আজও মনে করায় কি?
নাকি তোমার ভালবাসা আজ ড্যাফোডিলে ফোটে?
অনেক প্রশ্ন আমার
অনেক জানতে চাওয়া
শুনেছি এ বার নাকি দলবল নিয়ে করবে খেলা
উদাম শরীর নিয়ে সারি সারি সেলফি হবে তোলা।
এ দিকে ভেস্তে যাচ্ছি রাত জেগে
একসঙ্গে হুক্কাবারে হুল্লোড় সাজে
সম্পর্কগুলো গুলিয়ে ফেলেছি?
নিজেকেই খোঁজি অনেকের মাঝে ?
এখন নাকি এটাই চল?
যা কিছু অড তাই কি সুন্দর, তাতেই কি চমক?
ধনবান নই বলে কি ফেলেই গেলে চলে?
পুরনো মন নিয়ে আর কোথায়ই বা পারি যেতে ।
উত্তর দাও
দম বন্ধ হয়ে আসছে আমার
বলে দাও এই শারদিয় মেলায়
একলা আমি কী করব?
এই আশ্বিনে তোমাকে যেতে দিলাম
তবে কোনও দিন যাব না ছেড়ে
অপরাজিতা ফুলের দিব্যি
জেনো রইল সাথে ।
০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৩
ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি পাঠের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
২| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৮
বিলিয়ার রহমান বলেছেন: ভাল লাগা ++
০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৬
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগার অনুভুতি প্রকাশের জন্য রইল অান্তরিক ধন্যবাদ
নিরন্তে ভাল থাকুন এ কামনা রইল ।
৩| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ ভালো লেগেছে!
০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৭
ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি ভাল লেগেছে জেনে খুশী হলাম ।
শুভেচ্ছা রইল ।
৪| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪০
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার মধ্যে অনেক কিছুই পেলাম। বিন্দুর মাঝে সিন্ধু! আধুনিক কিছু শব্দ আর টুকরো টুকরো ঢেউতোলা জলে কবিতার দ্বীপবলয়ে কবির তকবীর মনের নীল শামিয়ানায় দাগ কেটে গেল!
০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৬
ডঃ এম এ আলী বলেছেন:
এত চমৎকার শব্দের গাথনীতে মন্তব্য মুগ্ধ হয়ে গেলাম ।
ছোট ছোট কথার গভীরতা যো কত তা বুঝানো
সত্যিই বেশ কঠিন ।
এক রাশ শূভেচ্ছা র'ল ।
৫| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৫
ডঃ এম এ আলী বলেছেন: এত চমৎকার শব্দের গাথনীতে মন্তব্য মুগ্ধ হয়ে গেলাম ।
ছোট ছোট কথার গভীরতা যো কত তা বুঝানো
সত্যিই বেশ কঠিন ।
এক রাশ শূভেচ্ছা র'ল ।
৬| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৪
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,
হুমমম... আশ্বিনের অপরাজিতার মতো পাপড়ি মেলা কবিতা । আর ব্যথার নীল রঙ তার হৃদয়ের শরীর জুড়ে ।
০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটির মর্মবানী কি সুন্দরভাবেই যে মাত্র এক লাইনে করে গেলেন বর্ণন ।
পান্ডিত্বের এযে অনেক বড় উদাহরণ, রইল প্রাণডালা অভিনন্দন ।
৭| ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
সুমন কর বলেছেন: হুম, ভালোই হয়েছে। অাধুনিক--অাধুনিক কবিতা !!
০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১১:২৪
ডঃ এম এ আলী বলেছেন:
দাদা, কবিতা অাধুনিক কিনা জানিনা তবে কবিতাটি এখনকার জন্য ।
এই শারদীয় সার্বজনীন উৎসবের সময়ে একাকিত্বের যন্ত্রনাটিকে
ভুক্তভুগিদের সাথে কিছুটা শেয়ার করাটাই ছিল কাম্য ।
শারদিয় শুভেচ্ছা রইল ।
০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: সামুর সার্ভার সমস্যার কারণে মন্তব্য সাবমিটে ২ বার ব্যর্থ হয়েছি , এটা তৃতীয় বারের প্রয়াস, জানিনা এবার যায় কিনা । দাদা, কবিতা আধুনিক কিনা জানিনা তবে সময়টা এখনকার । শারদীয় উৎসবের সময়ে ভুক্তভুগীদের একাকিত্বটাকে সকলের সাথে শেয়ার করার জন্য এটা লিখা ।
শারদীয় শুভেচ্ছা রইল ।
৮| ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
জুন বলেছেন: অপরাজিতা নামটি কে দিয়েছে এ ফুলের জানেন কি ডা: এম আলী? অনেক ভালোলাগে নামটি। বেশ শক্তিশালী একটি নাম। কবিতাটিতে এক পরাজিতর আক্ষেপ দেখলাম।
+
০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৯:০১
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ এসে দেখার জন্য । আমি সঠিক জানিনা অপরাজিতা নামটি কে দিয়েছেন । তবে অপরাজিতা নিয়ে এই মূহুর্তে মনে পড়ছে নজরুলের একটি গানের মুখরাঃ. আমি বিজন বনের অপরাজিতা আমার কথা কহি গানে । অপরাজিতা ব্যবহৃত হয়েছে অনেক কবিতা গানে , নীলকন্ঠ নামেও এর নাকি রয়েছে পরিচিতি , শুনেছি এর নাকি রয়েছে অনেক ঔষধি গুন । ফুলটি আমার খুব ভাল লাগে , দেশের বাড়ীর বাগানের প্রবেশ পথের গাছের ফটকে লাগানো গাছে দেখায় বড় সুন্দর । ঠিকই বলেছেন কবিতাটিতে আছে পরাজিতের আক্ষেপ।
শুভেচ্ছা রইল
৯| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৯:২৭
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,
প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ আর তা যদি অমন ছন্দ মিলিয়ে হয় তো সেজন্যে কৃতার্থ হতেই হয় ।
সত্যি বলতে কি , আমি চেষ্টা করি কারো লেখার মূল কথাটি তুলে ধরে তার যোগ্য একটি উত্তর দিতে । সব সময়ই যে সফল হই তা হয়তো হয়না । তবুও চেষ্টাটি থেমে থাকেনা । আর আপনার কবিতার মূল কথা তো, নীল একটি অপরাজিতার জন্যে দম বন্ধ হাহাকার ।
ভালো থাকুন ।
০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ মুল্যবান কথা মালার জন্য । মন্তব্যের দুটো কথাথেই বুঝা যায় কবিতাটি কতটা মনযোগ দিয়ে করা হয়েছে পাঠ , এটা এখন বলতে গেলে অনেক ক্ষেত্রেই দুর্লভ । এখনকার প্রেক্ষাপটে যা দেখা যায় তা আপনারো জানা । ঠিকই বলেছেন অপরাজিতার জন্য দমবন্ধ হাহাকার , এটা বেড়ে যায় শারদীয় এ সময়টাতেই , কেন যেন কাকতালীয় এক অদ্ভুত মিল , এটা আসলেই ব্যাথায় নীল ।
ভাল থাকুন নিরন্তর এ কামনা রইল
১০| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৯:২৮
বিজন রয় বলেছেন: দিব্যি রইল, মাথার দিব্যি।
এ যে আমার অনেক সাধনার ধন!!
তবে আশ্বিন কি পৌষ, জীবন কি মৃত, আমি সবসময় অপরাজিতা।
আবার কখনো কখনো নীল কখনো তীব্রতা।
কাব্যেই থাকেন।
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১:২১
ডঃ এম এ আলী বলেছেন: দুইবার উত্তর লিখে সাবমিট করতে গিয়ে ব্যর্থ হয়েছি । জানিনা এবার কপালে কি আছে । আগের লিখাগুলি বেশ বড় সড় ছিল এবার ধন্যবাদের মধ্যেই থাকলাম ।
শুভেচ্ছা রইল ।
১১| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩০
চাঁদগাজী বলেছেন:
ভাষা-হারা হৃ্যয় অবশেষ ভাষা খুঁজে পেয়েছে।
০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৯
ডঃ এম এ আলী বলেছেন: এই আশ্বিনে ভাষা ভালবাসা খুঁজে বেড়ায় , জানিনা খুঁজে পাবে কিনা তারে ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
১২| ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৪
ডঃ এম এ আলী বলেছেন: এই আশ্বিনে ভাষা ভালবাসা খুঁজে বেড়ায় , জানিনা খজে পাবে কিনা তারে ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
১৩| ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৫
পথহারা মানব বলেছেন: বরাবরের মতই সুন্দর, আশ্বিনেই বাজে বিচ্ছেদের রাগিনী+++
অন্য একটা কারনে আপনাকে ধন্যবাদ দেই...আপনি সবসময় বাংলার ঋতু, বাংলা মাস আর গ্রাম বাংলার কোনায় কোনায় লুকিয়ে থাকা সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলেন। যা কিনা সত্যিই মনোমুগ্ধ করে
আলী ভাই, যান্ত্রিক ব্যাস্ততার কারনে অনেকগুলো দিন হলো গ্রামে যাওয়া হয় না কিন্তু খুব মিস করি। আর বাংলায় এখন কি মাস, কি
ঋতু চলেছে বা আসবে তা আপনার পোস্ট দেখলে মনে পড়ে। যদিও বিষয়টা লজ্জার তবুও স্বীকার করছি।
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৪
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ভাল লাগল আপনার মনোমুগ্ধকর কথা সাথে অমুল্য পর্যবেক্ষন আশ্বিনেই বাজে বিচ্ছেদের রাগিনী।বাংলার ঋতু ও মাস ভেসে বেড়ায় অগনিত কবি সাহিত্যিকের লিখা কবিতা ও গানে যাদের পুরুধা রবি ঠাকুর , নজরুল , জীবনানন্দ দাস তা ছাড়াতো পকৃতি তো আছেই । চলুন না শহড়কে নিয়ে যাই গ্রামে আর গ্রামকে নিয়ে যাই শহড়ে যেন তারা না পরে যায় যান্ত্রিক ব্যস্ততার নিগড়ে ,
দেখব তাদেরকে সকলে আমরা মন ভরে । ইংরেজী ক্যলেনন্ডারের ভীরে বাংলা মাসের ব্যপারে আমরা সকলেই একটু উদাসীন হয়েই পরি তাতে লজ্জিত হওয়ার কিছুই নাই ।
শুভেচ্ছা রইল
১৪| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:১৩
নীলপরি বলেছেন: বেদনায় সিক্ত কবিতা পড়ে উদাস হলাম । ++
শারদীয় শুভেচ্ছা রইলো ।
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:১৩
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ কবিতাটি পাঠের জন্য । দিন কয়েকের মধ্যে বেদনা হবে বিসর্জন, ১০৮ টি নীলপদ্ম দিয়ে হবে অকাল বোধন , হওয়া যাবে অমোঘ ভালবাসার অবগাহনে অভিসিক্ত ।
আপনার প্রতিও থাকল শারদীয় শুভেচ্ছা ।
১৫| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:১৫
কল্পদ্রুম বলেছেন: "যা কিছু অড তাই কি সুন্দর, তাতেই কি চমক?" আমারো জিজ্ঞাস্য।অপরাজিতা কখনো সামনাসামনি দেখিনি।এখন দেখতে ইচ্ছে করছে।
০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ২:১২
ডঃ এম এ আলী বলেছেন:
যা কিছু অড তাই কি সুন্দর, তাতেই কি চমক ?
যার চোখে যাকে লাগে যেমন। রাক্ষস রাজ
রাবনকে মহানায়ক করেছেন কবি মাইকেল
মধুসুদন । অপরাজিতাকে এই শারদিয়
উৎসবে দেখে আসুন সামনা সামনি
ভাল লাগিবে তাকে নিশ্চয়ই ।
ভাল থাকার শুভেচ্ছা রইল
১৬| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ২:১০
ডঃ এম এ আলী বলেছেন:
যা কিছু অড তাই কি সুন্দর, তাতেই কি চমক ?
যার চোখে যাকে লাগে যেমন। রাক্ষস রাজ
রাবনকে মহানায়ক করেছেন কবি মাইকেল
মধুসুদন । অপরাজিতাকে এই শারদিয়
উৎসবে দেখে আসুন সামনা সামনি
ভাল লাগিবে তাকে নিশ্চয়ই ।
ভাল থাকার শুভেচ্ছা রইল
১৭| ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে কাব্য
০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৩:৩৩
ডঃ এম এ আলী বলেছেন: আনেক ধন্যবাদ কবিতা সু্দর অনুভুত হওয়ায় ।
শুভেচ্ছা রইল ।
১৮| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৯
খায়রুল আহসান বলেছেন: কবিতায় বেশ কিছু সুন্দর এবং আবেগময় চরণ এসেছে যা পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে, সন্দেহ নেই।
এখন যে আশ্বিন
এই আশ্বিনেই তোমায় ছুঁয়েছিলাম
এলোপাথারি সোনা গলানো দিন -- স্মৃতিময় অতীত।
মুঠো ফোনের ঝনঝনিয়ে ওঠা দু'জায়গায় এসেছে। একটাতে অন্য কিছু বলা যায় কিনা ভেবে দেখতে পারেন।
প্রথম শরীর ভাঙার আলোড়ন
যেন আশ্বিনে শ্রাবণ -- চমৎকার অভিব্যক্তি!
অপরাজিতা ফুল আজও মনে করায় কি?
নাকি তোমার ভালবাসা আজ ড্যাফোডিলে ফোটে? -- ভাল বলেছেন!
৬ ও ৮ নং মন্তব্য ও প্রতিমন্তব্য ভাল লেগেছে।
১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৭
ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটির উপর বিশ্লেষনী মন্তব্যে আমি অভিভুত ।
অাপনার মতামত অনুযায়ী আমি দেখব শব্দের দ্বৈততা
কিভাবে পরিহার করা যায় । নীজের কাছে অনেক
কিছুই ধরা পড়েনা । বিজ্ঞ পাঠকদের কাছে সে গুলি
ধরা পরে অতি সহজেই, সে জন্য আমি কৃতজ্ঞ ।
অনেক পাঠক খুব সুন্দর সুন্দর মুল্যবান মন্তব্য
রেখেছেন। আপনার মত একজন শ্রদ্ধেয় গুণীজন
কতৃক তাঁদের সে মন্তব্যগুলির স্বীকৃতিও অনেক
মুল্যবান । এটা সামগ্রিকভাবে ব্লগের মান
অনেক বাড়ায় সুধীমহলে ।
শুভেচ্ছা রইল
১৯| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩০
কবি হাফেজ আহমেদ বলেছেন: সত্যিই খুব ভালো লাগার মতো কাব্যগাঁথা। কেমন আছেন ভাইয়া? অনেক মিস করি কিন্তু ইদানিং অতি ব্যাস্ততার কারনে সামুতে খুব কম আসা হয়। তাই নিয়মিত যোগাযোগে হচ্ছে না। ভালো থাকবেন শুভ কামনা।
২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:১১
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ, নোটিফিকেশন পাইনি বলে বিলম্ব হয়েছে উত্তর দিতে ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
২০| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৫৪
nilkabba বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
বেশ ভালো লাগলো,,,,,
২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:১২
ডঃ এম এ আলী বলেছেন: প্রসংসাবাণীর জন্য অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা জানবেন ।
২১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
অতৃপ্তচোখ বলেছেন: নিষ্পাপ ফুলের কসমও কি অপরাজিতা হেলায় ভুলে যেতে পারে!
আমার হয় না বিশ্বাস তা এমন শূন্যতম ক্ষণে অপরাজিতা রবে দূরে।
খুব বিরহিত হৃদয়ে ভালোবাসা মিশিয়েছেন আহ্বানের বাজে বাজে।
ভাল লাগলো ভাই,
দেরি করে ফেলেছি তাই অনুতাপে।
১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ।
আপনার ভাল লাগার কথা শুনে খুবই খুশী হলাম ।
শুভেচ্ছা রইল নিরন্তর ।
২২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ।
আপনার ভাল লাগার কথা শুনে খুবই খুশী হলাম ।
শুভেচ্ছা রইল নিরন্তর ।
২৩| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এমন ফুল কে আমরা এক সময়ে নীলকণ্ঠ ফুল বলতাম । আজকাল দেখি না । কাব্য ভাল লাগলো ।
১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৩
ডঃ এম এ আলী বলেছেন: ন্যবাদ লিলিয়ান আমার বেশ পুরাতন একটি পোষ্ট এর লেখা পাঠের জন্য ।
কবিতাটি ভাল লেগেছে জেনে ভাল লাগল । এই ফুল গাছটি বাড়ী কিংবা উঠানের কোন গাছে লাগালে
অনেক বছর বেচে থাকে ও ফুল দেয়, গাছের শিকর হতে চারা গজায় ও বংশ বিস্তার করে ।
অনেক শুভেচ্ছা রইল ।
২৪| ২৬ শে মে, ২০১৭ ভোর ৪:৩১
রোকসানা লেইস বলেছেন: আপনার কাব্য আগে পড়া হয়নি----পড়লাম, বেশ লাগল
অপরাজিতা, স্কাইপে আর ঘুম মিলে বেশ জড়াজড়ি।
অপরাজিতা ফুল থেকে কোরিয়া, থাইল্যান্ডের দিকে মুখে মাখার ক্রীম তৈরী হয়।
এর ওষুধি গুণও বেশ।
স্কাইপের ঝনঝনানিতে আজকাল প্রায় ঘুম ভাঙ্গে সেটাও মনে পড়ল।
আর ডেফোডিলের সৌন্দর্য উপভোগ করছি সাথে ঘ্রাণ।
শুভেচ্ছা রইল
২৬ শে মে, ২০১৭ সকাল ৭:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: অনেক পুরাতন একটা কবিতা দেখতে আসায় খুব খুশি হলাম ।
স্কাইপতো বুঝলাম, তবে সেখানে অপরাজিতা পাওয়ার কথা
শুনে খুশী হলাম । অপরাজিতা ট্রপিকেল , তবে নীচের ছবির মত অপরাজিতা
কানাডার আবহাওয়ায় সামারে জন্মনো যায় , কানাডায় এর
নাম butterfly pea ( blue pea)
এই ফুল হতে তৈরী butterfly pea tea পানে আনে তৃপ্তি
হায়রে ডেফোডিল , এর জন্য আমার কবিতা লেখাই বন্ধ !!!
তবে এর ঘ্রাণ টুকু পাচ্ছি
শুভেচ্ছা রইল
২৫| ০৭ ই মে, ২০১৯ দুপুর ১:৩০
রোকসানা লেইস বলেছেন: অপরাজিতা দিয়ে ভালোবাসার বেশ একটা ঘটনা আছে কবিতা ঘিরে, স্মৃতি মন উন্মন। বিরহের অনেক কিছু জানা হলেও অপরাজিতার ঘটনাটা জানা হলো না।
দেশ থেকে কিছু বীজ নিয়ে এসেছি, অপরাজিতার। দেখা যাক শেষ পর্যন্ত কতটা যায়।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৩
ঠ্যঠা মফিজ বলেছেন: বেশ ভালো লাগা কাব্য ।