নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

ঝড় থেমে গেলে পৃথিবী শিখে ধৈর্য

২৩ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৪৫


একি হাল ব্লগের , অন লাইনে মাত্র ২ জন ব্লগার !!
যাহোক, লগ ইন যখন করলামই তখন না হয়
ছোট একখান কবিতাই লিখে গেলাম হেথায়
যদিও থাকুক পরে তা পাঠক মস্তব্যহীনতায় ।
......

ঝড় থেমে গেলে যে নীরবতা ঘিরে ধরে চারদিক
সেই নীরবতার মাঝেই যেন পৃথিবী শেখে ধৈর্য
পাতাহীন শাখায়ও থাকে সকুজের সম্ভাবনা
অন্ধকারের গভীরতা যতই গাঢ় হোক
তার ভেতরেই জাগে আলো ফোটার বীজ।

পথ হারিয়ে মানুষ হাটে বারবার
তবুও আকাশ ফুরোয় না
নক্ষত্রগুলো দাঁড়িয়ে থাকে নীরব প্রহরী হয়ে
স্মরণ করিয়ে দেয় হারানো মানেই শেষ নয়
বরং আবার শুরু করার গোপন ইশারা।

সময়ের নদী বয়ে যায় নিরবে নিঃশব্দে
তবে তার বুকে লিখে রাখে ক্ষনিকের ঘটনা
কেউ গড়ে সাময়িক আবার কেউ ভেঙে যায়
তবু জীবনের পথচলায় থেমে থাকে না স্রোত
কারণ জীবন নিয়ে বাঁচা মানেই
পুনরায় সবেগে ঘুরে দাঁড়ানো
নিজেকে নতুন করে আবিষ্কার করা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:৫৯

আরোগ্য বলেছেন: লেখাটি বোধ হয় ভুলে দুবার এসেছে, যদিও পরের বার এক স্তবক বেশী আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.