![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা গল্প দিয়ে শুরু করি...
কয়েক দিন আগের কথা এক বড় ভাই বলছিলেন তার নিজের অভিজ্ঞতা।যখন তিনি অনার্সে পড়েন তখন একদিন সাহাবাগ এক রেস্টুরেন্টে খেতে গেছেন, খাওয়া শেষে ম্যানেজারকে ডেকে বললেন “ভাই কাল থেকে আমি যত জায়গাতে যাব আপনার এই দোকানের কথা বলব।“ ম্যানেজার ধন্যবাদ দিলেন তাকে, তখন তিনি বললেন ভাই আমি আপনার দোকানের কথা এই জন্য বলব যে আজ আমার যতগুলো টাকা এখানে খাওয়ার কারনে নষ্ট হইল কাল থেকে আমার কিছু বন্ধুর যদি হয় তাহলে এই কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।বেচারা মানেজারের কিছুই বলার ছিল না।
হ্যাঁ এমনটা হয়ে আসছে যুগ যুগ ধরে, আমাদের আগের প্রজন্ম দেখেছে এই শিক্ষা ব্যবস্থায় কতটা ত্রুটি রয়েছে, নিজেরা কষ্ট করে যখন শিক্ষা জীবন শেষ করে ফেলেছেন তখন উপর থেকে শুধু হেসে হেসে বলেছেন, দেখ কত কষ্ট করে লেখা পড়া করেছি আমরা।কখনো তারা এই কথা ভাবেননি যে আমরা কষ্ট করেছি আমরা চেষ্টা করবো যেন আমাদের পরের প্রজন্ম এই কষ্ট করতে না হয়।হ্যাঁ অবশ্যই প্রশ্ন আসতে পারে আমি কেন করবো??? সোজা উত্তর আপনার নিজের স্বার্থে আপনি করবেন।কিভাবে?? যখন এই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন হবে সেই সুফল কি আপনার সন্তান পাবে না? আবার এক শ্রেণীর মানুষের প্রশ্ন আসতে পারে এই শিক্ষা ব্যবস্থায় সমস্যা কোথায়? তাদের জন্য বলছি, আপনাকে একটা পুকুর কাটতে দেয়া হল আর আপনি প্রতিদিন অল্প অল্প করে কাটতেছেন।আর পরদিন সকালে এসে দেখলেন পুকুর যতটুকু কেটেছেন তা আবার মাটি দিয়ে ভরে গেছে। চিন্তা করেন প্রতিদিন সকালে যদি একই ঘটনা ঘটে তাহলে এই পুকুর কাটার কাজ আপনি কত দিনে শেষ করতে পারবেন?
ঠিক এই রকমই আমার বা আপনার বাবা যেই সিলেবাসে পড়া লেখা করছে সেই ব্রিটিশ সিলেবাসে আজও আমরা পড়ছি।যেই সিলেবাসের পড়ায় তথ্য গুলো পর্যন্ত পরিবর্তন হয় নি।ফলে ওই পুকুর কাটার মত করে আমারা প্রতিটি প্রজন্ম একই কাজ বার বার করতেছি, ফলে দেশ শিল্প-সংস্কৃতি কিংবা বিজ্ঞান-প্রযুক্তিতে যেই রকম এগিয়ে যাওয়ার কথা সেই রকম আগাচ্ছেনা।ফলে আমরা একটা গণ্ডির মধ্যেই বার বার পাক খাচ্ছি। এর দায়ভার কার? আমি সত্যিই জানিনা এর দায় কার...............
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
আলী ইমাম বলেছেন: হ্যাঁ সবাই যদি পিছিয়ে যায় তাহলে কি কখনই সমস্যা গুলো শেষ হবে না?
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
তাশা বলেছেন: এগুলো বললে আসলে কেউ পাত্তা দেয় না............. সবাই বলে এত যখন শখ নিজেই করে দেখাও অথবা বলে আমি এত ঝামেলায় নাই কোনমতে নিজের বুঝটা বুইঝা নিজের আখের গোছাবো খামাখা অন্যের জন্য ভেবে তো কোন লাভ নাই............ সব শালা স্বার্থপর............