![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আটক ব্লগারদের নিয়ে কিছু বলতে চাই।হয়ত কারো কাছে এই বলাটা ভাল লাগবে না।আমি আগেই জানিয়ে রাখছি লেখালেখি শুরু করেছি নিজের মনের আনন্দে,কিছুটা সামাজিক দায়বদ্ধতা থেকে।কে কি বলল এই লেখা পড়ে তাতে আমার খুব বেশি কিছু যায় আসে না।যাইহোক অনেক লম্বা ভূমিকা করে ফেলেছি,এখন মুল কথায় আসছি।
যেই ব্লগার ৪ জনকে ধরা হল তাদের ব্যাপারে প্রশাসনের কাছে কিছু প্রশ্ন করতেছি...
১। তাদের নিয়ে কি করা হবে?
২। রিমান্ডে তাদের কি জিজ্ঞাসা করা হইছে আর তারা কি উত্তর দিছে?(তাদের যেহেতু নাস্তিক হিসাবে ধরা হইছে,জিজ্ঞাসাবাদে এর বেশী আর কিছু কি বের হবে?)
৩।এরা তো আরও ৩-৪ বছর ধরে লিখতেছে তাহলে এতদিন কেন ধরা হল না?
আচ্ছা ভাই বাদ দেন নাস্তিকদের কথা। নাস্তিকদের যে আইনে ধরা হইছে সেই একই আইনে ডা. জাকির নায়েক কে ধরা যায়না ?
কি ভাই ভয় পাইছেন? না ভয় পাইয়েন না,আসল ব্যাপার কিন্তু একই।জাকির নায়েক কি করে? অন্যান্য ধর্মের অসজ্ঞতি গুলো মানুষের সামনে নিয়ে আসে।আর যাদের নাস্তিক বলে আটক করা হইছে তারাও তো একই কাজ করছে।হ্যাঁ ধর্মের ব্যাপারে সুরসুরি দেয়াটা আমারও পছন্দনা,কিন্তু আমি যুক্তিতে বিশ্বাসী। যে বা যারা আপনার ধর্মের অসজ্ঞতি তুলে ধরবে আপনার কাছে যদি সেটা খণ্ডন করার মত যুক্তি থাকে তাহলে আপনিও তার মতের বিরুদ্ধে পাল্টা যুক্তি দিয়ে প্রমাণ করেন যে সে ভুল ভাবে চিন্তা করেছে তাই তার কাছে অসজ্ঞতি মনে হয়েছে।এতে করে আপনার ধর্মের কোন অবমাননা হবে না।কিন্তু না আপনারা সেটা করবেন না। আপনারা সকাল থেকে রাত পর্যন্ত ইংলিশ মুভি দেখবেন আর ধর্ম নিয়ে চিল্লাইবেন। তাই বলতেছি,একজন দুইজন ব্লগার ধইরা শাস্তি দিলেই কি সব শেষ হয়ে যাবে?হয়ত কাল আরও একজন আসবে,তার থেকে আসুন যারা ধর্ম সুষ্ঠু ভাবে পালন করি তারা খুব বেশী প্রতিক্রিয়শীল না হয়ে যুক্তি দিয়ে চিন্তা করতে শিখি, আবেগ দিয়ে নয়।
অবশেষে, আটক ব্লগারদের মুক্তির দাবি জানিয়ে শেষ করছি।
২৫ শে মে, ২০১৩ রাত ১১:৩৩
আলী ইমাম বলেছেন: আসিফ একটা ছাগল,কপি পেস্ট ছাড়া অর কিছু আছে নাকি?
২| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:৩০
কষ্টবিলাসী বলেছেন: মত প্রকাশের স্বাধীনতা কি সেটা জানেন? অসঙ্গতি ধরিয়ে দেয় কিভাবে সেটা জানেন?
৩| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:১১
উৎস১৯৮৯ বলেছেন: ভাই গালিগালাজ আর সমালোচনা তো এক নয়। ভূল ধরায় দিতে গেলে গালাগালি করতে হয় নাকি!!!!!
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২১
আলী ইমাম বলেছেন: সহমত।কিন্তু অই ব্লগারদের কি করা হবে? ঝুলে থাকবে ভোটের রাজনীতির জন্য?
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ রাত ১১:২২
ভীতু সিংহ বলেছেন: স্বাধীন ভাবে মত প্রকাশ করা আর ঘৃণা ছড়ানো এক নয়। আটক ব্লগারদের বিরুদ্ধে মূল অভিযোগ ইসলাম ধর্মকে অবমাননা করা। সেটার প্রমান খুঁজতে বেশি দূর যেতে হবেনা, এক আসিফের ব্লগ পড়লেই বুঝা যাবে।