নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্মৃতি শৈশবের ডানায়

আলী প্রাণ

বাণের জলের মত, ভাঙ্গ কিংবা ভাসিয়ে নাও যা কিছু অযাচিত ভ্রান্তি বাঁচানোর জন্য লড়ে ...

আলী প্রাণ › বিস্তারিত পোস্টঃ

অনুশোচনা

২০ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:১০

আমি আজ কত অসহায় মন চায় হারাতে

অতীতের ধূলো পড়া জলন্ত চিতায় দাঁড়াতে

অসহ্য যন্ত্রণা বেঁধেছে বাসা এই হৃদয়ে

ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে বেদনার জল যায় বয়ে

তষ্কর বিবেক এতদিন পর নেমেছে অনুশোচনায়

পরিতাপ করে কি গো অতীত ফিরে পাওয়া যায়



যে লোভ পুষিছি মনে সযতনে গোপনে

লোভ সুধা দিন দিন পরিণত আগুনে

কলঙ্ক এঁকে দিয়েও সাধ মিটেনি তার

জীবনে এনে দিলো অনন্ত আঁধার

অমানিষা ভেদ করে এক ফোঁটা আলো

এক জনমের বিনিময়েও ফিরে নাহি এলো



বাস্তবতার আয়নায় ফুটে উঠে রোজ

শঠতা-ভন্ডামির জঘন্য মুখোশ

কালো মেঘ থেকে হওয়া কাশফুলে চুল

অন্যকে ঠকানোর ইচ্ছাকৃত ভূল

বিবেচক বিবেচনা ভুলে বেভুলে

অনুশোচনার দ্বার দিয়েছে খুলে



আজ কি জগত মোরে করবে মা

পূণ্যের হিসেবে পড়া পাপের জমা

ভেতরের শুন্যতা প্রকাশিত হোক

ঘৃণাভরে দেখে নিক জিজ্ঞাসিত চোখ

হাত জোড় করে আমি ঘুরি দ্বারে দ্বারে

সদয় দৃষ্টিতে দেখে ক্ষমা দিয়ো মোরে

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০০৬ সকাল ১০:৫৯

অতিথি বলেছেন: কবিতার শিরোনাম অনুশুচনা নয় অনুশোচনা হবে।
শিরোনামে বানান ভুল চোখে পড়ে!

২| ২০ শে আগস্ট, ২০০৬ সকাল ১১:০৮

নজরুল ফরাজী বলেছেন: লেখায় প্রান আছে

৩| ২০ শে আগস্ট, ২০০৬ বিকাল ৫:৩৪

অতিথি বলেছেন: শেখ জলিল ভাইকে অসংখ্য ধন্যবাদ, আমি দুপুরেই সংশোধন করতে চেয়েছিলাম, লাইন না থাকায় আর হয়ে উঠেনি।


ধন্যবাদ নজরুল ফরাজীকে

৪| ২১ শে আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:০২

অতিথি বলেছেন: শিরোনাম ঠিক করার জন্য ধন্যবাদ।

৫| ২২ শে আগস্ট, ২০০৬ বিকাল ৩:১৭

অতিথি বলেছেন: আবারো ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.