নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লামা সোবহান

আল্লামা সোবহান › বিস্তারিত পোস্টঃ

আমাদের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করলো ইন্ডিয়ান মুভ GUNDY

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

আমাদের স্বাধীন দেশকে এবার পুরাপুরি অসম্মান করলো ইন্ডিয়ান এক মুভি যার নাম GUNDY কিছু দিন আগে মুক্তি পাওয়া এই মুভির প্রথম দিকে বলা হয়েছে যে, ‘16 ডিসেম্বর 1971 হিন্দুস্থান এবং পাকিস্থান এর মধ্যে 3য় যুদ্ধ শেষ হয়েছে, 90 হাজার পাকিস্তানি আর্মি হিন্দুস্থান এর সোলজার এর কাছে আত্তর্স্মপন করেছে 2য় বিশ্ব যুদ্ধর পর কোন দেশ এর কাছে এইটাই সব চাইতে বড় আত্তর্স্মপণ ছিলো, আর জন্ম নিলো একটি নতুন দেশ বাংলাদেশ।’ এর মানে আমরা আসলে কি বুঝতে পারি ভারত এর মুভি দিয়ে তারা বুঝাতে চাইলো যে, বাংলাদেশের যুদ্ধ করেছে খালি ইন্ডিয়া আমাদের দেশের 30 লক্ষ মুক্তিযোদ্ধাদের আর 2 লক্ষ মা বোনদের সম্মান হারানো কি যুদ্ধ না তাদের রক্তকি বিথা আমরা কি যুদ্ধ করিনি ইন্ডিয়া কি আমাদের দেশ উপহার দিয়েছে? এইটা কি ইন্ডিয়ার অঙ্গরাজ্জ ছিলো? এই ভাবে আমাদের অসম্মান করা হচ্ছে বিশ্বের বুকে এই ছবির মধ্যে এক পর্যায়ে নায়ক বলে... যে ‘হাম হিন্দুসতানি হে হামারে গালতিথি যো এ দেশ বাটা’ এখানে মুল থিমটা হলো যখন হিন্দুস্থান এবং পাকিস্থান এর মধ্যে 3য় যুদ্ধ হয় এবং হিন্দুস্থান এই এলাকার নাম দেয় বাংলাদেশ, এই ধরনে বাজে কথা তুলে ধরা হয়েছে এই মুভিতে, ভারত সরকার এই মুভিটা মুক্তি দিয়েছে তার মানে তাদের সম্মতি আছে এবং তারা বিশ্ববাসিকে দেখাতে চাই যে, বাংলাদেশ স্বাধীন করার জন্য সব কিছু অবদান তাদের আমরা কিছুই না আমরা কোন যুদ্ধ করিনি তারা আমাদের এই দেশ উপহার দিয়েছে স্বাধীন বানিয়েছে, এই ধরনের খারাপ মন্তব্য আমাদের শুনতে হচ্ছে বিশ্বের কাছে আমাদের মাথা নত করে দিচ্ছে। কোন প্রতিবাদ করা হচ্ছেনা কেন আমরা মুখ বুজে সব হজম করছি। প্রতিবাদ চাই

https://www.facebook.com/jakhrof

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: সরকারি ভাবে এর জভাব চাই

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

আল্লামা সোবহান বলেছেন: আপনাকের অনেক অনেক ধন্যবাদ ভাই প্রতিবাদ করার জন্য এবং সরকার কেউ প্রতিবাদ জানানোর জন্য অনুরোধ করছি

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১০

পাঠক১৯৭১ বলেছেন: এই মুভি কোথায় চলছে?

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১২

উদাস কিশোর বলেছেন: প্রতিবাদ আমাদেরই করতে হবে ,
সরকার তো ভারতের পা চাটা কুত্তা ।
ফেলানির বিচার থেকে কিছু বুঝলেন না ?

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

আল্লামা সোবহান বলেছেন: পাঠক ১৯৭১ ভাই এই মুভিটা ইন্ডিয়ান মুভি তো নরমালি ইন্ডিয়াতে চলার কথা আর আপনি জানে যে, ইন্ডিয়ান মুভি এখন বিশ্বব্যাপি তার এবার ভাবেন যে, কোথায় কোথায় চলতে পারে আপনাকে অনেক ধন্যবাদ

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

আল্লামা সোবহান বলেছেন: একদম ঠিক বলেছেন ভাই উদাস কিশোর আমার মনে হয় প্রথমে আমরা সবাই যারা অনলাইন ইউজার আছি আমারই সবার আগে প্রতিবাদ করতে পারি তাহলে হয়তো সরকারের নজরে আসতে পারে ব্যাপারটি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৬

মতিউর রহমান মিঠু বলেছেন: আমাদের প্রধামন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতেই যখন ঘোষক তাকে "বাংলাদেশের মূখ্যমন্ত্রী" বলে সম্বোধন করেন এবং তিনি প্রতিবাদ করেননি তখন "গুন্ডা" সিনেমাতো নস্যি....

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৪

শয়তান শাহীন বলেছেন: আরে ভাই বন্ধুতো....একটু বলতেই পারে....দাদারা তো আর পাকিস্তাননি না...এখন যদি এই কাজটা পাকিস্তানিরা করত তাইলে দেখতেন কি কি জানি ঘেরাও করি ফেলত আচোদা বাল এইচ সরকার.....পাকিস্তানের বদমাইশির প্রতিবাদ করা যাবে তবে বন্ধুদের করা যাবে না....
আপনতে দাদাদের আকাটা শিশ্নের উপর গরম পানি ঢেলে দিলেন মশাই... :-B :-B

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫০

আল্লামা সোবহান বলেছেন: আমার মনে হয় এই বিষয় নিয়ে আমাদের মাথা ব্যাথা বেশি কারণ আমরা এই দেশের নাগরিক আর আমরা এই ধরণের বিষয়টা মেনে নিতে পারছিনা তাই সরকার যায় করুক না কেন তা না ভেবে আমার মনে হয় আমাদের কে দাড়াতে হবে আমরা সবাই আন্দলন করলে সরকার তখন পতিবাদ জানাবে হয় সবাই নিজে নিজের মত আন্দলন করতে থাকনে _jakhrof sayeem

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬

আল্লামা সোবহান বলেছেন: এবার প্রথম আলো এই গুনডে সিনেমার বিরুদ্ধে রিপোর্ট করেছে প্রথম আলোকে অনেক অনেক ধন্যবাদ
_jakhrof sayeem

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.