নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লামা সোবহান

আল্লামা সোবহান › বিস্তারিত পোস্টঃ

সাকিব বিহীন এশিয়া কাপ চলবে না প্রতি ম্যাচে সাকিব কে চাই

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

বুঝার কোন উপায় নাই কেন সাকিব এখন দলের বাইরে কেন এশিয়া কাপতে তিনি নাই কারণ একটাই গত এশিয়া কাপে তিনি যে, ম্যান অফ দ্যা সিরিজ হয়েছিলেন। তার চাইতেও বড় কারণ হচ্ছে তিনি গত বার ইন্ডিয়াকে হারিয়ে ছিলেন এবার আমাদের বিসিবি চাই না আমরা তাদের মানে ইন্ডিয়াকে হারায়। তাই সাকিবের উপর সুবিচার করলো নাহ বিসিবি। ভালো খেলা করলেও যে বিপদ তার প্রমাণ দিলো এবার বিসিবি। যেখানে ক্যাপটেন, কোচ তারা সাকিবকে দলে রাখার জন্য বিসিবিকে অনুরোধ করছে তাও বিসিবির মন ভরছে না। কেনো এমন সমস্যা দেশের, দেশ কি খালি পরের কথা মতই চলবে? আমরা কি তাদের গোলাম? তারা যা বলবে তাই হবে ক্রিয়া অঙ্গনে, রাজনীতিতে, সব ক্ষেত্রেই তাদের কথা আমাদের শুনতে হয়। আবার তারাই তাদের মুভি দিয়ে আমাদের স্বাধীনতাকে অপমান করে থাকে। আমাদের উচিৎ মানববদ্ধন করা যাতে সাকিব খেলতে পারে সাকিব আমাদের গর্বভ সাকিব ছাড়া বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের কিছুই ভাবা যায় না। সাকিব ছাড়া কোন ম্যাচ চিন্তা করা যায় না। সাকিব আমাদের ক্রিকেটের ৫০% শক্তি সে মাঠে থাকলে মনে হয় বাঘ দাড়িয়ে আসে। সাকিব বিহীন এশিয়া কাপ চলবে না প্রতি ম্যাচে সাকিব কে চাই

https://www.facebook.com/jakhrof

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০

ফিলিংস বলেছেন: ভাই জান কি সাইদি সাহেবের ছুট ভাই............।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩

মুদ্‌দাকির বলেছেন: সাকিব ছাড়া বর্তমান বাংলাদেশ ক্রিকেট টিম কল্পনা করা অস্বস্তি কর!!!! সাকিব শুরু থেকেই ফিরুক এশিয়া কাপে , এই কামনা রইল !!

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪

উজবুক ইশতি বলেছেন: ক্ষমা স্বর্গীয়। সে অনুতপ্ত। তাঁকে এশিয়া কাপের প্রথম ম্যাচ এ দেখতে চাই

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২

আল্লামা সোবহান বলেছেন: ভাই ফিলিংস আপনার কিভাবে মনে হলো যে, সাইদি সাহেবের ছুট ভাই

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চাকিব ছাড়া বাংলাদেশ ম্যাচ জেতেনি?

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪

কোবিদ বলেছেন:
সাকিবের পাপের শাস্তি হবার পরে
তাকে ক্ষমা করা যেতে পারে। অহমিকা
পতনের মূল এ উপলব্ধিটা আসা আবশ্যক।
ভক্তদের তৃতীয় অঙ্গুলী প্রদর্শন যে কতবড়
ধৃষ্টতা তা বুঝতে হলে শাস্তি পাওয়াটাই দরকার ছিলো।
সাকিবের আত্মশুদ্ধি কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.